The forty rules of love pdf book in bangla by Elif Shafak books online download from tunetuni.
বইঃ দ্য ফরটি রুলস অফ লাভ || The forty rules of love pdf book
লেখকঃ এলিফ শাফাক
অনুবাদকঃ শাহেদ জামান
প্রকাশনীঃ রোদেলা প্রকাশনী
ক্যাটাগরিঃ Love Story Book PDF

দ্য ফরটি রুলস অফ লাভ pdf free download || Elif Shafak pdf || ভালোবাসার চল্লিশ নিয়ম pdf || The Rules of Love book PDF free download || Elif Shafak books online
দ্য ফরটি রুলস অফ লাভ বই রিভিউঃ
ভালােবাসা কি ? কাওকে ভালােবাসার জন্য বা কারাে ভালােবাসা পাওয়ার জন্য কেনই বা আমরা এত উতলা হই ? এই ভালােবাসার নিয়মই বা কি ? আবার এই ভালােবাসার সাথে পঞ্চভূত ( মাটি , পানি , বাতাস , আগুন , শুন্যতা ) এরই বা কি । সম্পর্ক ?
এমন সব প্রশ্নের উত্তর নিয়েই লেখা হয়েছে The Forty Rules of Love বা ভালােবাসার চল্লিশটি নীতি । মূলত সুফিবাদের উপর ভিত্তি করে লেখা এই বইটি দুটি ভিন্ন সময়ের মানুষদের নিয়ে লেখা , গল্পের শুরুতে দেখা যায় এলা রুবিস্টাইন নামের একজন গৃহিণীকে । যার জীবনে কোন কিছুর অভাব নেই শুধুমাত্র ভালােবাসা নামক বস্তুটি ছাড়া । তাই প্রাত্যহিক জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে এক লিটারেরি এজেন্টের কাছে পান্ডুলিপি পড়ার কাজ নেয় সে । প্রথম কাজ হিসেবে তার কাছে যে পান্ডুলিপিটি আসে তার নাম sweet blasphemy বা মধুর । অবিশ্বাস ।
যে পান্ডুলিপিতে বর্ণনা করা আছে মাওলানা জালাল উদ্দিন রুমি ( তের শতকের প্রখ্যাত মুসলিম কবি , আইনজ্ঞ , ইসলামি ব্যক্তিত্ব , ধর্মতাত্ত্বিক , অতীন্দ্রিবাদী এবং সুফী ) এবং শামস তাবরিজির ( নামকরা সুফি ব্যাক্তিত্ব এবং মাওলানা জালাল উদ্দিনের শিক্ষক ) জীবনের অবিশ্বাস্য সব কথা । কিভাবে শামস তাবরিজির সংস্পর্শে চিরতরে বদলে গেছে মাওলানা রুমির জীবন । যে পান্ডুলিপিতে লেখক বর্ণনা করার চেষ্টা করেছেন শামস তাবরিজির ভালােবাসার ৪০ টি নিয়মের কথা । উল্লেখিত ৪০ টি নীতির মাঝে অল্প কয়েকটাই ভালােভাবে অনুধাবন করতে পেড়েছি , যতটুকু বুঝেছি ভালােবাসার পরিধি ব্যাপক ।
সৃষ্টিকর্তার উপস্থিতি আমাদের সবার মাঝেই বিদ্যমান , কিন্তু তাকে অনুধাবন করতে হলে প্রয়ােজন বিশুদ্ধ মন বা হৃদয়ের । কিন্তু সেই বিশুদ্ধ হৃদয়ের জন্য অন্তরে জমে থাকা ঘৃনা এবং বিদ্বেষ দূর করে একমাত্র ভালােবাসাই পারে সেই মনকে পরিশুদ্ধ করতে , এক কথায় পুরাে বই জুড়েই ভালােবাসা দ্বারা অন্তরের পরিশুদ্ধতার মাধ্যমে কিভাবে সৃষ্টিকর্তাকে কাছে পাওয়া যায় তার কথা বলা হয়েছে ।
