ঠিক বেঠিক মার্কেটিং-গালীব বিন মোহাম্মদ বই pdf download

Rate this post

thik bethik marketing book by Galib Bin Mohammad pdf download from tunetuni.

ঠিক বেঠিক মার্কেটিং বই বিবরনঃ(Pdf Download)

বইঃ ঠিক বেঠিক মার্কেটিং বই

লেখকঃ গালীব বিন মোহাম্মদ বই

প্রকাশনীঃ আদর্শ

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ গালীব বিন মোহাম্মদ বই pdf, মার্কেটিং বই Pdf

গালীব বিন মোহাম্মদ বই Pdf Download

book pdf download library

ঠিক বেঠিক মার্কেটিং ” বই নিয়ে কিছু কথাঃ(Pdf Download)

নাম শুনেই বুঝতে পারছেন বইটি কি নিয়ে লিখা । মার্কেটিংয়ের কোন বিষয়গুলাে ঠিক আর কোনগুলাে বেঠিক তা উঠে এসেছে ।

লেখকের কর্পোরেট সেক্টরে । দীর্ঘ সময়ের অভিজ্ঞতা বইটিতে প্রকাশ পেয়েছে | বইয়ের ভাষাগত মান অনেক ভালাে ছিল | ( শেষ দুইটা বই পড়ে অনেক আশাহত ছিলাম | এই বই পড়ে পুনরায় পড়ার ইচ্ছা এসেছে ) মার্কেটিং নিয়ে স্বল্প জ্ঞান আছে বা একদমই নেই এমন ব্যক্তি সহজেই আলােচনা বুঝতে পারবেন |

তবে , যারা কর্পোরেট এ কাজ করছেন তাদের জন্য আমার মতে বইটি সহায়ক । একটা ব্রান্ডের কি করা উচিত আর কি করলে ক্ষতি হতে পারে এই বিষয়গুলাে ফুটে উঠেছে ।

বইটি কর্পোরেট সেক্টর , বিভিন্ন ব্রান্ডের ঘটনা ও লেখকের অভিজ্ঞতার সমষ্টি | বইটি পড়লে অনেক কিছু শিখতে পারবেন আশা করি | এছাড়াও , আমার ” কর্পোরেট হিরাে ” বইটি পড়তে পারেন ।

ঠিক বেঠিক মার্কেটিং বইয়ের সূচিপত্রঃ(Pdf book library)

book pdf download library

মার্কেটিং প্রফেশন আর দাবা খেলার দর্শকেরা দাবা খেলা দেখেছেন ?

কিংবা আরও সঠিক করে বলতে হয় ‘ দাবা খেলা খেলতে দেখেছেন ?

দেখেছেন কীভাবে চুপচাপ মিনিটের পর মিনিট গভীর চিন্তা করে দুই খেলােয়াড় চাল দেয় ? কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এই দুই খেলােয়াড়ের আশপাশে যারা বসে থাকে , তাদের মন্তব্য – অঙ্গভঙ্গি কিংবা উত্তেজনাটা কি কখনাে খেয়াল করেছেন ? খেয়াল না করে থাকলে এর পরেরবার খেলা না দেখে বরং খেলার দর্শকদের দেখুন ।

দেখবেন একেকজন এমন এমন মন্তব্য কিংবা অঙ্গভঙ্গি করবে , যেন তারা চাইলে এখনই খেলাটা জিতে নিতে পারে ! কিস্তি মাত করা , যাকে বলে বাঁ হাতের খেল । কোন ঘরে ঘােড়াটাকে ঠেলে দিয়ে আরেকজনের মন্ত্রীটাকে খেয়ে ফেলা যায় , কিংবা হাতি দিয়ে ব্লক করে অপরের নৌকাটাকে সাবাড় করে দেওয়া যায়- এ রকম সবকিছুই আশপাশের সবার কয়েক মিনিটের ব্যাপার মাত্র ।

