ইনসাইড ইসলাম-আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ-pdf download

Rate this post

আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ এর বই “ইনসাইড ইসলাম” Pdf download from tunetuni.

ইনসাইড ইসলাম বই রিভিউঃ(Pdf Download)

বইঃ ইনসাইড ইসলাম

লেখকঃ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

ক্যাটাগরিঃ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ এর বই PDF,

প্রকাশনীঃ শব্দশৈলী

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ এর বই pdf download

pdf download

ইনসাইড ইসলাম বইয়ের একাংশঃ(Pdf Download)

ইসলামিক আভ্যন্তরীণ এক নিজস্ব শক্তি রয়েছে । যার শক্তিমান আলাে আর প্রভার দ্বারা সে তার ব্যক্তি , পরিবার ও সমাজের মাঝে এক অনন্য উদ্দীপনা ছড়ানাের মাধ্যমে কার্যকরী পরিবর্তন সাধন করে । ইসলামের সেই অভ্যন্তরীণ শক্তি ও সৌন্দর্য বােঝাতেই আমরা এই নামকরণ করেছি ‘ ইনসাইড ইসলাম ‘ । যার দ্বারা আমরা ইসলামের অভ্যন্তরীণ উদ্দীপনা ও শক্তিকে বাহ্যিকরূপে প্রকাশের মাধ্যমে আমাদের ব্যক্তি , পরিবার ও সমাজের সর্বস্তরে ব্যাপক পরিবর্তনের উদ্দীপনা ছড়িয়ে দিতে চাই । সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস । আশা করি এই গ্রন্থটি আমাদের সেই ‘ ইনসাইড ইসলাম ’ – এর প্রকৃত শক্তি , সৌন্দর্য ও উদ্দীপনার পথে এগিয়ে যেতে উত্তম সহায়ক হবে , ইনশাআল্লাহ ।

হতাশা : এই সময়ের নতুন বিপদ কাটাব কেমনে ?

বর্তমানে নতুন একটি সমস্যা আমাদের সামনে উদ্ভব হয়েছে , এই মহামারিটা আমাদের পুরাে পৃথিবীতে চলছে , সেটি হচ্ছে হতাশা । ঘরে থাকতে থাকতে হতাশা , চাকরির চিন্তায় হতাশা , কামাই – রুজির চিন্তায় হতাশা , স্কুল কলেজ বন্ধ , সে কারণে পড়ালেখার জন্য হতাশা , নানা দিক থেকে হতাশা । সবাই এখন বলছে , পরিবর্তিত পৃথিবী থেকে আমাদের কিছু আইডিয়া দেন- হতাশা থেকে কি করে আমরা বের হতে পারব । (Pdf Download)

আমি আজ আপনাদের বলছি , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এর চেয়ে কঠিন অবস্থা তৈরি হয়েছিল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দুটি আমল করতেন । সে দুটি আমল এবং দুআর কথা আপনাদের বলব । তবে তার আগে কিছু কথা বলব । যারা আমাদের কাছে আইডিয়া চাচ্ছেন , আমি আপনাদের কাছে । বলি , আপনি অন্যের কাছে আইডিয়া চাচ্ছেন , এটার ভালাে দিক যে , আমরা সহযােগিতা চাচ্ছি । যারা জানেন তারা সহযােগিতা করবেন । তবে আপনাদের কাছে আমার ছাত্রজীবনের একটি কথা শেয়ার করতে চাই

বিশ্ববিদ্যালয়ের হলে যখন আমরা থাকব তাম ১০ থেকে ১১ টাকা করে মিল ছিল । কিন্তু এই খাবারটাকে আরও উন্নত করতে হবে এই নিয়ে ব্যাপক আন্দোলন শুরু হলাে । যারা আন্দোলন করতেন আমি তাদের চিনতাম । আমি সরাসরি ছাত্র রাজনীতির সঙ্গে ছিলাম না । তাদের সঙ্গে একদিন বিকালে আমি হলের সামনের মাঠে বসে আছি । আমাকে অনেকেই চিনত ও সম্মান করত । তাই তাদের বললাম , মনে কর , আর ২/৩ বছর পর মাস্টার্স শেষ করে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেলাম । মনে কর , কোনাে একটি চাকরিতে জয়েন করলাম , ভাগ্যচক্রে সেটা হলাে কোনাে একটি বিশ্ববিদ্যালয়ে ।

জয়েন করার পর কোনাে একটি হলের দায়িত্বে চলে এলাম । তখন কেউ কেউ যদি আজকের মতাে আন্দোলন করে যে , ১০-১১ টাকার মধ্যে খাবারের মান বৃদ্ধি করতে হবে । আমি আমার ভাষায় বললাম , আমাদের কারও কাছে কি কোনাে সফটওয়্যার আছে যে , যার দ্বারা প্ল্যান করে এটা ডেভেলপ করতে পারব ? আমি তাে আন্দোলন করছি , দিতে হবে , করতে হবে , করে দাও । আমার কাছে যদি কেউ উপস্থাপন করে তাহলে আমরা কীভাবে সেটার সমাধান করব ? তাে যারা আমাকে মােটামুটি সম্মান করত , তারা সবাই আশ্চর্য হলাে এবং বলল , সাইফুল্লাহ ভাই , আমরা তাে এ রকম করে চিন্তা করিনি !

Pdf Download

আমার কাছে দাবি করলে আমি কীভাবে মিটাব ? ভেবেছেন ?

আমি বললাম , দেখাে , আমি ছোট্ট একটি আইডিয়া দেই এটার সঙ্গে অনেকের ভিন্নমত থাকতে পারে । এটা আপনাকে প্রেরণা দেওয়ার জন্য বলছি যে , আমাদের হলে প্রত্যেক দিন চাল লাগে ধরুন ৩ মণ , এই হিসাবে প্রত্যেক মাসে চাল লাগে কত ? আমরা প্রত্যেক দিন চাল কিনি খুচরা করে , আমরা যদি প্রত্যেক মাসের চাল একত্রে কিনি । খড়ি বা লাকড়ি লাগে কতটুকু রান্না করার জন্য ? ডাল লাগে কতটুকু ? মানে যেগুলাে না হলেই নয় । গুঁড়া মশলা লাগে কতটুকু ? এগুলাে সব যদি মাসের বাজার হিসেবে একদিন কিনি আমরা দেখতে পাব এখান থেকে ৫০ হাজার বা ১ লাখ টাকা আমাদের সেভ হয়ে যাবে । তাহলে এই টাকা আমরা অন্য রান্নার ক্ষেত্রে , রান্নার মান বৃদ্ধির ক্ষেত্রে অথবা আইটেমটা একটু বাড়াবার ক্ষেত্রে ব্যবহার করতে পারি । এভাবেই কিন্তু সেম টাকায় কিছু মান বাড়াবার চেষ্টা করা সম্ভব ।

আরও অনেক কথা বলেছিলাম তাদের সঙ্গে । আমি বললাম , আসাে , আমাদের আন্দোলনের এই ধারা ত্যাগ করি , আন্দোলন থাকবে কিন্তু আমাদের আন্দোলন হবে , আমরা এভাবে আপনাদের প্রস্তাবনা দিলাম , প্রস্তাবনাটা কাজে লাগান । যদি এটা না লাগান তখন কিন্তু আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব- এ রকম কথা বলতে পারি ।

আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ এর অন্যান্য বইগুলো ডাউনলোড করুনঃ—

1.#যে আফসোস রয়েই যাবে pdf

2.#আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ সকল বই pdf

Inside islam pdf download

Download