ssc suggestion 2021 physics from Tunetuni.
২০২১ সালের এসএসসি পরীক্ষার পদার্থ সাজেশন
প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগের শর্ট সিলেবাসের এর উপর ভিত্তি করে পদার্থবিজ্ঞান জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন সাজেশন নিয়ে হাজির হয়েছি ৷ তোমরা যারা এসএসসি পরিক্ষার্থী তারা নির্দিধায় এ সাজেশনটি ফলো করতে পারেন ৷ এ সাজেশনটিঝতে অতিবগুরুত্বপূর্ণ ক ও খ জন্য প্রশ্নগুলো কালেক্ট করেছি ৷ তাছাড়া প্রয়োগ ও উচ্চতরদক্ষতা প্রশ্নগুলো আস্তে আস্তে দেওয়া হবে, তাই আমাদের সাথেই থাকুন ৷ আরও দেওয়া হবে ব্যাবসা ও মানবিক শাখার শর্স্ট সাজেশন৷ Also

SSC Physics Suggestion 2021
১। ভার্ণিয়ার ধ্রুবক কাকে বলে ?
২। পিচ কাকে বলে ?
৩ । লঘিষ্ঠ গণন কী ?
৪। মাত্রা কী ?
৫ । ভৌত রাশি কাকে বলে ?
৬। প্রসঙ্গ কাঠামো কী ?
৭। বল কাকে বলে ?
৮। কোনো বস্তুর স্থিতি ও গতির মধ্যে পার্থক্য লেখ ।
৯। গতি কাকে বলে ?
১০। গতির উপর বলের প্রভাব ব্যাখ্যা কর ।
১১। ‘ সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়’- ব্যাখ্যা কর । ১২ । গতিশক্তি কাকে বলে ?
১৩। দেখাও যে , E = p² = ” 2m
১৪। ত্বরণ কাকে বলে ?
১৫। জীবাশ্ম শক্তি বলতে কী বোঝ ?।
১৬ । স্পন্দন গতি কাকে বলে ?
১৭। কোন যন্ত্রের কর্মদক্ষতা ৪০ % বলতে কী বুঝ ?
১৮। কাজ কাকে বলে ?
১৯। নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধাগুলো লেখ
২০ । শক্তির সংরক্ষণশীলতা নীতিটি বিবৃত কর ।
ssc suggestion 2021 physics
২১। ক্ষমতা কাকে বলে ?
২২। ক্ষমতার মাত্রা সমীকরণ বের কর ।
২৩। 20kW ক্ষমতার ইঞ্জিন বলতে কী বুঝ ?
২৪। বিভব শক্তি কাকে বলে ?
২৫। ওজনহীনতা কাকে বলে ?
২৬ । পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূণ্য হয় কেন?
২৭। জুল কী ?
২৮। পর্যায়বৃত্ত গতি কাকে বলে ?
২৯। বৃত্তাকার পথে এক পাক ঘুরলে সরণ কত হবে ব্যাখ্যা করো ।
৩০। বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য হয় না- ব্যাখ্যা কর ।
2021 SSC Physics Suggeston
৩১। বেগের পরিবর্তন না হলে বস্তুর ত্বরণ থাকে না- ব্যাখ্যা কর ।
৩২। সুষম ত্বরণ কাকে বলে ?
৩৩। কোন বস্তুর ত্বরণ 5ms – 2 পশ্চিম দিকে বলতে কী বুঝায় ?
৩৪। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লিখ ।
৩৫। তাৎক্ষণিক দ্রুতি কী ?
৩৬। মন্দন কাকে বলে ?
৩৭। সমবেগে চলন্ত বস্তুর কোন ত্বরণ থাকে না বুঝিয়ে লিখ
৩৮। কিলোওয়াটঘন্টা বলতে কী বুঝায় ?
৩৯। ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক লিখ ।
৪০। 10ms – 1 উত্তর দিকে বলতে কী বুঝায় ?
৪১ । বিভব শক্তি কিসের উপর নির্ভর করে ? ব্যাখ্যা কর ।
৪২ । নিউক্লীয় শক্তি ব্যবহারের সুবিধাগুলো কী কী ? ৪৩। বায়োমাস শক্তি বলতে কী বোঝ- ব্যাখ্যা কর ।
৪৪ । দিক রাশি ও অদিক রাশির মধ্যে পার্থক্য লিখ I
৪৫ । স্পন্দন গতি কাকে বলে ?
৪৬। বল একটি লব্ধি রাশি ব্যাখ্যা কর ।
৪৭। তাৎক্ষণিক দ্রুতি কী ? বন
৪৮। সরণ কাকে বলে ?
৪৯ । ‘ স্পন্দনগতি এক প্রকার পর্যাবৃত্ত গতি’- ব্যাখ্যা কর ।
৫০। বলের দ্বারা কাজ ও বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝ ?
SSC Physics Special Suggestion 2021
৫১। কর্মদক্ষতা কাকে বলে ?
৫২। দর্পণ কাকে বলে ?
৫৩ । প্রতিবিম্ব কাকে বলে ? প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি ?
৫৪। দীপ্তিমান বস্তু কি ?
৫৫। দীপ্তিহীন বস্তু কি ?
৫৬। দর্পণ কত প্রকার ও কি কি ?
৫৭। অবতল দর্পণের সংজ্ঞা দাও ।
৫৮। উত্তল দর্পণের সংজ্ঞা দাও ।
৫৯। দর্পণের প্রধান অক্ষ কাকে বলে ?
৬০। প্রধান ফোকাস কাকে বলে ?
SSC Physics Question & Suggestion for 2021
৬১। ফোকাস তল কাকে বলে ?
৬২ । বাস্তব প্রতিবিম্ব কাকে বলে ?
৬৩ । অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে ?
৬৪। আমরা কীভাবে দেখতে পাই- ব্যাখ্যা কর ।
৬৫। প্রতিফলনের সূত্রসমূহ লেখ ।
৬৬। দর্পণের মেরু কাকে বলে ?
৬৭। বাস্তব ও অবাস্তব বিম্বের পার্থক্য লেখ ।
৬৮ ৷ দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন ? I
৬৯ । রৈখিক বিবর্ধন কী ?
৭০ । রৈখিক বিবর্ধন 1.25 বলতে কী বোঝ ?