ইউ মাস্ট ডু বিজনেস লেখক শাইখ ড. তাওফিক চৌধুরি বই ৷ ইউ মাস্ট ডু বিজনেস pdf download | you must do a business pdf book download from tunetuni.
ইউ মাস্ট ডু বিজনেস pdf download

ইউ মাস্ট ডু বিজনেস রিভিউঃ
বইঃ | ইউ মাস্ট ডু বিজনেস |
লেখকঃ | শাইখ ড. তাওফিক চৌধুরি |
সম্পাদকঃ | আবুল হাসানাত কাসিম, মুরসালিন নিলয়, আব্দুল্লাহ আমান |
প্রকাশনীঃ | সমকালীন প্রকাশন |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | ইসলামি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য বই |
ইউ মাস্ট ডু বিজনেস বই pdf download
ব্যবসা এবং বিপুল পরিমাণে সম্পদ অর্জন করতে একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হওয়া দরকার — আল্লাহর রাস্তায় দেদারসে খরচ করতে পারার সক্ষমতা থাকা । হাতে বিপুল পরিমাণে সম্পদ না থাকলে দেদারসে দান করা কখনোই সম্ভব না । সুতরাং , এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা । এ বিষয়ে আমি আরেকজন বিলিয়নিয়ারের সঙ্গে আলাপ করেছি । ‘ উপার্জনে অনুপ্রেরণা কী হতে পারে ‘ এই বিষয়ে মিলিয়নিয়ারদের সঙ্গে কথা বলাটা শুধু শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছু না । কারণ , আমার দাদিও একজন মিলিয়নিয়ার । নিজের বাড়িটা বিক্রি করলে তার হাতেও মিলিয়ন ডলার চলে আসবে । এখন দাদির কাছ থেকে তো আর টাকা বানানো শিখতে চাইবে না কেউ !
সুতরাং , একজন মাল্টি বিলিয়নিয়ারের কাছ থেকেই এই শিক্ষাটা নেওয়া যাক । এই মানুষটি গোটা মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে ধনী । মজার বিষয় , তার গল্পও জিরো থেকে হিরো হওয়ার । মাত্র ১০ বছর বয়সে তিনি নৌকায় চেপে ইয়ামান থেকে মালয়েশিয়ার তীরে এসে নামেন । মালয়েশিয়ায় এসে তার প্রথম কাজ ছিল , পায়ের জুতোজোড়া বিক্রি করে দেওয়া । জুতো বিক্রির টাকা দিয়ে এরপর তিনি কিছু চাল কেনেন । এভাবে সারাদিন ছুটোছুটি আর বিকিকিনি করে কিছু অর্থ জোগাড় করে দিনশেষে মায়ের কাছে গিয়ে বললেন , ‘ মা , দেখো আজ আমি এই ১০ রিঙ্গিত আয় করেছি । ‘ দশ রিঙ্গিত আনুমানিক দুইশ টাকা ।
ব্যাপার – স্যাপার সব শুনে তার মা বললেন , ‘ ভালো করেছ , এবার অর্ধেক দান করে দাও । ‘ ১০ বছরের কচি মন কি আর তা মানতে পারে ! তিনি তখন মাকে যা বলেছিলেন , সাধারণ সব উদ্যোক্তার আচরণ ও মানসিকতা কোনোটাই এর বাইরে না ; এইটা খুবই খারাপ , সফলতার নাগাল পেতে এই মানসিকতা থেকে বেরিয়ে আসাটাই দরকারি ও আবশ্যক । কী বলেছিলেন তিনি ? তিনি বলেছিলেন , “ মা , আমি কি এই দশ রিঙ্গিত এখন রেখে দিতে পারি ? আমি এইটা আবারো খাটাতে চাই । এখন পাঁচ রিঙ্গিত দান করার চেয়ে এভাবে কয়েকবার বিনিয়োগের মাধ্যমে বারেবারে তা বৃদ্ধি করে আরো অর্থ দান করতে পারলে কেমন হয় মা ? ” মা বললেন , ‘ না বাবা ।
আল্লাহ বরকত দিয়েছেন বলেই তুমি অর্থ উপার্জনে সক্ষম হয়েছো , তাই এত চিন্তা না করে দান করে দাও । ‘ শুরুটা তার এভাবেই হয়েছিল । সম্পদ উপার্জন করতে পারা মূলত আল্লাহর পক্ষ থেকে আসা একটা সুবর্ণ সুযোগ বৈ আর কিছু না । বিনিয়োগ করা মূলধন থেকে উঠে আসা লাভের চেয়েও অনেক বেশি উপার্জন আপনি এই সুযোগ থেকে করতে পারবেন । সুতরাং , সুবর্ণ সুযোগ হাতে পেয়েও তাতে হেলা করা উচিত নয় মোটেও । একজন উদ্যোক্তার মূল দক্ষতাই হলো শূন্যস্থান ( সুযোগ ) থেকে সম্পদ বের করে আনা ।
প্রতিটি সুযোগই তার কাছে অর্থোপার্জনের সম্ভাবনা । মূলধন আছে দেখেই যে সে কামাচ্ছে , মোটেও তা নয় ; সে মূলত আল্লাহর পক্ষ থেকে আসা এই সুযোগেরই সদ্ব্যবহার করে । উদ্যোগ গ্রহণের পুরো ব্যাপারটাই এখানে লুকিয়ে আছে ; সেটা আর কিছুই না , স্রেফ নিজের টাকা ব্যবহার করা ছাড়াই অর্থক্ষেত্র তৈরি করা । তা না হলে অনেকের কাছেই দেখবেন প্রচুর সম্পদ আছে , কিন্তু সেটা খাটিয়ে আরো সম্পদ সে বের করে আনতে পারে না । তাই আল্লাহর পক্ষ থেকে এই আসা সুযোগটাই মূলত উপার্জনের আদি ও অকৃত্রিম উৎস । বই থেকে সংগ্রীত..
Download Now you must do a business pdf book
1. বইটির লেখক?
শাইখ ড. তাওফিক চৌধুরি ৷
2. বইটির প্রকাশনী?
সমকালীন প্রকাশন ৷