দ্য ফরটি রুলস অফ লাভ pdf book-the forty rules of love pdf bangla

Rate this post

The forty rules of love pdf book in bangla by Elif Shafak books online download from tunetuni.

বইঃ দ্য ফরটি রুলস অফ লাভ || The forty rules of love pdf book

লেখকঃ এলিফ শাফাক

অনুবাদকঃ শাহেদ জামান

প্রকাশনীঃ রোদেলা প্রকাশনী

ক্যাটাগরিঃ Love Story Book PDF

দ্য ফরটি রুলস অফ লাভ pdf book-the forty rules of love pdf bangla

দ্য ফরটি রুলস অফ লাভ pdf free download || Elif Shafak pdf || ভালোবাসার চল্লিশ নিয়ম pdf || The Rules of Love book PDF free download || Elif Shafak books online

দ্য ফরটি রুলস অফ লাভ বই রিভিউঃ

ভালােবাসা কি ? কাওকে ভালােবাসার জন্য বা কারাে ভালােবাসা পাওয়ার জন্য কেনই বা আমরা এত উতলা হই ? এই ভালােবাসার নিয়মই বা কি ? আবার এই ভালােবাসার সাথে পঞ্চভূত ( মাটি , পানি , বাতাস , আগুন , শুন্যতা ) এরই বা কি । সম্পর্ক ?

এমন সব প্রশ্নের উত্তর নিয়েই লেখা হয়েছে The Forty Rules of Love বা ভালােবাসার চল্লিশটি নীতি । মূলত সুফিবাদের উপর ভিত্তি করে লেখা এই বইটি দুটি ভিন্ন সময়ের মানুষদের নিয়ে লেখা , গল্পের শুরুতে দেখা যায় এলা রুবিস্টাইন নামের একজন গৃহিণীকে । যার জীবনে কোন কিছুর অভাব নেই শুধুমাত্র ভালােবাসা নামক বস্তুটি ছাড়া । তাই প্রাত্যহিক জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে এক লিটারেরি এজেন্টের কাছে পান্ডুলিপি পড়ার কাজ নেয় সে । প্রথম কাজ হিসেবে তার কাছে যে পান্ডুলিপিটি আসে তার নাম sweet blasphemy বা মধুর । অবিশ্বাস ।

যে পান্ডুলিপিতে বর্ণনা করা আছে মাওলানা জালাল উদ্দিন রুমি ( তের শতকের প্রখ্যাত মুসলিম কবি , আইনজ্ঞ , ইসলামি ব্যক্তিত্ব , ধর্মতাত্ত্বিক , অতীন্দ্রিবাদী এবং সুফী ) এবং শামস তাবরিজির ( নামকরা সুফি ব্যাক্তিত্ব এবং মাওলানা জালাল উদ্দিনের শিক্ষক ) জীবনের অবিশ্বাস্য সব কথা । কিভাবে শামস তাবরিজির সংস্পর্শে চিরতরে বদলে গেছে মাওলানা রুমির জীবন । যে পান্ডুলিপিতে লেখক বর্ণনা করার চেষ্টা করেছেন শামস তাবরিজির ভালােবাসার ৪০ টি নিয়মের কথা । উল্লেখিত ৪০ টি নীতির মাঝে অল্প কয়েকটাই ভালােভাবে অনুধাবন করতে পেড়েছি , যতটুকু বুঝেছি ভালােবাসার পরিধি ব্যাপক ।

সৃষ্টিকর্তার উপস্থিতি আমাদের সবার মাঝেই বিদ্যমান , কিন্তু তাকে অনুধাবন করতে হলে প্রয়ােজন বিশুদ্ধ মন বা হৃদয়ের । কিন্তু সেই বিশুদ্ধ হৃদয়ের জন্য অন্তরে জমে থাকা ঘৃনা এবং বিদ্বেষ দূর করে একমাত্র ভালােবাসাই পারে সেই মনকে পরিশুদ্ধ করতে , এক কথায় পুরাে বই জুড়েই ভালােবাসা দ্বারা অন্তরের পরিশুদ্ধতার মাধ্যমে কিভাবে সৃষ্টিকর্তাকে কাছে পাওয়া যায় তার কথা বলা হয়েছে ।

