আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ এর বই “যে আফসোস রয়েই যাবে” Pdf download from tunetuni.
যে আফসোস রয়েই যাবে বই রিভিউঃ(Pdf Download)
বইঃ যে আফসোস রয়েই যাবে
লেখকঃ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ
ক্যাটাগরিঃ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ এর বই PDF,
প্রকাশনীঃ সমর্পণ প্রকাশন
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)
আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ এর বই pdf download

যে আফসোস রয়েই যাবে বইয়ের ভূমিকাঃ(Pdf Download)
প্রিয় পাঠক ! আল্লাহ তাআলা দুনিয়ায় জীবনযাপন করতে মানুষের জন্য যে প্রপার গাইডলাইন , সঠিক দিক – নির্দেশনা দান করেছেন তার নাম — আল – কুরআনুল কারীম ।
এই গাইডলাইনের প্রতি বিশ্বাস রাখে এবং এর অনুসরণ করে , এরকম যেমন একটি দল রয়েছে ; ঠিক তেমনি এর বিপরীত একটি দলও রয়েছে যারা আল্লাহ রব্বল আলামীনকে ও আখিরাতকে অবিশ্বাস করে , তাঁর দেওয়া দিক নির্দেশনা অমান্য করে । উভয় দলই চিরন্তন সত্য একটি দিনের মুখােমুখি হবে ।
যেই দিনের সত্যতাকে অস্বীকার করার কোনও সুযােগ নেই । সেদিন সব মানুষ আল্লাহ রব্বল আলামীনের সামনে দাঁড়িয়ে যাবে । সেদিন আল্লাহ যখন সবার কৃতকর্মের বিচার – ফায়সালা করবেন , তখন কিছু মানুষ প্রচণ্ড আফসােস করতে থাকবে । নিজের কৃতকর্মের ওপর তীব্র আর্তনাদ শুরু করবে । আমরা এই বইতে আল – কুরআনুল কারীমে বর্ণিত তেরােটি আফসােসের বিষয়ে আলােচনা করেছি , যে আফসােসগুলাে সেইদিন করে কোনও লাভ হবে না ।
Pdf Download
এছাড়া রাসূলুল্লাহ ( সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) -এর হাদীস হতেও কিছু আফসােসের কারণ উল্লেখ করা হয়েছে । আল্লাহ রব্দুল আলামীন কেন এই আফসােসের কথাগুলাে দুনিয়ার মানুষকে আগেই জানিয়ে দিলেন ? আল্লাহ বড় দয়া ও মেহেরবানি করেছেন আমার – আপনার প্রতি । বান্দাদের প্রতি আল্লাহ আগেই আফসােসের কারণগুলাে জানিয়ে দিয়েছেন কারণ — বান্দারা যেন দুনিয়া থেকে এর যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে পারে , যেন তাদেরকে এসব আফসােস করতে না হয় ।
শুধু আফসােসের বর্ণনা নয় , আল্লাহ তাআলা আফসােস থেকে মুক্তির উপায়ও জানিয়ে দিয়েছেন । যেন আমাদের কোনও ক্ষতি না হয় , যেন আমরা শাস্তির মুখােমুখি না হই এবং সুখ – স্বাচ্ছন্দ্যময় জান্নাতের জীবন লাভ করতে পারি । আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় জান্নাতের জন্য কবুল করুন , আমীন !