The old man and the sea book by Ernest Hemingway pdf download from tunetuni.
দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বই রিভিউঃ(Pdf Download)
বইঃ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বই Pdf
লেখকঃ আর্নেস্ট হেমিংওয়ে এর বই Pdf
অনুবাদঃ এনায়েত রসুল এর বই pdf
প্রকাশনীঃ সৃজনী প্রকাশনীর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাই(PDF)
ক্যাটাগরিঃ আর্নেস্ট হেমিংওয়ে বই pdf, পুরস্কারপ্রাপ্ত বই pdf
আর্নেস্ট হেমিংওয়ে এর বই Pdf Download || পুরস্কারপ্রাপ্ত বই pdf

দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটির বিষয়বস্তুঃ(Pdf Download)
‘ দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি ‘ আর্নেস্ট হেমিংওয়ে এর লেখা নােবেল বিজয়ী একটি বই । লেখক ১৯৫৩ সালের পুলিতজার ও ১৯৫৪ সালে সাহিত্যে নােবেল বিজয়ী লেখক । তিনি ১৮৯৯ সালের ২১ জুলাই আমেরিকার শিকাগাে শহরের ওকপার্কে জন্মগ্রহন করেন । স্থানীয় পাবলিক স্কুল থেকে ১৯১৭ সালে গ্র্যাজুয়েশন শেষ করেন এবং এরপর তিনি সাংবাদিকতা পেশা বেছে নেন । তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহন করেছেন । তিনি তার জীবনে বহু উপন্যাস লিখেছেন ।
আরও ডাউনলোড করুনঃ খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াস pdf download
তার লেখা দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি বইটি বাংলাতে অনুবাদ করেছেন এনায়েত রসুল । বইটি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় । বইটি প্রকাশিত হয় সৃজনী প্রকাশনী থেকে এবং এর প্রচ্ছদ করেছেন মশিউর রহমান । বইটি পড়লে মানুষ তার মধ্যে অন্যরকম আশা অনুভব করতে পারবে । মানুষ এর জীবনে চড়াই উৎরাই থাকেই অনেকে সেগুলাে পার করতে পারে অনেকে ভেঙ্গে পড়ে ।
অনেকে পরাজয় হওয়ার আগেই পরাজিত হয়ে যায় আবার অনেকে শেষ পর্যন্ত যুদ্ধ করতে থাকেন । এমনই এক মানুষ সান্তিয়াগাে । একা একা সে গভীর সমুদ্রে মাছ ধরে । বিভিন্ন কারনে তার বিচলিত হওয়ার মতাে অবস্থা হয় কিন্তু সে বিচলিত না হয়ে যুদ্ধ করত থাকে । একা , নিঃসঙ্গ বুড়াে মাছের সাথে লড়াই করে মৃত্যুর দরজা থেকে ফিরে এসে আবার স্বপ্ন দেখে । আবার নতুন উদ্যোমে পরিকল্পনা করে মাছ ধরার ।
Also Download Link: হাজার বছরের বাঙালি সংস্কৃতি pdf download
মানুষ যে মূলত একা এবং নিঃসঙ্গ তাকে বাঁচতে হয় লড়াই করে , সেকথাই হেমিংওয়ে তাঁর এ উপন্যাসে তুলে ধরেছেন । তবে এই উপন্যাসে সমাজের চরিত্রটি আসলে ততােটা গুরুত্বপূর্ন নয় , যতােটা গুরুত্বপূর্ন ব্যক্তির চরিত্র । ব্যক্তির কথাই আসলে বলে এই উপন্যাসটি সেই ব্যক্তির কথাই ঘুরে – ফিরে আসে , যে সংগ্রামী এবং স্বপ্ন দেখে । বইটি পড়লে মানুষ এর মাঝে আশার আলাে জ্বলে উঠবে বলে আশা করা যায় , মনােবল বাড়াতে সাহায্য করবে বইটি ।
বইটি সংক্ষেপে জেনে নেই(pdf book library)
সান্তিয়াগাে নামের এক বৃদ্ধ জেলের এক দুঃসাহসিক সমুদ্রযাত্রাকে উপজীব্য এ উপন্যাসটি রচিত হয়েছে । বৃদ্ধ সান্তিয়াগাে দীর্ঘ তিনমাস যাবৎ ধরে এক মাছের পেছনে ব্যয় করেন । এর জন্য তাকে অনেক বিপদসংকুল পথ পাড়ি দিতে হয় । তবুও তিনি একটিবারের জন্যেও মনােবল হারাননি । এমনকি নিজের লক্ষ্য থেকে একবিন্দুও চ্যুত হননি কখনাে । এখানে ঔপন্যাসিক মূলত জেলের দুঃসাহসিকতা তুলে ধরেছেন । পাশাপাশি কোনাে কাজে সফলকাম হবার জন্য যে ধৈর্য আর একনিষ্ঠতা খুব বেশি জরুরী , এটি আমাদের সামনে তুলে ধরেছেন ।
Link: ফানুস উপন্যাস মৌরি মরিয়ম pdf download
এছাড়াও কোনাে কাজে সফলকাম হবার জন্য কারাে একাগ্রতা , নিষ্ঠা , পরিশ্রম , ধৈর্য আর সাহস থাকলে বয়স যে আদৌও কোনাে বাধা নয় , এ ব্যাপারটি হ্যামিংওয়ে অত্যন্ত সাবলীলভাবে পাঠকের সামনে তুলে ধরেছেন । এসব দিক বিবেচনা করলে , এটি সকলের জন্য , ( বিশেষত যারা বয়ােজ্যেষ্ঠ হয়েও মনেপ্রাণে তারুণ্য ধারণ করেন , তাদের জন্য ) এক বড় অনুপ্রেরণার উৎস । এটি তরুণদেরকেও অনুপ্রেরণা জোগাবে বলে আমি মনে করি । এক কথায় , সার্বিক বিবেচনায় এটি অত্যন্ত সুপাঠ্য এক উপন্যাস । ( যারা পড়েননি , তারা সম্ভব হলে অবশ্যই পড়ে নিবেন । )