The forty rules of love Review:(Pdf Book)

গল্পের ভিত্তি যদি বলি , তাহলে গল্পটাকে দুটো ভাগে ভাগ করে , একটা প্যারালাল কল্পনায় এগিয়ে যেতে হবে । গল্পের শুরুটা হয়েছে নর্থথাম্পটন , ম্যাসাচুসেটস্ এর একটা ইহুদি পরিবারের চল্লিশের কাছাকাছি বয়সের একজন নারী চরিত্রের মাধ্যমে , যার নাম এলা রুবিনস্টেইন । সে সংসারের একজন দায়িত্বশীল স্ত্রী / মা হয়েই কাটিয়ে দিয়েছে তার চল্লিশ বছর । মাঝে মাঝেই অপূর্ণতা , রিক্ততাটা যেন হঠাৎ ই ভীড় করে । সে নিজের অজান্তেই খুঁজে একটু ভালােবাসার আশ্রয় ।

নিজের অপূর্ণতাকে কাছে ভিড়তে না দেয়ার সুবাদেই সে একটা লিটারেরি এজেন্সির সাথে কাজে যুক্ত হলে তাকে ‘ Sweet Blasphemy ‘ নামের একটা বই দেয়া হয় ম্যানস্ক্রিপ্ট জন্য । লেখক ছিলেন ‘ Aziz Zahara … সাংসারিক বাকবিতন্ডায় নিতান্ত অনিচ্ছা নিয়েই বইটা নিয়ে বসে সে । হঠাৎই বইটার প্রতিটি পাতায় যেন সে খুঁজে পেতে থাকে তার প্রতওটা নিঃসঙ্গতার উত্তর । বইটাতে মূলত একজন সুফি – দরবেশ ‘ Shams of Tabriz ‘ এর কথা বলা আছে , যিনি তাঁর অগাধ জ্ঞানের ভান্ডার দান । করে যেতে চান এমন কারাে কাছে , যাঁর কাছে তাঁর চিন্তা – চেতনার মূল্য থাকবে ।

তিনি একজন সুফির কাছে বিখ্যাত পন্ডিত জালালুদ্দিন রুমি সম্পর্কে জানতে পারেন এবং সমরকন্দ থেকে বাগদাদ পৌঁছান । ‘ কণ্যা ‘ তে শামস্ রুমির দেখা পান … এবং আস্তে আস্তে তাঁদের মধ্যকার পরিচয় , জ্ঞান বিনিময় সব – ই স্পষ্ট হয়ে উঠে বইয়ে । এদিকে শামস্ এর আশ্চর্য জ্ঞানাদর্শ , সুফি ভালােবাসা ও সাহচর্যে ক্রমেই বদলে যেতে থাকেন রুমি , মুগ্ধ হতে থাকেন ক্রমাগত।মতাদর্শে আলাদা হয়ে পড়েন তাঁর পরিবার – পরিজন থেকে । আর এদিকে সারা শহরের মানুষের ঘৃণার পাত্র হয়ে উঠেন শামস্ শামসের ‘ forty rules of love ‘ এর বর্ণনায় রুমির মতাে এদিকে মুগ্ধ হয় আরও একজন , সে হচ্ছে এলা ।

বইয়ের লেখকের নিরূপম বর্ণনায় নিজের আশ্রয় যেন খুঁজে পায় সে বহুদিন পরে ৷ ইমেইল করে বসে সে । লেখককে । এবং সে শেষ পর্যন্ত দেখা যায় , এলার কাছে আশ – পাশের সমাজ থেকে সেই লেখকের প্রতি তার ভালােবাসার গুরুত্ব হয়ে উঠে অনেক বেশি । মূলত এলা এবং রুমি , এ দু’জনকেই লেখক সমান্তরালে কল্পনা করে এটাই দেখাতে চেয়েছেন । যে , এ দু’জনই যথাক্রমে আযিয এবং শামসের কাছে এমন কিছু পেয়েছিলেন , যেটার মূল উৎস আত্মিক , স্বর্গীয় … পৃথিবী , সমাজ , পরিবার সবকিছুর ঊর্ধ্বে ।

Download the forty rules of love pdf in bangla

Download