তাওযীহুল কুরআন-আব্দুর রাযযাক বিন ইউসুফ-pdf books download

Rate this post

তাওযীহুল কুরআন written by Abdur Razzaq bin Yousuf pdf books download.

তাওযীহুল কুরআন বইয়ের বিবরনঃ (Pdf Books)

বইঃ তাওযীহুল কুরআন

লেখকঃ আব্দুর রাযযাক বিন ইউসুফ

প্রকাশনীঃ নিবরাস প্রকাশনী

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ আব্দুর রাজজাক বিন ইউসুফইসলামিক বই PDF

Abdur razzaq bin Yousuf written by books. তাওযীহুল কুরআন pdf

তাওযীহুল কুরআন বইয়ের ভূমিকাঃ(Pdf books)

নিশ্চয়ই সমস্ত প্রশংসা এক আল্লাহর জন্য । আমরা তার প্রশংসা করি । আমরা তাঁর নিকট ক্ষমা চাই । আমরা আল্লাহর নিকট আমাদের আত্মার অনিষ্ট হতে ও আমাদের কর্মের অন্যায় হতে আশ্রয় চাই । আল্লাহ যাকে সঠিক পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেনা ।

আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ সঠিক পথ দেখাতে পারেন না । আর আমি সাক্ষ্য দিচ্ছি যে , আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই । তিনি এক , তাঁর কোন শরীক নেই । আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে , নিশ্চয়ই মুহাম্মাদ ও তাঁর বান্দা ও রাসূল । আরবী , ফারসী , উর্দু , বাংলা ও বিভিন্ন ভাষায় অনেক তাফসীর গ্রন্থ প্রকাশ পেয়েছে ।

যার পর তাফসীর লেখার আর তেমন কোন প্রয়ােজন নেই বললেই চলে । এর পরেও আমরা কেন তাফসীর লেখার প্রয়ােজন মনে করলাম ? আমরা মনে করি বিভিন্ন কারণে সময় সাপেক্ষে তাফসীর গ্রন্থ হওয়া উচিৎ । কারণ কুরআন যেমন কিয়ামত পর্যন্ত থাকবে কুরআনের গবেষণাও তেমন কিয়ামত পর্যন্ত থাকবে । মানুষ সময়ের প্রেক্ষাপটে কুরআন বুঝার চেষ্টা করবে ।(Pdf Books)

আমাদের তাফসীর লেখারও অনেক কারণ রয়েছে । তন্মধ্যে উল্লেখযােগ্য কয়েকটি কারণ নিম্নে পেশ করলাম

১. দ্বীন প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন যেলায় যাই । বক্তব্য শেষে কিছু মানুষ তাফসীর গ্রন্থ কিনার জন্য পরামর্শ চায় । কোন তাফসীর কিনলে তাদের জন্য ভাল হবে ? অন্যান্য সময়েও মানুষ তাফসীর কেনার পরামর্শ চায় । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে , এমন কোন তাফসীরের নাম বলতে পারি না , যা কুরআন ও ছহীহ – যঈফ হাদীছ যাচাই বাছাই – এর মাধ্যমে লেখা হয়েছে ।

সব তাফসীর গ্রন্থেই জাল ও যঈফ হাদীছ এবং মিথ্যা বানােওয়াট কাহিনী থেকে গেছে । এটাই মূলত কারণ যে , ছহীহ ও যঈফ যাচাই – বাছাই করা একটি তাফসীর গ্রন্থ মানুষের একান্ত প্রয়ােজন । তাফসীর লিখার মত যােগ্যতা আমাদের নেই , তবুও মানুষের চাহিদা একাজ করতে বাধ্য করল । কাজেই আল্লাহর উপর ভরসা করে একাজ আরম্ভ করলাম । পারা ৩০ তাওযীহুল কুরআন(Pdf Books)

২. বর্তমানে দেশে দ্বীন প্রচারের নামে তাফসীর মাহফীল হচ্ছে । এতে এক শ্রেণীর মানুষ তাফসীর না জানা সত্ত্বেও নিজেকে মুফাসসীর বলে ঘােষণা করছে এবং বানাওয়াট কিচ্ছা – কাহিনী ও রাস্তা – ঘাটের গল্পকে মানুষের সামনে কুরআনের তাফসীরের নামে প্রচার করছে । জনসমাজের অনেকের এ বিষয়ে জ্ঞান না থাকায় তারা এটাকে তাফসীর মনে করে বিভ্রান্ত হচ্ছে ।

