ইউ মাস্ট ডু বিজনেস pdf download | you must do a business pdf

4.6/5 - (8 votes)

ইউ মাস্ট ডু বিজনেস লেখক শাইখ ড. তাওফিক চৌধুরি বই ৷ ইউ মাস্ট ডু বিজনেস pdf download | you must do a business pdf book download from tunetuni.

ইউ মাস্ট ডু বিজনেস pdf download

ইউ মাস্ট ডু বিজনেস pdf download

ইউ মাস্ট ডু বিজনেস রিভিউঃ

বইঃইউ মাস্ট ডু বিজনেস
লেখকঃশাইখ ড. তাওফিক চৌধুরি
সম্পাদকঃআবুল হাসানাত কাসিম,
মুরসালিন নিলয়,
আব্দুল্লাহ আমান
প্রকাশনীঃসমকালীন প্রকাশন
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃইসলামি অর্থনীতি ও
ব্যবসা বাণিজ্য বই

ইউ মাস্ট ডু বিজনেস বই pdf download

ব্যবসা এবং বিপুল পরিমাণে সম্পদ অর্জন করতে একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হওয়া দরকার — আল্লাহর রাস্তায় দেদারসে খরচ করতে পারার সক্ষমতা থাকা । হাতে বিপুল পরিমাণে সম্পদ না থাকলে দেদারসে দান করা কখনোই সম্ভব না । সুতরাং , এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা । এ বিষয়ে আমি আরেকজন বিলিয়নিয়ারের সঙ্গে আলাপ করেছি । ‘ উপার্জনে অনুপ্রেরণা কী হতে পারে ‘ এই বিষয়ে মিলিয়নিয়ারদের সঙ্গে কথা বলাটা শুধু শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছু না । কারণ , আমার দাদিও একজন মিলিয়নিয়ার । নিজের বাড়িটা বিক্রি করলে তার হাতেও মিলিয়ন ডলার চলে আসবে । এখন দাদির কাছ থেকে তো আর টাকা বানানো শিখতে চাইবে না কেউ !

সুতরাং , একজন মাল্টি বিলিয়নিয়ারের কাছ থেকেই এই শিক্ষাটা নেওয়া যাক । এই মানুষটি গোটা মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে ধনী । মজার বিষয় , তার গল্পও জিরো থেকে হিরো হওয়ার । মাত্র ১০ বছর বয়সে তিনি নৌকায় চেপে ইয়ামান থেকে মালয়েশিয়ার তীরে এসে নামেন । মালয়েশিয়ায় এসে তার প্রথম কাজ ছিল , পায়ের জুতোজোড়া বিক্রি করে দেওয়া । জুতো বিক্রির টাকা দিয়ে এরপর তিনি কিছু চাল কেনেন । এভাবে সারাদিন ছুটোছুটি আর বিকিকিনি করে কিছু অর্থ জোগাড় করে দিনশেষে মায়ের কাছে গিয়ে বললেন , ‘ মা , দেখো আজ আমি এই ১০ রিঙ্গিত আয় করেছি । ‘ দশ রিঙ্গিত আনুমানিক দুইশ টাকা ।

ব্যাপার – স্যাপার সব শুনে তার মা বললেন , ‘ ভালো করেছ , এবার অর্ধেক দান করে দাও । ‘ ১০ বছরের কচি মন কি আর তা মানতে পারে ! তিনি তখন মাকে যা বলেছিলেন , সাধারণ সব উদ্যোক্তার আচরণ ও মানসিকতা কোনোটাই এর বাইরে না ; এইটা খুবই খারাপ , সফলতার নাগাল পেতে এই মানসিকতা থেকে বেরিয়ে আসাটাই দরকারি ও আবশ্যক । কী বলেছিলেন তিনি ? তিনি বলেছিলেন , “ মা , আমি কি এই দশ রিঙ্গিত এখন রেখে দিতে পারি ? আমি এইটা আবারো খাটাতে চাই । এখন পাঁচ রিঙ্গিত দান করার চেয়ে এভাবে কয়েকবার বিনিয়োগের মাধ্যমে বারেবারে তা বৃদ্ধি করে আরো অর্থ দান করতে পারলে কেমন হয় মা ? ” মা বললেন , ‘ না বাবা ।

আল্লাহ বরকত দিয়েছেন বলেই তুমি অর্থ উপার্জনে সক্ষম হয়েছো , তাই এত চিন্তা না করে দান করে দাও । ‘ শুরুটা তার এভাবেই হয়েছিল । সম্পদ উপার্জন করতে পারা মূলত আল্লাহর পক্ষ থেকে আসা একটা সুবর্ণ সুযোগ বৈ আর কিছু না । বিনিয়োগ করা মূলধন থেকে উঠে আসা লাভের চেয়েও অনেক বেশি উপার্জন আপনি এই সুযোগ থেকে করতে পারবেন । সুতরাং , সুবর্ণ সুযোগ হাতে পেয়েও তাতে হেলা করা উচিত নয় মোটেও । একজন উদ্যোক্তার মূল দক্ষতাই হলো শূন্যস্থান ( সুযোগ ) থেকে সম্পদ বের করে আনা ।

প্রতিটি সুযোগই তার কাছে অর্থোপার্জনের সম্ভাবনা । মূলধন আছে দেখেই যে সে কামাচ্ছে , মোটেও তা নয় ; সে মূলত আল্লাহর পক্ষ থেকে আসা এই সুযোগেরই সদ্ব্যবহার করে । উদ্যোগ গ্রহণের পুরো ব্যাপারটাই এখানে লুকিয়ে আছে ; সেটা আর কিছুই না , স্রেফ নিজের টাকা ব্যবহার করা ছাড়াই অর্থক্ষেত্র তৈরি করা । তা না হলে অনেকের কাছেই দেখবেন প্রচুর সম্পদ আছে , কিন্তু সেটা খাটিয়ে আরো সম্পদ সে বের করে আনতে পারে না । তাই আল্লাহর পক্ষ থেকে এই আসা সুযোগটাই মূলত উপার্জনের আদি ও অকৃত্রিম উৎস । বই থেকে সংগ্রীত..

Download Now you must do a business pdf book

Wait with us..

1. বইটির লেখক?

শাইখ ড. তাওফিক চৌধুরি ৷

2. বইটির প্রকাশনী?

সমকালীন প্রকাশন ৷