Think and grow rich-থিংক অ্যান্ড গ্রো রিচ pdf books নেপোলিয়ন হিল-think and grow rich. বেস্ট সেলার বই৷ আমার কিছু বইয়ের মধ্য অন্যতম৷ আশা করছি বইটি পড়ে ভালো লাগবে৷ বইটি মোটিভেশনাল বই৷ আমাদের সাইটটি সম্পূর্ণ বিজিট করুন অনেক সুন্দর এবং বেস্ট সেলার বইয়ের pdf দিয়ে থাকি৷ pdf books
থিংক অ্যান্ড গ্রো রিচ বই রিভিউঃ (Pdf books)
বইঃ থিংক অ্যান্ড গ্রো রিচ বই pdf
লেখকঃ নেপোলিয়ন হিল এর বই pdf
অনুবাদকঃ অনীশ দাস অপু বই pdf
ক্যাটাগরিঃ আত্মউন্নয়নমূলক বই pdf

থিংক অ্যান্ড গ্রো রিচ pdf books– নেপোলিয়ন হিল
বইয়ের একাংশঃ Pdf books
পনের বছর আগে আমি ওয়েস্ট ভার্জিনিয়ার সালেম কলেজে ডিগ্রি প্রদান অনুষ্ঠানে একটি বক্তৃতা দিয়েছিলাম । আকাঙ্ক্ষা নিয়ে আমি এতটা আবেগে ভাষণ প্রদান করি যে গ্রাজুয়েশন ক্লাসের এক ছাত্রের মনে ওটা এমনই দাগ কেটে যায় যে সে ওটিকে নিজের জীবন দর্শন হিসেবে গ্রহণ করে ।
এই তরুণটি বর্তমানে কংগ্রেস সদস্য এবং বর্তমান প্রশাসনের এক হােমড়া চোমড়া ব্যক্তিত্ব । এই বইটি প্রকাশকের কাছে যাওয়ার ঠিক আগে আগে সে আমাকে একখানা চিঠি লিখেছিল যাতে আকাঙ্ক্ষা নিয়ে তার সমস্ত মতামত অকপটে প্রকাশ করেছিল । আমি সিদ্ধান্ত নিই তার এ চিঠি আমি এ বইতে যােগ করব ।
চিঠিটা পড়ুন । আপনার উপকারই হবে । প্রিয় নেপােলিয়ন , কংগ্রেস সদস্য হিসেবে কাজ করতে গিয়ে আট -পুরুষদের সমস্যার ভেতরের দিকগুলাে দেখেছি । আমি এ বিষয়ে ঐকটি সাজেশন দিতে চাই যা মানুষের উপকারে আসতে পারে । ১৯২২ সালে আপনি সালেম কলেজের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে একটি বক্তৃতা দিয়েছিলেন ।
Also Download Link: দ্য পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড pdf books
আমি তখন গ্রাজুয়েশন ক্লাসের ছাত্র । ওই বক্তৃতায় আপনি আমার মনে এমন একটি আইডিয়া ঢুকিয়ে দেন যা কাজে লাগিয়ে আমি আমার দেশের মানুষের সেবা করতে পারি । আর ভবিষ্যতে আমি যেটুকু সাফল্যই অর্জন করি না কেন সব কিছুর পেছনে কৃতিত্ব দেব আমি এই আইডিয়াটিকে ।
আমার পরামর্শ হলাে আপনি সালেম কলেজে যে বক্তৃতাটি দিয়েছিলেন তার সারমর্মটুকু আপনার বইতে দিয়ে দেবেন । ফলে আমেরিকার জনগণ আপনি বহুবছর ধরে আমেরিকাকে গড়ে তুলবার পেছনে যে বিখ্যাত মানুষগুলাের অবদান রয়েছে তাঁদের সঙ্গে আপনার সম্পর্ক এবং অভিজ্ঞতার কথা জানতে পেরে যারপরনাই উপকৃত হবে ।
