সাদ্দাম হোসাইন জীবনের শেষ দিনগুলি pdf download

Rate this post

Saddam Hussein: The last days of life pdf download by Will Burdenwarper.This pdf books are available in tunetuni site. He was an honest, courageous, God-fearing man. He has worked hard to establish Islam.

বইঃ সাদ্দাম হোসাইন জীবনের শেষ দিনগুলি

লেখকঃ উইল বার্ডেনওয়ার্পার

সাদ্দাম হোসাইন জীবনের শেষ দিনগুলি বইয়ের রিভিউঃ (Pdf download)

বইঃ সাদ্দাম হোসাইন: জীবনের শেষ দিনগুলি
লেখকঃ উইল বার্ডেনওয়ার্পার
প্রকাশনীঃ নবপ্রকাশ
ফরম্যাট পিডিএফ ফাইল
ক্যাটাগরিঃ আত্মজীবনীমূলক বই
প্রকাশঃ 1st Published, 2018
Number of Pages 239
দেশঃ ইরাক
Language বাংলা

সাদ্দাম হোসাইন: জীবনের শেষ দিনগুলি pdf download

লেখকের উইল বার্ডেনওয়াার্পার বক্তব্যঃ সাদ্দাম হােসাইনের শেষ দিনগুলােতে মার্কিন বাহিনীর যেসব সৈন্য তাঁকে পাহারা দিয়েছে , তারা নিজেদের বিশেষ বারােজন ( স্পেশাল -১২ ) বলে অভিহিত করত । এই বারােজন সৈন্যের প্রতি কঠোর নির্দেশ ছিল দায়িত্ব সংক্রান্ত সবকিছু গােপন রাখার । এমনকি তাদের কোনাে দিনপঞ্জি লিখতে দেওয়া হয়নি । বাড়িতে থাকা প্রিয়জনদের কাছেও তারা কিছু জানাতে পারত না ।

ফলে , এই বইয়ে উল্লিখিত অনেক ঘটনার কোনাে নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করা সম্ভব হয়নি । মার্কিন সামরিক বাহিনীর ইতিহাস বিভাগের উদ্যোগে স্পেশাল – ১২ – এর সৈন্যরা মৌখিকভাবে এসব ঘটনার বিবরণ দেন । ঐতিহাসিক মাইকেল গর্ডনের বিখ্যাত বই , “ The Endgame : The Inside Story of the Struggle for Iraq , from George W. Bush to Barack Obama ‘ 9360 গিয়ে দলিল দস্তাবেজ ও নথিপত্র ঘেঁটে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে আমি তাঁকে সহযােগিতা করেছিলাম ।

পরে ২০১০ সালে গর্ডনের কাছ থেকে সৈন্যদের সাক্ষাতকারের রেকর্ডগুলাে সংগ্রহ করি । বইয়ে সন্নিবেশিত তথ্যের ধারাবাহিকতা রক্ষার্থেই সৈন্যদের সাথে সাক্ষাত করে করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয় । প্রায় ষাট ঘন্টাব্যাপী চলে সাক্ষাতকার পর্ব ।

এছাড়াও প্রায় একশজনের বেশি মার্কিন ও ইরাকি সরকারি কর্মকর্তা , বিশেষজ্ঞ , গােয়েন্দা , আইনজীবী ও সম্পূর্ণ ভিন্ন । মতাবলম্বী ব্যক্তির কাছ থেকে মূল্যবান তথ্য সংগ্রহ করতেও লেগে যায় অনেক সময় । বইয়ে সরাসরি উল্লিখিত বক্তব্যগুলাে কোনাে সাক্ষাতকার অথবা ছাপানাে নথিপত্র থেকে সংগৃহীত হয়েছে ।

এই বইয়ে উদ্ধৃত অধিকাংশ বক্তব্য সরাসরি রেকর্ড করা হয়নি । এসব ক্ষেত্রে তথ্য প্রদানকারীর বক্তব্য কোনাে উদ্ধৃতিচিহ্ন ব্যতিরেকেই উল্লেখ করা হয়েছে । সাদ্দামের সাথে কথােপকথনের দলিল এফবিআই বেশ আগেই উন্মুক্ত করে দিয়েছে । এছাড়াও বিভিন্ন ব্যক্তির বক্তব্য উপস্থাপন করেছি বিশ্বাসযােগ্যতা সহকারে । উত্স উল্লেখ করতে গিয়ে গল্পের প্রয়ােজনে এসেছে ক্রিয়ার পরিবর্তন , পরিমার্জিত হয়েছে দৃশ্যায়ন ।

তবে বইয়ে কোনাে কাল্পনিক তথ্য উপস্থাপন করা হয়নি । তবু লেখক হিসেবে দৃশ্য ও চিত্রকল্পের সাথে পাঠকের সঙ্গতি ধরে রাখতে স্বাধীনভাবে বিবৃত করেছি ইতিহাস , মিশিয়েছি কল্পনার রঙ । এভাবে রঙতুলির আঁচড়ে মূল দৃশ্যের প্রকৃত রূপায়ন তুলে ধরার প্রাণবন্ত চেষ্টা চালিয়েছি । একজন সাংবাদিক হিসেবে এ বইয়ে উল্লিখিত তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়েছি মাত্র । সাদ্দামকে ফাঁসিতে ঝুলানাের সময় আনবার প্রদেশে একজন পদাতিক সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছি আমিও ।

তবে সাদ্দামের সাথে কখনােই আমার সরাসরি সাক্ষাত হয়নি । এ বইয়ে উল্লিখিত ঘটনাগুলােও স্বচক্ষে পর্যবেক্ষণের সুযােগ হয়নি । পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করার সময় লব্ধ অভিজ্ঞতা থেকে কোনাে কিছুই এখানে উল্লেখ করা হয়নি ।

