ইউনিভার্সিটির ক্যান্টিনে pdf download | universitir-canteene

Rate this post

universitir-canteen book pdf download from tunetuni. Author: Maolana Mahmudul Hasan and Dr. Muhammod Abur Rahman Arifi Book pdf

ইউনিভার্সিটির ক্যান্টিনে বইয়ের বিবরনঃ(Pdf Download)

বইঃ ইউনিভার্সিটির ক্যান্টিনে বই Pdf

লেখকঃ মাওলানা মাহমুদুল হাসান এর বই, ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী এর বই PDF

প্রকাশনীঃ হুদহুদ প্রকাশনী বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ ইসলামিক বই PDF

পর্দা সংক্রান্ত বই pdf || ইসলামের দৃষ্টিতে পোশাক পর্দা ও সাজসজ্জা pdf || পর্দা ও ইসলাম pdf download || পর্দার গুরুত্ব pdf || পর্দা নারীর অলংকার pdf

pdf download

ইউনিভার্সিটির ক্যান্টিনে বই রিভিউঃ(Pdf Download)

ইসলামি সাহিত্য নারী , মহান আল্লাহর সৃষ্ট এক রত্ন যেই রত্নের আভায় ঝিলিক দিয়ে যায় পুরাে মানবজাতি । স্রষ্টা তার এই সৃষ্টিকে এতইটাই মহিমান্বিত করেছেন যে পুরাে মানবসমাজ কে যুগের পর যুগ ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যে তার হাতেই দিয়েছেন । বুক ভরা ভালােবাসা ও মমতা এই নারী ভাগ ভাগ করে গােটা সমাজ টায় বিলিয়ে দিচ্ছে ।

অথচ স্রষ্টার এই ফুলের পাপড়িতে বিষ ঢেলে দেয়ার জন্য তৎপর এক অন্ধকার মহল , যাদের থেকে রেহাই পাচ্ছেনা কোনাে নারী , ধর্ষণ ইভটিজিং থেকে শুরু করে আরাে অভিনব পন্থায় তারা নারী জাতির মান সম্মান মর্যাদা কে মাটিতে মিশিয়ে দিচ্ছে ধীরে ধীরে । এমনকি অনেক কট্টর নারীবাদী রাও !!

আরও ডাউনলোড করুন-মিন্নাতুল বারী-আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক PDF

সারা নামের মেয়েটি কান্য দ্বীপের বাসিন্দা , মেয়েটি ছিল সবার থেকে অন্যরকম , ভিন্ন প্রকৃতির । একদিন মেয়েটির সাথে দেখা হয় আরাে দুজন মেয়ের , মিহা এবং উরাইয । যে দুজন এক ভ্রান্ত ধারণার মধ্যে পতিত ছিল কিন্তু সারা তাদের সেই ভ্রান্ত ধারণা দূর করে দেয় চমৎকার ভাষায় এবং দৃঢ় ইমানের বলীয়ানে । তাদের মধ্যে যে কথােপকথন তাই এই ইসলামি সাহিত্যের উপজীব্য ।

তাদের মাঝে এমন কিছু কথা হয় যা আমাদের সমাজে বিপুল সংখ্যক মানুষ এক ই ধ্যান ধারণা পােষণ করে কিন্তু তারা জানেওনা , তারা যে ইসলাম হতে অনেক বিচ্যুত । ব্যক্তিগত প্রতিক্রিয়া : সাধারণ ইসলামি বইগুলাের মত এখানে মাসলা মাসায়েল , নিয়ম রীতি নেই ।

Pdf Download

কিং সউদ ইউনিভার্সিটির প্রভাষক রেকর্ড সংখ্যক বিক্রি হওয়া এই বইটি তে গল্পের ছলে ইসলামের এমন এক স্পর্শকাতর বিষয় নিয়ে লিখেছেন যা ইসলামের অতি গুরুত্ব পূর্ণ এক অংশ । পর্দা , আমরা সবাই কম বেশি জানি পর্দা কি ? কেন পরতে হয় , অনেকে মানিও ।

কিন্তু আসলেই কি আমরা নির্ভেজাল পর্দা করতে পারি ? যতটুকু করি তা কি তাতে কি আল্লাহর বিধান মানা হয় ? না আজকের সমাজের বিশেষ এক প্রকার ট্রেন্ড হিসেবে পর্দাকে বেছে নেই , সাথে ইসলাম টাও হয়ে গেলাে যেনাে একের ভেতর দুই !!!

লেখক এই বইতে এমন কিছু তুলে ধরেছেন যা আমরা এতদিন হয়তাে জানতাম ও না , শুধু তুলেই ধরেন নি শক্ত দলিল দিয়ে নিজ অবস্থান পরিষ্কার করেছেন । এমন এক কঠিন বই গল্পের ছলে পাঠক কে উপহার । দেয়ার জন্য লেখক এবং বিশেষ করে হুদহুদ প্রকাশন কে একটা ধন্যবাদ দেয়াই যায় । বই টি সংগ্রহে রাখার মত ?

চমৎকার এই বই টি বিশেষ করে সেইসব মুসলিম বােন দের জন্য যারা ইসলাম কে ভালােবাসে এবং বিধি বিধান গুলাে মানতে চায় , অথবা অজ্ঞতার জন্য সঠিক ভাবে পেরে উঠেন না । মুসলিম উম্মাহর হিদায়াতের কিছু দিক নির্দেশনা এই বইটিতেই হয়তাে পাওয়া যেতে পারে ।।

নারীদের জন্য ইসলামিক বই pdf book library

মাওলানা মাহমুদুল হাসান এর বই pdf || ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী এর বই pdf

universitir-canteen book pdf download

Download