এখনও মনে আছে , যেন গতকালকের ঘটনা , হেনরি ফোর্ডের যে অসাধারণ বর্ণনা আপনি দিয়েছিলেন , তিনি পড়ালেখার তেমন সুযােগ পাননি , তাঁর হাতে কোনাে টাকা – পয়সা ছিল না , প্রভাবশালী বন্ধু – বান্ধব ছিল না , তারপরও তিনি শিখরে আরােহন করতে পেরেছিলেন । আপনি আপনার বক্তৃতা শেষ করার আগেই আমি সিদ্ধান্ত নিই যত কষ্টই হােক না কেন আমি আমার নিজের জন্য একটি জায়গা করে নেব ।
Link: কোয়ান্টাম মেথড pdf books
হাজার হাজার ছেলেমেয়ে এ বছরের এবং আগামী বছর তাদের স্কুলের পড়াশােনা শেষ করবে । সকলেই বাস্তব উৎসাহের একটি মেসেজ খুঁজবে যা আমি আপনার কাছ থেকে পেয়েছিলাম । তারা জানতে চাইবে কোথায় যাবে , কী করবে , কীভাবে শুরু করবে জীবন ।
আপনি তাদেরকে বলতে পারবেন কারণ আপনি অসংখ্য মানুষের সমস্যা সমাধানে সাহায্য করেছেন । যদি সম্ভব হয় , আমি আপনাকে পরামর্শ দেব , আপনি আপনার প্রতিটি বইতে আপনার ব্যক্তিগত বিশ্লেষণের চার্টটি দিয়ে দেবেন তাতে বইটির ক্রেতা আত্ম আবিষ্কারের একটি সুযােগ পাবেন যার ইঙ্গিত আমি কাছ থেকে পেয়েছিলাম অনেক বছর আগে ।
এতে এ বইয়ের পাঠকরা তাদের দোষগুণের পক্ষ তিহীন একটি চিত্র পেয়ে যাবেন এবং তারা সাফল্য ও ব্যর্থতার পার্থক্যও অনুধাবন করতে পারবেন । অর্থনৈতিক মহামন্দার কারণে লাখ লাখ মানুষ এখন কীভাবে প্রত্যাবর্তন করবে সেই সমস্যায় ভুগছে ।
আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এই উদগ্রীব মানুষগুলাে আপনাকে তাদের সমস্যার কথা বলার জন্য স্বাগত জানাবে এবং সমাধানে আপনার পরামর্শও গ্রহণ করবে । আমেরিকায় হাজার হাজার মানুষ আজ জানতে চায় তারা তাদের আইডিয়াকে কীভাবে অর্থে রূপান্তর ঘটাবে , সেইসব মানুষ যারা ধ্বংসস্তুপ থেকে উঠে আসবে , যাদের কাছে কোনাে টাকা – পয়সা নেই এবং তারা তাদের লস কাটিয়ে উঠতে চায় । কেউ যদি তাদেরকে সাহায্য করতে পারে তাে সে আপনি ।
আপনি বইটি প্রকাশ করলে সবার আগে আমি এর ক্রেতা হবাে , অবশ্যই তাতে আপনার অটোগ্রাফ থাকতে হবে । শুভেচ্ছা । একান্ত আপনার জেনিস র্যানডলফ
থিংক অ্যান্ড গ্রো রিচ pdf books
Pdf books
অনলাইনে বইটি পড়ুন—Read
1.AppsBox থেকে pdf ডাউনলোড করুন—Download
2.Usercloud থেকে pdf ডাউনলোড করুন—Download
3.mediaFire থেকে pdf ডাউনলোড করুন—Download
4.mega থেকে pdf ডাউনলোড করুন—Download
5.Docdro.id থেকে Download করুন—Download
যেভাবে appsbox,mediafire থেকে বইটী ডাউনলোড করবেন—Tutorial