দ্য দা ভিঞ্চি কোড pdf download | ড্যান ব্রাউন এর বই pdf

5/5 - (1 vote)

the da vinci code by Dan Brown Book bangla onubad pdf download from tunetuni.

দ্য দা ভিঞ্চি কোড বই বিবরনঃ(Pdf Download)

বইঃ দ্য দা ভিঞ্চি কোড বই Pdf

লেখকঃ ড্যান ব্রাউন এর বই Pdf

অনুবাদকঃ মোহাম্মদ নাজিম উদ্দিন এর বই

প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী বই Pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাই(PDF)

ক্যাটাগরিঃ রহস্য, গোয়েন্দা, ভৌতিক, মিথ, থ্রিলার, ও অ্যাডভেঞ্চার

দ্য দা ভিঞ্চি কোড pdf download || ড্যান ব্রাউন এর বই pdf

pdf download

মোহাম্মদ নাজিম উদ্দিন এর বই Pdf || Mohammod Nazim Uddin Book

ড্যান ব্রাউন এর বই “দ্য দা ভিঞ্চি কোড” রিভিউঃ (Pdf Download)

পৃথিবীব্যাপী আলােড়ন তােলা উপন্যাস ২০০৩ সালে প্রকাশিত তখনকার সময়ের সর্বাধিক বিক্রিত বই এটি । মিষ্টেরি , থ্রিলার প্রেমীদের জন্য আদর্শ উপন্যাস । এই মহাবিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য গণিত।প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আছে কোনাে না কোনাে গণিতের রহস্য আর নানা কোড ।

PHI – ( ১.৬১৮ ) কে সাধারনত এই মহাবিশ্বের সবচাইতে সুন্দর সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়।এর সত্যিকারের হতবুদ্ধিকর জিনিসটা হলাে , প্রকৃতির গঠনের ক্ষেত্রে এর মৌলিকতত্ব । গাছপালা , জীবজন্তু এবং এমনকি মানুষের ক্ষেত্রেও সবকিছুতে মাত্রাগত দিক থেকে একেবারে ঠিক ঠিকই PHI এর সাথে ১ এর সমানুপাতে আছে ।

প্রাচীন কালের বিজ্ঞানীরা এই সংখ্যাটিকে স্বর্গীয় অনুপাত হিসেবে আখ্যায়িত করেছিলাে।লিওনার্দো দা ভিঞ্চি এমন একজন মানুষ ছিলেন যিনি তার চিত্রকলার জন্য মৃতদেহ ব্যবচ্ছেদ করতেন।মানুষের শরীরের স্বর্গীয় গঠনের ব্যাপারটা তিনি সর্বপ্রথম বুঝতে পেরেছিলেন ।

মৃতদেহ ব্যবচ্ছেদ করে মানুষের শরীরে হাড়ের গঠনের যথার্থ অনুপাতটি মেপেছিলেন । অনপাতটি বুঝার সুবিধার্থে লেখক কিছু সহজ কৌশল দেখিয়েছেন । যেমন : একটা মাপজোপের ফিতা দিয়ে একজন মানুষের মাথা থেকে পাঁ পর্যন্ত মেপে দেখবেন।তারপর মাটি থেকে নাভি পর্যন্ত যে মাপ হয় তা দিয়ে সেটাকে ভাগ করে দেখবেন ।

যে সংখ্যাটি আসবে PHI অর্থাৎ স্বর্গীয় অনুপাত ১.৬১৮ । কাঁধ থেকে হাতের আঙ্গুল পর্যন্ত মাপ নিন । আর সেটাকে আপনার বাহু থেকে আঙ্গুল পর্যন্ত যে মাপ হয় সেটা দিয়া ভাগ করুন।আবারাে PHI । পাঁ থেকে হিপের মাপ কে পাঁ থেকে হাঁটুর মাপ দিয়ে ভাগ করুন । আঙুলের গিট , পাঁয়ের পাতা , মেরুদণ্ডের বিভাজন সব স্বর্গীয় অনুপাতে আছে ।

