আবু বকর রা: সম্পর্কে ১৫০ টি শিক্ষণীয় ঘটনা pdf books abu bakr r

Rate this post

আবু বকর রাদিয়াল্লাহু তা’আলা আনহু ১৫০ টি শিক্ষণীয় ঘটনা pdf books abu bakr r.মূল:আহমাদ আব্দুল আলী তাহতাভী৷ pdf books

আবু বকর রা: সম্পর্কে ১৫০ টি শিক্ষণীয় ঘটনা

অনুবাদকের কথা:-
সকল প্রশংসা ঐ আল্লাহর জন্য যিনি তাঁর বান্দাদের মধ্যে এমন লােক সৃষ্টি করেছেন যারা ছিলেন তাঁর দ্বীনের উপর অটল ও অনড় । দরূদ ও সালাম বর্ষিত হােক সে প্রিয় নবীর প্রতি যার পদাংক অনুসরণ করে অনেকেই উচ্চমর্যাদা অর্জন করেছিলেন । আর সকল সাহাবায়ে কেরামের উপর যারা সর্বক্ষেত্রে দ্বীনকে অগ্রাধিকার দিয়ে গেছেন যার ফলে আল্লাহ তায়ালা তাদের উপর ছিলেন অতি সন্তুষ্ট । বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আহমাদ আব্দুল আল আত তাহতাভী উল্লেখযোেগ্য সাহাবীদের জীবনী নিয়ে আরবী ভাষায় চমৎকার কিছু গ্রন্থ রচনা করেছেন । বাংলা ভাষায় সাহাবীদের জীবন সম্পর্কে অনেক বই প্রকাশিত হলেও অন্যতম খলিফা আবু বকর ও সম্পর্কে এ গ্রন্থটি আমরা অনুবাদ করে বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে পেশ করেছি । কারণ লেখক এ গ্রন্থে আবু বকর সিং – এর ১৫০ টি শিক্ষণীয় ঘটনা এর জীবনী থেকে বাছাই করে দলিল প্রমাণসহ উল্লেখ করেছেন যা মানুষের চরিত্র গঠনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা । মুসলিম হিসেবে আমরা যাদেরকে আদর্শ বা মডেল হিসেবে গ্রহণ করতে পারি তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন নবী – রাসূলগণ । তার পর যাদের অনুসরণ করতে হবে তারা হলেন সাহাবায়ে কেরামগণ । নবী বলেন , “ তােমরা আমার এবং খােলাফায়ে রাশেদীনের সুন্নাতকে আঁকড়ে ধর । ” আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হয়ে দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার তরফীক দান করুন । আমীন ! শাইখ আবদুর রহমান বিন মােবারক আলী আরবী প্রভাষকহাজী মােঃ ইউসুফ মেমােরিয়াল দারুল হাদীস মাদ্রাসা , সুরিটোলা , ঢাকা

গ্রন্থকারের ভূমিকা:-
সকল প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য । দরূদ ও সালাম বর্ষিত হােক বিশ্বনবী মুহাম্মদ সাঃ – এর প্রতি । হে আল্লাহ ! তুমি সকল সাহাবাদের প্রতি সন্তুষ্ট হও । ইসলামের ইতিহাসে আবু বকর এর জীবনী এক গুরুত্বপূর্ণ অধ্যায় । মানবজাতির ইতিহাস আবু বকর -এর মর্যাদা , সম্মান , একনিষ্ঠতা , জিহাদ এবং দাওয়াত এসব বিষয় কখনাে ভুলতে পারবে না । এজন্য আমি আবু বকর = -এর জীবনী তার জিহাদ ও চরিত্র এসব বিষয় সংগ্রহ করেছি । এর মাধ্যমে দায়ী , খতীব , ইসলামী চিন্তাবিদ ও দ্বীনি ইলম অর্জনকারী ছাত্ররা এর দ্বারা জীবনে উপকৃত হয় । তাদের জীবনে বাস্তবায়িত করে তুলে এসকল বিষয় । এর মাধ্যমে আল্লাহ তায়ালা তাদেরকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করবেন । সম্মানিত পাঠক ! আমি আপনাদের জন্য নবীর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আবু বকর = -এর জীবনী থেকে ১৫০ টি কাহিনী দলীল প্রমাণ সহকারে এখানে উল্লেখ করছি । যেগুলাে জিহাদ চরিত্র ও বন্ধুত্ব এসব ক্ষেত্রে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে । আমি আল্লাহর নিকট কামনা করছি , এসব গুণাবলির অধিকারীকে কিয়ামতের দিন জান্নাতে দেখতে পাব । আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থী আহমাদ আবদুল আত তাহতাজী

Pdf books

tunetuni pdf download

google drive থেকে pdf ডাউনলোড করুন—Download

যেভাবে ডাউনলোড করবেন—দেখুন