মদীনার মাটির বরকত সমূহ Islamic pdf download

Rate this post

মদীনার মাটির বরকত সমূহ Islamic pdf download available in tunetuni site

মদীনার মাটির বরকত সমূহ
Language : Bengali
Author : Ameer-e-Ahl-e-Sunnat
Total Pages : 25

Size : 2.17 mb

মদীনার মাটির বরকত সমূহ বইয়ের একাংশঃ

যমযমের পানির অসাধারন পরিবেশন

শায়খ আবু ইব্রাহীম ওয়াররাদ বলেন : “ আমি একবার হজ্ব ও যিয়ারতের সৌভাগ্য লাভ করলাম । পাথেয় কম থাকার কারণে আমার কাফেলা আমাকে মদীনা শরীফে ,একা রেখে চলে গেলাে । দরবারে রিসালতে গিয়ে আমি ফরিয়াদ করলাম ” “ ইয়া রাসূলাল্লাহ্ ! আমাকে আমার সফরসঙ্গীরা একা রেখে চলে গেছেন । ” এরপর আমি যখন ঘুমিয়ে পড়লাম , স্বপ্নে নবীয়ে পাক ;; এর যিয়ারত লাভ করলাম । তিনি ইরশাদ করলেন : “ মক্কা শরীফে যাও । সেখানে এক ব্যক্তিকে যমযম থেকে পানি তুলে লােকজনকে পান করাতে দেখবে । তুমি তাকে বলবে : রাসূলুল্লাহ্ ,আদেশ করেছেন যে , আপনি যেন আমাকে আমার ঘরে পৌঁছিয়ে দেন । আমি নির্দেশ অনুযায়ী মক্কা শরীফে এ ; গিয়ে পৌঁছলাম এবং যমযম শরীফের কূপের নিকট গেলাম । দেখতে পেলাম এক ব্যক্তি পানি তুলছেন ।

তাঁকে কিছু বলার পূর্বেই তিনি আমাকে বললেন : “ দাঁড়াও ! আমি লােকদের পানি পান করিয়ে নিই । ” যখন তিনি অবসর হলেন তখন রাত হয়ে গিয়েছিলাে , তিনি বললেন : “ বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে নিন । তারপর আমার সাথে মক্কায়ে মুকাররামার এ ( উঁচু অংশের দিকে যাবেন । ” অতএব , আমি তাওয়াফ -এর সৌভাগ্য অর্জন করার পর তাঁর সাথে সাথে চলতে লাগলাম । সকালের নিকটবর্তী সময়ে আমি নিজেকে এমন একটি উপত্যকায় অনুভব করলাম , যাতে ঘন গাছ আর পানির ঝর্ণা ছিলাে , আমার মনে হচ্ছিলাে এটি আমার নিজেরই উপত্যকা ‘ শফশাওয়ার ‘ । অনুরূপ চতুর্দিকে যখন সকালের আলাে বাড়তে লাগল আমি ভালভাবে দেখলাম যে , বাস্তবেই এটি ‘ শফশাওয়াহ্ ’ উপত্যকাই । আমি খুশি মনে আমার পরিবার – পরিজনের নিকট গেলাম আর আমার বাড়ি আসার কারামতপূর্ণ কাহিনী শুনিয়ে সবাইকে তাক লগিয়ে দিলাম ! লােকেরা আমার কাফেলা সম্পর্কে জিজ্ঞাসা করলাে । আমি তাদের বললাম : “ তারা তাে আমাকে অভাবী মনে করে মদীনা মুনাওয়ারাতেই…..

মদীনার মাটি এবং ফল - ফলাদীতে শিফা :-
মদীনার মাটি এবং ফল – ফলাদীতে শিফা রয়েছে “ জবুল কুলুব ” নামক কিতাবে বর্ণিত রয়েছে : “ আল্লাহ্ পাক মদীনা শরীফের এ ; এর মাটি আর ফল – ফলাদীতে রােগ মুক্তি রেখেছেন এবং অনেক হাদীস শরীফে এসেছে : মদীনার মাটিতে যে কোন রােগের নিরাময় রয়েছে এবং কতিপয় হাদীস শরীফে এ অর্থাৎ ‘ কুষ্ঠ ও ধবল থেকে আরােগ্যের কথা উল্লেখ রয়েছে । কিছু কিছু ‘ হাদীসে মদীনার এক বিশেষ স্থান ‘ সুয়াইব ’ এর কথা উল্লেখ রয়েছে ( সকলে এই স্থানকে ‘ খাকে শেফা ‘ বলে থাকে ) । কিছু বর্ণনায় রয়েছে যে , নবী করীম , রউফুর রহীম , রাসূলে আমীন, কোন এক সাহাবীকে নির্দেশ দিয়েছিলেন যে , তিনি যেন সেই মাটি দিয়ে জ্বরের চিকিৎসা করেন । অনেক বুযুর্গের কাছে থেকে ‘ সুয়াইব ’ নামক স্থানের পবিত্র মাটি দিয়ে চিকিৎসা করার বর্ণনাও পাওয়া যায় । ” ( জবুল কুলুব )

মদীনার মাটির বরকত Islamic pdf books download

Download

এরকম ইসলামিক pdf পেতে আমাদের Facebook page টিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন৷ কোনো inpormation এর প্রয়োজন হলে contact page এ যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিন৷

Islami pdf books. Islamic pdf. mp3 all kinds of books download here.jobs circular.books.wordpress file. bangla .bangla ebooks.paid apps.MP3 দৈনন্দিন বিজ্ঞান(George publication) mp3 pdf downloa.mp3 pdf mp3.all pdf download.mp3. mp3English.mp3 math.3 general science.mp3 all kinds of books download here.jobs circular.