শুধু তাই নয় বিভিন্ন স্থাপত্য , চিত্রকর্ম সূক্ষ্ম ভাবে তৈরী করার জন্য এই স্বর্গীয় অনুপাত অনুকরন করা হয় । কয়েকটা উদাহরন হলাে , জাতিসংঘ ভবনের স্থাপত্য , মিশরের পিরামিড , গৃক পার্থিনােন এবং মাইকেল এঞ্জেলাে ও দা ভিঞ্চি এর চিত্রকর্ম গুলাে । প্রাচীনকালের মানুষেরা যখন PHI আবিষ্কার করলাে , তখন তারা বুঝতে পারলাে যে , প্রকৃতিতে ঈশ্বরের হাতের প্রমাণ রয়েছে ।

এই পৃথিবীর বিশৃঙ্খল সব কিছুই সুপ্ত একটা শৃঙ্খলায় চলছে । বইটিতে আরাে অনেক গােপন সত্য জানতে পারবেন নানা গটনা আকারে প্রধান চরিত্রে ‘ এন্জেলস এন্ড ডেমন ‘ এর সেই সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন।রযেছে ‘ দ্যা লাস্ট সাপার ‘ মােনা লিসা’ভিট্রভিয়ান ম্যান ‘ ইত্যাদি বিখ্যাত চিত্র কর্মগুলােতে প্রায়ােরিদের কোডিং আর সিম্বল এর মাধ্যমে লুকানাে তথ্য গুলাে , যার রহস্য গবেষকরা এখনাে গবেষনা করে যাচ্ছে ।

মোহাম্মদ নাজিম উদ্দিন এর আরেকটি বইঃ- রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি pdf download

যিশু খ্রিস্টের ও তার সাথীদের নানা তথ্য যিশুর স্ত্রি ম্যারি মাগদ্যালিন যাকে বাইবেল গােপন রেখেছে নারী -পুরুষের সাম্যতার প্রমাণ , বর্তমান পৃথিবীতে যিশুর বংশধর দের অস্তিত্ব , মানুষের সৃষ্টি বর্তমান খ্রিষ্টান ধর্ম মিথ্যা প্রমাণ ও ধ্বংসের হাতিয়ার যা যুগ যুগ ধরে প্রায়ােরিরা রক্ষা করে আসছে ৷

প্রায়ােরি সংগঠনের সঙ্গে যুক্ত নিউটন , বত্তিচেল্লি , ভিক্টোর হুগাে , ভিঞ্চির মতাে মহাপুরুষ , আধুনিক চার্চ এর নানান গােপন তথ্য , যিশুর এমন কিছু জিনিস যা খ্রিষ্টান যাজক রা লুকিয়ে রেখে সাধারন মানুষদের ধোঁকা দিচ্ছে । -এই বইয়ে উল্লেখিত সমস্ত শিল্পকর্ম স্থাপত্যশৈলী , দলিল – দস্তাবেজ আর গুপ্ত ধর্মীয় আচার অনুষ্ঠান একেবারে বাস্তব ।

প্রত্যেকটা বিষয় নিয়ে রিভিউ দিতে হলে পুরাে বই দিয়ে দিতে হবে তাতাে সম্ভব না।বই পােকারা মিস করবেননা এমন বই , মিস্টেরি , থ্রিলার সিক্রেট হিস্টোরি সব । পাবেন।বইটা ৪-৫ মাস আগের পড়া বিধায় সুন্দর ভাবে রিভিউ দিতে পারিনি । পুনশ্চঃ উপন্যাস টি অবলম্বনে মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৬ সালে একটি সফল চলচ্চিত্র নির্মান করে ।

২০০৬ সালে বিশ্বব্যাপী মুক্তিপ্রাপ্ত সকল চলচ্চিত্রের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থোপার্জনে সক্ষম হয় । চলচ্চিত্রটি ২০০৭ সালে সেরা অরিজিনাল স্কোরের জন্য গােল্ডেন গ্লোব পুরস্কার এর মনােনয়ন লাভ করেছিল । তাহলে দুইটা উপায় রয়েছে আপনাদের কাছে বইয়ের পাশাপাশি মুভি ।

Download the da vinci code bangla onubad pdf book.

Download

#pdf_download #pdfbook #Dan_Brown_Books