মন্তব্যগুলাে হবে এ রকম যেন যে দুজন খেলছে তারা আদতে বুদ্ধিহীন , খেলার কিছুই বােঝে না ; তারা ছাড়া আশপাশের প্রত্যেকেই একেকজন গ্র্যান্ডমাস্টার ! আহা – উহু – উসখুস শব্দে – ইঙ্গিতে প্রতিমুহূর্তে বুঝিয়ে দেবে যে তারা খেলা শুরু করলে দুনিয়া কাঁপিয়ে দিত , ইত্যাদি ইত্যাদি !মার্কেটিং প্রফেশনটা আমার কাছে অনেকটা সে রকমই মনে হয় ।

মার্কেটিংয়ের যেকোনাে কাজে আপনাকে উপদেশ দেওয়ার কিংবা ভুল ধরার লােকের অভাব নেই ! প্যাকেজিং ডিজাইন করবেন ? দেখবেন কেউ বলবে কালারটা ওই রকম হলে ভালাে হতাে , কেউ বলবে প্রডাক্ট শটটা ভালাে হয়নি । কেউ বলবে ফ্রন্ট অব প্যাকে Consumption বা Usage shot দিতে , কেউ বলবে বড় করে দাম লিখে দাও ।

Pdf Download

কেউ আবার বলবে সব বাদ দাও , এম্পটি স্পেস বেশি দাও , সেটাই ডিসেন্ট লাগে । মার্কেটিং প্ল্যান করবেন ? একজন বলবে টিভিতে অ্যাড দিয়ে লাভ কী , টিভি কেউ দেখে নাকি ! খালি খালি টাকা নষ্ট ! আরেকজন বলবে মাঠে – ঘাটে অ্যাকটিভিশন করাে , নইলে এ যুগে লাভ নেই । আরেকজন বলবে যত যাই করাে প্রিন্ট মিডিয়ায় না থাকলে গুরুত্ব বাড়ে না ।

আর ডিজিটালের কথা নাই – বা বললাম । ডিজিটাল মিডিয়ায় থাকলে তাে আপনার কোনো কিছুরই কোনাে দাম নেই , তা সে প্রডাক্ট যা – ই হােক । সবাই থাকে , আপনি কেন থাকেন না- এটাই একমাত্র বিচারের মাপকাঠি ! অ্যাকটিভিশন করবেন ? একজন বলবে বিরাট গ্রান্ড কিছু করতে হবে ।

বড় কিছু করতে গেলে বলবে “ ধুর ! এত টাকা আসবে কোত্থেকে ! মার্কেটিং বাজেটের অপচয় ! ছােট ছােট করলে বলবে এগুলাের বেইল নাই । আর যদি টিভি অ্যাড বানান , তবে তাে পিঠে কুলাে নিয়ে যেতে হবে । মডেল এমন কেন ? স্টোরিটা আরেকটু ফুটানাে দরকার ছিল , আরও বেশিক্ষণ ধরে Consumption দেখানাে দরকার ছিল ।

প্যাকশট অল্প হয়ে গেল না ? ভাই বানাচ্ছি কিন্তু ৩০-৪০ সেকেন্ডের অ্যাডফিল্ম , কিন্তু কেন সেটি স্পিলবার্গের সাড়ে তিন ঘণ্টার মুভির মতাে ডিটেইল হলাে না , সেই জবাব দাও । তারপর আরও আছে , ভয়েসওভার ভালাে হয়নি , মিউজিকটা কেমন যেন ম্যাড়মেড়ে । এই জিনিস করতে মুম্বাই ব্যাংককে যাওয়ার কী দরকার ছিল ( বুঝেছি , সবই আসলে অফিসের টাকায় ঘােরার বাহানা ) … ইত্যাদি ইত্যাদি !

1. #ফ্রিল্যান্সার এর সকল বই pdf

2. #ওয়েভ ডিজাইন শিখে ডলার আয় করুন pdf

3. #দ্য ফ্রিল্যান্সার বই Pdf

4. #মোবাইল আপে ক্যারিয়ার pdf

5. #ঘরে বসে আয় pdf

thik bethik marketing book pdf download

Download