আব্দুর রাযযাক বিন ইউসুফ এর বই “কে বড় ক্ষতিগ্রস্ত?” pdf books free download.
কে বড় ক্ষতিগ্রস্ত? বইয়ের বিবরনঃ(Pdf Books)
বইঃ–কে বড় ক্ষতিগ্রস্ত?
লেখকঃ-আব্দুর রাযযাক বিন ইউসুফ
প্রকাশনীঃ-নিবরাস প্রকাশনী
ফরম্যাটঃ-পিডিএফ ফাইল(Pdf)
ক্যাটাগরিঃ-আব্দুর রাজজাক বিন ইউসুফ, ইসলামিক বই PDF

রাসুল সাঃ এর নামাজ pdf | নামাজ শিক্ষা বই pdf download | নামাজ বিষয়ক বই pdf | নামাজ শিক্ষার সেরা বই
abdur razzak bin yusuf pdf books | sheikh abdur razzak bin yousuf biography | শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
কে বড় ক্ষতিগ্রস্ত? বইয়ের রিভিউঃ(Pdf Books)
পাপের বিভিন্ন রকম শ্রেনীবিভাগ করা হয়েছে । কিছু ছােট পাপ কিছু বড় পাপ । কিন্তু পাপ যত ছােটই হােক না কেন তাওবা না করা পর্যন্ত পাপকারী ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত।তবে কিছু ছােট পাপ এমন আছে যেগুলাের জন্য আলাদা করে তাওবা করার প্রয়ােজন হয়না । সালামের পর মােসহাফা , মুসলিমের সাক্ষাতে মুসকি হাসি দিলেই সেসব পাপ ক্ষমা হয়ে যায় ।
এরকম পাপকে বলা হয় ছগীরা গুনাহ । কিন্তু কবীরা গুনাও তাওবা ব্যাতীত মাফ হয়না । কেউ যদি তাওবা না করে মারা যায় তাহলে অবশ্যই তাকে কঠোর শাস্তি ভােগ করতে হবে ।
কিন্তু তারপরও কিছু শাস্তির পরিমাণ একটু বেশি আর কিছু কম । সুখবর হচ্ছে এটাই যে কোন পাপের কোন শাস্তি পবিত্র কোরআন এবং হাদীসে সেটা স্পষ্ট উল্লেখ আছে আর এজন্য আমরা শাস্তির ভয়াবহতা জেনে পাপ থেকে বিরত থাকতে পারি ।
এ বইটাতেও তেমনি সমাজে প্রচলিত পাপগুলাে চিহ্নিত করে আলােচনা পূর্বক সেগুলাে শাস্তি কিরকম হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলােচনা আছে ।
আমি উল্লেখযােগ্য কিছু পয়েন্ট এবং সেগুলাের শাস্তি বিষয়ে তুলে ধরছি ।
১.ছেলেদের গিঁটের নিচে কাপড় আল্লাহ তার দিকে তাকাবেন না ( আপনার মনে হতে পারে টাখনুর নিচে কাপড় পরার সাথে ইসলামের কি সম্পর্ক থাকতে পারে ? এতে ছাওয়াব কিংবা পাপের প্রশ্ন আসে কি করে । তবে উওরে আমি বলবাে সবচেয়ে ভালাে হয় আপনি যদি বইটা পড়েই এর উওর পান । তবে এতটুকু বলতে পারি নামাজে দাড়ানাের সময় কিন্তু আমরা কাপড় মুড়িয়ে নেই । বলতে পারেন পাপ যদি নাই হবে তাহলে কেন । নিজের অজান্তেই মুড়িয়ে নেই ? )
২.মিথ্যাশপথ = জান্নাত হারাম
৩.অত্যাচার = অন্ধকার
৪.মাপে কম = আযাবে ধ্বংস
৫.মানুষ হত্যা = পৃথিবীর সব মানুষকে হত্যার সমতুল্য
এছাড়াও আরাে ৮৮ টি বিষয় নিয়ে বিস্তারিত আলােচনা এবং সেসব পাপের শাস্তি নিয়ে পবিত্র কোরআন ও ছহীহ হাদীছের দলিল সহ আলােচনা আছে । পাপ করতে আমাদের খুব একটা খারাপ লাগেনা কারন পাপ বিষয়ে আমাদের কোন ধারনা নেই , কোন পাপ করলে কোন শাস্তি হবে সে বিষয়েও আমাদের খুব একটা ধারনা নেই । আর ধারনা না থাকায় আমরা খুব সহজেই পাপ করে থাকি ।
কিন্তু আমাদের এসব বিষয় জানতে হবে কারন জানাটা ফরজ । একজন বইপােকা হিসেবে আমরা যদি এইসব বিষয়ে না জানি তাহলে আমরা কিরকম বইপােকা ? আর সবচেয়ে দুঃখজনক বিষয় এটাই যে একটা পাপের একটা শাস্তি নয় বরং একটা পাপের শাস্তি হতে পারে অনেক ।
আশাকরি বইটি পড়ে আপনি উপকৃত হবেন ।
Download
যেভাবে বইটির পিডিএফ ডাউনলোড করবেন-দেখুন