এবং তারা এ ব্যাপারে সব ধরনের সহযােগিতা করে আসছে । কাজেই এ সমাজের জন্য এমন একটি তাফসীরের প্রয়ােজন , যা বক্তা ও সাধারণ জনগণের জন্য একান্ত যরূরী । বর্তমান সময়ে এমন একটি তাফসীর গ্রন্থ হতে হবে যাতে ছহীহ যঈফ পার্থক্য করে তাফসীর করা থাকবে ।

৩. পরিস্থিতির দাবীতে আমরা এমন তাফসীরের প্রয়ােজন মনে করলাম যাতে উপকৃত হবে ছাত্র , শিক্ষক , বক্তা , জনগণ সকলেই । ছাত্র – শিক্ষকের জন্য থাকবে শব্দ বিশ্লেষণ , বাক্য বিশ্লেষণ , আয়াতের মাধ্যমে তাফসীর , ছহীহ হাদীছের মাধ্যমে তাফসীর । আর সাধারণ জনগণের জন্য থাকবে আয়াতের মাধ্যমে তাফসীর , ছহীহ হাদীছের মাধ্যমে তাফসীর ।

অন্যান্য তাফসীর গ্রন্থে । জাল – যঈফ হাদীছ আছে এবং মিথ্যা কিচ্ছা – কাহিনী আছে । এগুলি জানার জন্য এ তাফসীরেও যঈফ হাদীছের একটি অংশ থাকবে । আর সকলের জন্য থাকবে মৌলিক লক্ষ্য হিসাবে একটি অবগতি । (Pdf books)

অনেক দিন থেকেই ভাবছিলাম অবস্থার চাহিদা অনুযায়ী একটা তাফসীর এবং একটা ফাতাওয়ার গ্রন্থ হওয়া যরূরী । এ চিন্তার সূচনা হয় ২০০৪ সালের দিকে । জোরাল ইচ্ছা থাকলেও সময়ের ব্যস্ততায় কাজ অনুকূলে হয়ে উঠেনি । ২০০৮ সালে এসে ইচ্ছা প্রবল হয় ।

মরণের খবর জানা নেই কবে ঘটবে ? কাজের পরিধিও কম নয় , কবে শেষ হবে ? তবে সন্দেহাতীত ভাবে জানি যে , তিনি সর্বশক্তিমান । কাজ সহজ করতে পারেন । ভাগ্যের পরিধি বাড়াতেও পারেন । তার উপরই ভরসা তিনি বলেন, “ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহই তার জন্য যথেষ্ট ।

আমাদের জ্ঞান অনুযায়ী যে সব বিষয়ের মাধ্যমে কুরআন ভালভাবে জানা ও বুঝা যাবে সে বিষয়গুলি আমরা পেশ করব ।

প্রথমতঃ অনুবাদ থাকবে , সবার বুঝার জন্য সহজ সরল অনুবাদ করার আমরা চেষ্টা করব ।

দ্বিতীয়তঃ শব্দ বিশ্লেষণ , যেভাবে পরিচয় দিলে একটি শব্দের সবকিছু জানা যাবে , আমরা তা পেশ করার চেষ্টা করব । (Pdf books)

তৃতীয়তঃ বাক্য বিশ্লেষণ , ব্যাকরণ অনুযায়ী বাক্যের পরস্পর সম্পর্কের বিবরণ দেয়া হবে যা কুরআন বুঝার জন্য সবচেয়ে বড় সহযােগী ।

চতুর্থতঃ আয়াতের মাধ্যমে আয়াতের তাফসীর । কুরআনের বিবরণ কোন স্থানে সংক্ষিপ্ত এসেছে আর কোন স্থানে বিস্তারিত এসেছে । কাজেই কুরআনের ব্যাখ্যা কুরআনের মাধ্যমে হওয়া উচিৎ । কারণ এতে কুরআন বুঝা সহজ হয়ে যায় ।

পঞ্চমতঃ ছহীহ হাদীছ , যেহেতু কুরআন রাসূলুল্লাহ সুর -এর উপর অবতীর্ণ হয়েছে । কাজেই কুরআন বুঝার সবচেয়ে বড় মাধ্যম ছহীহ হাদীছ । সময়ের প্রেক্ষাপটে তিনি যা বলেছেন , সেটাই মূলত তাফসীর ।