The forty rules of love Review:(Pdf Book)
গল্পের ভিত্তি যদি বলি , তাহলে গল্পটাকে দুটো ভাগে ভাগ করে , একটা প্যারালাল কল্পনায় এগিয়ে যেতে হবে । গল্পের শুরুটা হয়েছে নর্থথাম্পটন , ম্যাসাচুসেটস্ এর একটা ইহুদি পরিবারের চল্লিশের কাছাকাছি বয়সের একজন নারী চরিত্রের মাধ্যমে , যার নাম এলা রুবিনস্টেইন । সে সংসারের একজন দায়িত্বশীল স্ত্রী / মা হয়েই কাটিয়ে দিয়েছে তার চল্লিশ বছর । মাঝে মাঝেই অপূর্ণতা , রিক্ততাটা যেন হঠাৎ ই ভীড় করে । সে নিজের অজান্তেই খুঁজে একটু ভালােবাসার আশ্রয় ।
নিজের অপূর্ণতাকে কাছে ভিড়তে না দেয়ার সুবাদেই সে একটা লিটারেরি এজেন্সির সাথে কাজে যুক্ত হলে তাকে ‘ Sweet Blasphemy ‘ নামের একটা বই দেয়া হয় ম্যানস্ক্রিপ্ট জন্য । লেখক ছিলেন ‘ Aziz Zahara … সাংসারিক বাকবিতন্ডায় নিতান্ত অনিচ্ছা নিয়েই বইটা নিয়ে বসে সে । হঠাৎই বইটার প্রতিটি পাতায় যেন সে খুঁজে পেতে থাকে তার প্রতওটা নিঃসঙ্গতার উত্তর । বইটাতে মূলত একজন সুফি – দরবেশ ‘ Shams of Tabriz ‘ এর কথা বলা আছে , যিনি তাঁর অগাধ জ্ঞানের ভান্ডার দান । করে যেতে চান এমন কারাে কাছে , যাঁর কাছে তাঁর চিন্তা – চেতনার মূল্য থাকবে ।
তিনি একজন সুফির কাছে বিখ্যাত পন্ডিত জালালুদ্দিন রুমি সম্পর্কে জানতে পারেন এবং সমরকন্দ থেকে বাগদাদ পৌঁছান । ‘ কণ্যা ‘ তে শামস্ রুমির দেখা পান … এবং আস্তে আস্তে তাঁদের মধ্যকার পরিচয় , জ্ঞান বিনিময় সব – ই স্পষ্ট হয়ে উঠে বইয়ে । এদিকে শামস্ এর আশ্চর্য জ্ঞানাদর্শ , সুফি ভালােবাসা ও সাহচর্যে ক্রমেই বদলে যেতে থাকেন রুমি , মুগ্ধ হতে থাকেন ক্রমাগত।মতাদর্শে আলাদা হয়ে পড়েন তাঁর পরিবার – পরিজন থেকে । আর এদিকে সারা শহরের মানুষের ঘৃণার পাত্র হয়ে উঠেন শামস্ শামসের ‘ forty rules of love ‘ এর বর্ণনায় রুমির মতাে এদিকে মুগ্ধ হয় আরও একজন , সে হচ্ছে এলা ।
বইয়ের লেখকের নিরূপম বর্ণনায় নিজের আশ্রয় যেন খুঁজে পায় সে বহুদিন পরে ৷ ইমেইল করে বসে সে । লেখককে । এবং সে শেষ পর্যন্ত দেখা যায় , এলার কাছে আশ – পাশের সমাজ থেকে সেই লেখকের প্রতি তার ভালােবাসার গুরুত্ব হয়ে উঠে অনেক বেশি । মূলত এলা এবং রুমি , এ দু’জনকেই লেখক সমান্তরালে কল্পনা করে এটাই দেখাতে চেয়েছেন । যে , এ দু’জনই যথাক্রমে আযিয এবং শামসের কাছে এমন কিছু পেয়েছিলেন , যেটার মূল উৎস আত্মিক , স্বর্গীয় … পৃথিবী , সমাজ , পরিবার সবকিছুর ঊর্ধ্বে ।