শেষকথা । এই বইয়ে উল্লিখিত প্রতিটি চরিত্রই বাস্তব । তবে গােপনীয়তা রক্ষার্থে ও সৈন্যদের নিরাপত্তার স্বার্থে অনেক স্থানেই মূল নামের পরিবর্তে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে । যেমন , অ্যান্ড্রে জ্যাকসন , লুক কোয়ার্লস , টম ফ্ল্যানাগান , ক্রিস বাটাগলিয়া , আর্ট পার্কিল , জেফ প্রাইস , জেমস মার্টিন , টাকার ডাওসন , জোসেফ , আমান্ডা । —উইল বার্ডেনওয়ার্পার pdf download

  • সাদ্দাম হোসাইন বইয়ের   স্পেশাল -১২ জন 
  • ফার্স্ট লেফট্যানেন্ট অ্যান্ড্রে জ্যাকসন
  • স্টাফ সার্জেন্ট লুক কোয়ার্লস
  • সার্জেন্ট ক্রিস বাটাগলিয়া
  • সার্জেন্ট টম ফ্ল্যানাগান
  • বিশেষজ্ঞ স্টিভ ‘ হাচ ‘ হাচিনসন ”
  • বিশেষজ্ঞ আর্ট বুড়াে ‘ পার্কিন্স
  • বিশেষজ্ঞ অ্যাডাম রজারসন
  • বিশেষজ্ঞ ক্রিস টাসকার
  • প্রাইভেট ফার্স্ট ক্লাস টাকার ডাওসন
  • প্রাইভেট ফার্স্ট ক্লাস জেমস মার্টিন
  • প্রাইভেট ফার্স্ট ক্লাস জেফ প্রাইস
  • প্রাইভেট ফার্স্ট ক্লাস পল স্কার
  •  অন্যান্য বিশেষ চরিত্র 
  • রামসে ক্লার্ক — সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল যিনি সাদ্দামের আইনজীবী হয়ে লড়েছেন ।
  • রবার্ট ‘ ডক এলিস – মাস্টার সার্জেন্ট যিনি সাদ্দামের স্বাস্থ্যগত বিষয় দেখভাল করতেন
  • রাঘাদ হােসাইন — সাদ্দামের জেষ্ঠ্য কন্যা
  • রড মিডলটন — এফবিআই গােয়েন্দা যিনি সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করেন
  • জাফর আল – মুসাবি — বিচারকার্যের প্রধান কৌসুলি
  • ডক্টর নাজিব আল – নুয়াইমি — কাতারের প্রাক্তন বিচারমন্ত্রী যিনি সাদ্দামকন্যার অনুরােধে আসামিপক্ষে যােগ দেন
  • রউফ আবদুর রহমান — সাদ্দামের বিচারকার্যের মাঝপথে বিচারক হিসেবে নিযুক্ত হন এবং বিচারের রায় প্রদান করেন

সাদ্দাম হোসাইনের জীবনের সংক্ষিপ্ত সময়ক্রমঃ(Pdf download)

২৮ এপ্রিল ১৯৩৭ : ইরাকের আওজায় সাদ্দাম হােসাইনের জন্ম ।

৭ অক্টোবর ১৯৫৯ : সাদ্দাম হােসাইন একদল ঘাতকের সঙ্গে তকালীন ইরাকি প্রধানমন্ত্রী আবদুল কাসিমকে হত্যাচেষ্টায় অংশ নেন । কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় ।

১৭ জুলাই ১৯৬৮ : রক্তপাতহীন এক অভ্যুত্থানে বাথ পার্টি ইরাকের ক্ষমতা দখল করে । প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আহমেদ হাসান আল – বকর । তাঁর ডেপুটি হিসেবে নিযুক্ত হন সাদ্দাম হােসাইন ।

১৬ জুলাই ১৯৭৯ : বকরকে পদত্যাগে বাধ্য করে ক্ষমতার শীর্ষে আরােহণ করেন সাদ্দাম ।

২ আগস্ট ১৯৯০ : সাদ্দাম কর্তৃক কুয়েত দখল ।

২ আগস্ট ১৯৯০ – ২৮ ফেব্রুয়ারি ১৯৯১ : মার্কিন যুক্তরাষ্ট্র ৩৪ টি দেশের সমন্বয়ে একটি সামরিক জোট গঠন করে ।

১১ সেপ্টেম্বর ২০০১ : যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্যকেন্দ্রে হামলা চালায় আল কায়েদা । এই হামলায় উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যােগ দেয় স্পেশাল -১২ ইউনিটের অনেকেই ।

২০ মার্চ ২০০৩ : যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বােমা বর্ষণের মধ্য দিয়ে ইরাক যুদ্ধের সূচনা

১৩ ডিসেম্বর ২০০৩ : মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েন সাদ্দাম ।

ডিসেম্বর ২০০৩ – জুন ২০০৪ : সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করা হয় ।

১৯ অক্টোবর ২০০৫ : মানবতাবিরােধী অপরাধে জড়িত থাকার অভিযােগে সাদ্দামের বিচার শুরু হয় ।

আগস্ট ২০০৬ : স্পেশাল -১২ সদস্যরা ইরাক যুদ্ধে নিয়ােজিত হন ।

৫ নভেম্বর ২০০৬ : ইরাকি উচ্চ আদালত সাদ্দামকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঘােষণা দেন ।

৩০ ডিসেম্বর ২০০৬ : সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ।

সাদ্দাম হোসাইন: জীবনের শেষ দিনগুলি pdf download Comming soon….

Rokomari থেকে সাদ্দাম হোসাইনের বইটি অর্ডার করুন- Order now