ষষ্ঠতঃ যঈফ হাদীছ , যঈফ হাদীছ আমলযােগ্য নয় । তবুও কেন তা পেশ করার প্রয়ােজন মনে করলাম । তার দু’টি বড় কারণ । এক . তাফসীরের প্রায় সব গ্রন্থেই জাল যঈফ হাদীছ রয়েছে যেখানে তারতম্যের কোন ব্যবস্থায় গ্রহণ করা হয়নি । এ কারণেই এখানে রাখা হল ।

মানুষ পড়ে অবগত হতে পারলে যে কোন স্থানে সে কোন সময়ে ঐ হাদীছগুলি শুনলে বা পড়লে বলতে পারবে যে , এ হাদীছটি জাল বা যঈফ । দুই . অনেক সময় দেখা যায় কোন ব্যক্তি বা স্থানের কিংবা কোন বিষয়ের পরিচয় ছহীহ হাদীছে সংক্ষিপ্তভাবে রয়েছে , যঈফ হাদীছে তা বিস্তারিত ভাবে রয়েছে । (Pdf books)

মূলত এদু’টি কারণেই যঈফ হাদীছ গুলি অত্র তাফসীরে পেশ করা হল । ছহীহ ও যঈফ যেভাবে লিখা হয়েছে এমন কিছু হাসান হাদীছ ছহীহ – এর স্তরে রাখা হয়েছে , যেগুলিকে কোন কোন বিদ্বান যঈফ বলেছেন । এর কারণ হল হাদীছগুলি হয়ত সূত্রগতভাবে যঈফ কিন্তু অর্থগতভাবে ছহীহ অথবা বেশীর ভাগ বিদ্বান সেগুলিকে হাসান বা গ্রহণযােগ্য বলেছেন ।

অনুরূপ ছহীহ – এর ব্যাপারেও হয়েছে । এমন কিছু হাদীছ যঈফ – এর স্তরে রয়েছে যাকে কোন বিদ্বান ছহীহ বলেছেন । তবে মতামতের প্রাধান্যের প্রতি যথাযথ লক্ষ্য রেখে হাদীছগুলাে সাজানাে হয়েছে ।

সপ্তমতঃ অবগতি , এখানে কোন শব্দের পরিচয় অথবা আলােচনার মূল অংশ অথবা কোন মুফাসসীরের বিশেষ কোন আলােচনা পেশ করা হবে । কুরআন বুঝার জন্য যা প্রয়ােজন আমরা তা পেশ করার প্রাণপণে চেষ্টা করেছি ।

পাঠক এ তাফসীর পড়ে উপকৃত হলে এবং পরকালের পাথেয় সঞ্চয় করতে পারলে আমাদের শ্রম সার্থক মনে করব । এ তাফসীর প্রকাশে বিভিন্ন ভাবে যারা সহযােগিতা করেছেন । আমরা তাদের শুকরীয়া আদায় করি । আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুন । আমরা আমাদের চেষ্টা – প্রচেষ্টার প্রতিদান দয়াময় আল্লাহর নিকট খালেছ অন্তরে একান্তভাবে ইহকাল ও পরকালে কামনা করি । (Pdf books)

মানুষ ভুলের দাস । তাই শত চেষ্টা সত্ত্বেও ত্রুটি বিচ্যুতি থেকে যাওয়া অসম্ভব নয় । বিজ্ঞ পাঠকদের নিকট আকুল আবেদন যে , ভুলগুলি অবগত করালে পরবর্তী সংস্করণে সংশােধন করব ইনশাআল্লাহ । সাথে সাথে পরবর্তী সংস্করণে সুধী পাঠকদের সুপরামর্শ প্রাপ্তির আশাবাদ ব্যক্ত করছি । আল্লাহ আমাদেরকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী জীবন যাপনের তাওফীক দিন -আমীন !! -বিনীত আব্দুর রাযযাক ১o০ ফেব্রুয়ারী ২০১১

তাওযীহুল কুরআন pdf Download

mediafire থেকে ডাউনলোড করুন-Download

Rokomari থেকে বইটি ক্রয় করুন-Buy

How to Download pdf from googledrive or mediafire

তাওযীহুল কুরআন pdf books free download