About Us

আসসালামু আলাইকুম, আমাদের Tunetuni সাইটে আপনাকে সাগতম ৷ টিউনটুনি অনলাইনে ফ্রি পিডিএফ বই এর বিশাল প্লাটফর। এই সাইটটিতে আপনি সকল ধরনের pdf books(study,admission preparation,islamic,current affiars,মোটিভেশনাল বই,আত্মজীবনীমূলক বইয়ের পিডিএফ ) পাবেন৷ pdf bangla

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Tunetuni ইসলামিক,বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্তর, ব্যাংক চাকরী বা বিসিএস পরীক্ষা, শিক্ষার্থীদের বা প্রতিযোগীদের দক্ষতা তৈরিতে বিভিন্ন pdf books share করা হয়৷মাসিক ও সমসাময়িক Current affiars দেওয়া হয়ে থাকে৷ তাদের স্বপ্ন দেখার কাজটি অর্জনে সহায়তা করার Tunetuni লক্ষ্য। অনেক দরিদ্র স্টুুডেন্ট আছে যারা টাকা খরচ করে বই কিনে পড়ার মতো তেমন সামর্থ থাকে না৷ তাছাড়া অনেক স্টুডেন্ট আছে যারা বই কিনা এবং বইয়ের সামনে থেকে পড়াকেও ঝামেলা মনে করে৷ তাই তাদের কথা চিন্তা করে আমরা অনলাইন এবং বিভিন্ন সোসিয়াল মাধ্যম থেকে পিডিএফ ফাইল গুলো ডাউনলোড করে লিংকটি শেয়ার করে থাকি৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


বিঃদ্রঃ বলে রাখা ভালো যে, আমরা নিজেরা কোনো বইয়ের পিডিএফ তৈরি করি না৷
সমস্থ পিডিএফ অনলাইন থেকে সংগ্রহ করা৷

আমরা সাধারনত এক থেকে দুই বছরের মধ্যে পাবলিস হওয়া বইগুলো প্রথমে রিভিউ করে থাকি যেমনঃ বই, লেখক, প্রকাশনী এবং বইয়ের গল্পের বিষয়বস্তু৷ তারপর বইগুলো মোটামোটি পুরাতন হলে বইটির পিডিএফ যদি বিভিন্ন সাইটে ও সোসাল মিডিয়ায় শেয়ার হয়ে থাকে তখন শেয়ারকৃৃত ফাইলটি আমাদের সাইটে দিয়ে থাকি পাঠকদের সহায়র্থে৷

তারপরও যদি বইটির লেখক ও প্রকাশনীর কিছু বলার থাকে আমাদে অতিশিঘ্রই কন্টাক্ট করে জানাবেন প্লীজ ২৪ঘন্টার মধ্যে আপনার কথার সাড়া দিবো ইনশাল্লাহ৷

Pdf বই আর হার্ড কপি বইয়ের মধ্যে পার্থক্যঃ

বর্তমান সময়ের ইন্টারনেটের । যেকোন কিছু মূহুর্তের মধ্যেই পাওয়া যায় । বর্তমানে অনেক পাঠক pdf বই পড়ে । তবে pdf ই বই পড়ে কি বই পড়ার আনন্দ পাওয়া যায় ? আমার উওর না । এর পিছনে ২ টি কারন আছে ।

০১. হার্ড কপি বই পড়ার মজাই অন্যরকম । আর একটা মজার ব্যাপার হলাে – বইয়ের একটা আলাদা গন্ধ আছে যেটা pdf ই পড়ে পাওয়া যায় না ।

০২. আপনি যখন pdf ই বই পড়বেন তখন আপনার মূল আকর্ষন থাকবে মােবাইলের উপর । অথচ আপনি যখন হার্ড কপি ( হার্ড কপি মানে যেই বইগুলাে আমরা পড়ে থাকি ) সেগুলাে পড়বেন তখন আপনার মূল আকর্ষন থাকবে বইয়ের লেখার উপর৷

এখন প্রশ্ন হলাে , তাহলে কি pdf ই বই পড়বাে না ? অবশ্যই পড়বেন । আমিও কিন্তু pdf পড়ি । যদি আপনার বই কেনার আগ্রহ থাকে কিন্তু টাকার জন্য বা অন্য কিছুর জন্য পারেন না তখন পড়তে পারেন । এছাড়া কিছু কিছু বই দুর্লভ । ওইসব বইয়ের pdf পড়তে পারেন । তবে চেষ্টা করবেন বই কিনে পড়ার । বিশ্বাস করেন , যখন আপনি বই হাতে পাবেন তখন কি যে আনন্দ পাবেন তা হয়তাে বােঝানাে যাবে না ।

আপনারা আমাদের পাশে থাকলে আমরা আপনাদের নতুন কিছু দিতে সাহায্য করবো৷

আমাদের সাথে থাকতে Social media Follow করুন৷

tunetuni pdf download

 পাঠকদের উদ্দেশ্য করে বলছি, শেয়ারকৃত বইগুলো পড়ে ভালো লাগলে, নিকটস্থ লাইব্রেরী থেকে বই গুলো সংগ্রহ করে পড়ার অনুরোধ রইলো৷ এতে লেখকবৃন্দুদের নতুন নতুন বই লেখার আগ্রহ বাড়বে৷