ssc krishi shikkha guide book pdf download from Tunetuni.

বইঃ | কৃষিশিক্ষা |
শ্রেণীঃ | নবম-দশম |
টাইপঃ | গাইড বই |
ফরম্যাটঃ | পিডিএফ-PDF |
ক্যাটাগরিঃ | SSC |
এসএসসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই ৷ আশা করি ভালোই আছো ৷ আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণী তথা এস এস সি কৃষি শিক্ষা গাইড বইয়ের পিডিএফ নিয়ে আসলাম ৷ তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে এস এস সি কৃষি শিক্ষা গাইড পিডিএফ দেওয়ার জন্য ৷ তাছাড়া তোমরা এখানে সকল বিভাগের অথবা এসএসসির সকল বইয়ের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন ৷
আমরা সর্বদা আপ্রান চেষ্টা করি তোমাদের জন্য কিছু করার ৷ তোমরা যারা এসএসসি পড়ো তারা আমাদের এই সাইটের SSC ক্যাটাগরিতে গেলে অনেক গুরুত্বপূর্ণ বইয়ের পিডিএফ লিংক পাবে ৷ এখানে পাবে বিজ্ঞান শাখা, মানবিক শাখা, ব্যবসায় শাখার সকল বইয়ের গাইড বই পিডিএফ লিংক ৷
SSC কৃষিশিক্ষা গাইড pdf download
বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ । এদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি । এটি মোট শ্রমশক্তির ৪৭ ভাগ যোগান দিয়ে থাকে এবং দেশের জিডিপিতে এর অবদান ১৫.৩৩ শতাংশ । দেশের সামষ্টিক অর্থনীতিতে যেমন— কর্মসংস্থান সৃষ্টি , দারিদ্র্য দূরীকরণ , মানবসম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় এই খাতের ভূমিকা অনস্বীকার্য । বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশ তাদের জীবনধারণের জন্য কৃষির উপর নির্ভর করে । উর্বর জমি ও পানির প্রাচুর্যতার কারণে বাংলাদেশের অনেক অঞ্চলে বছরে তিন বার ধান উৎপাদন ও চাষাবাদ হয়ে থাকে ।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনেকগুলো কারণে বাংলাদেশের শ্রমনির্ভর কৃষিতে খাদ্য উৎপাদনের উন্নতির মাত্রা অর্জিত হয়েছে । বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ জমি , পানি ও পরিবেশ ব্যবহার করে কৃষিতে উন্নয়ন করা সম্ভব , যা হচ্ছে জাতীয় সমৃদ্ধির মেরুদণ্ড । কৃষিতে রয়েছে প্রধান প্রধান ফসল , যথা- ধান , ভুট্টা , পাট , গম , আখ , আলু , ডাল জাতীয় সবজি , ফল ফলাদি , বনজ সম্পদ ইত্যাদিসহ মৎস্য ও পশু সম্পদ ।
ফসলগুলোর মধ্যে দানাশস্য হিসেবে ধানের পরেই ভুট্টা ও গম ; ডাল জাতীয় শস্যের মধ্যে মসুর , মুগ ও মাষ অন্যতম ; সবজি ও মশলার মধ্যে আলু , পিঁয়াজ , মরিচ উল্লেখযোগ্য ; ফল জাতীয় ফসলের মধ্যে আম , কাঁঠাল , লিচু , পেয়ারা , কুল এবং মৎস্য ও পশু – পাখি । দেশে বর্তমানে ফল , ফুল সবজি ও প্রাণিসম্পদের কিছু কিছু পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে । এ অধ্যায় হতে শিক্ষার্থীরা কৃষির নানামুখি পণ্য , উৎপাদন ক্ষেত্র এবং তথ্য সেবার উৎসগুলো জানতে পারবে ।
নবম-দশম শ্রেণীর কৃষিশিক্ষা গাইড pdf download
বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কৃষির গুরুত্ব নিচে আলোচনা করা হলো
ক . খাদ্য : জীবন্ত সকল প্রাণীর বেঁচে থাকার জন্য খাদ্য অবশ্যম্ভাবী প্রয়োজন । আর তা সম্পূর্ণভাবে আসে কৃষি হতে । তাই , খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কোনো উন্নয়নই সুশৃঙ্খল ও টেকসই করা সম্ভব নয় । যথা— খাদ্য , পুষ্টির জন্য ধান , গম , ভুট্টা , সবজি , ফল – মূল ।
খ . বস্ত্র: মানুষের মান – সম্ভ্রম রক্ষা ও মান – মর্যাদার উন্নয়নের প্রধান উপাদান হলো বস্ত্র যা সভ্যতার প্রতীক । আর বস্ত্রের কাঁচামাল হলো তুলা , রেশম , পাট , বিভিন্ন তন্ত্র যার উৎস হচ্ছে কৃষি ।
গ . বাসস্থান: মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য বাসস্থান প্রয়োজন । নানাবিধ প্রতিকূল অবস্থা তথা জীবজন্তুর ভয় হতে সুরক্ষিত থাকা , ঝড় – ঝঞ্ঝা , শীত – গ্রীষ্ম , রোদ – বৃষ্টি হতে রক্ষা পাওয়া ও আরাম – আয়েশের জন্য প্রয়োজন বাসস্থান । বাসস্থানের সৌন্দর্যবর্ধন , আসবাবপত্র এবং নির্মাণসামগ্রী যেমন- গোলপাতা , কাঠ , খুঁটি ইত্যাদি আসে কৃষি হতে ।
ঘ. চিকিৎসা : মানুষ ও জীবজন্তুর চিকিৎসায় প্রয়োজনীয় হোমিওপ্যাথিক , ইউনানী ও আয়ুর্বেদিক ঔষধ তৈরির কাঁচামালসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদির প্রায় সবগুলোই আসে কৃষিজাত পণ্য অর্থাৎ গাছ – গাছড়া হতে ।
এস এস সি কৃষিশিক্ষা pdf download
ঙ . শিক্ষা : শিক্ষার উপকরণ হলো কাগজ , পেন্সিল , রুলার , গণনা গুটি , রাবার , আঠা ইত্যাদি । এসব উপকরণসমূহ কৃষিজাত দ্রব্য যথা- কাঠ , বাঁশ , আখের ছোবড়া , কচুরিপানা , সবুজ পাট , গাছের কষ ইত্যাদি হতে আসে ।
চ . জ্বালানি : খাদ্য প্রস্তুতকরণ , ইট তৈরি , বেকারি দ্রব্যাদি প্রস্তুত , গৃহ উত্তপ্ত রাখা , শীত নিবারণ ইত্যাদি কাজে কৃষিজ উপজাতদ্রব্য ব্যবহৃত হয় ।
ছ . কুটির শিল্প : খেলনা , কলম – কালি , আসবাবপত্র ইত্যাদি প্রস্তুতে কৃষিজ দ্রব্যাদি কাঁচামাল হিসেবে প্রধানত ব্যবহৃত হয় ।
জ . কর্মসংস্থান : বাংলাদেশের জনগণের প্রায় ৮০-৯০ ভাগ লোকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উত্পাদন , প্রক্রিয়াজাতকরণ , বহুমুখি ব্যবহার , বিপণন ইত্যাদির সাথে জড়িত । :
ঝ . বৈদেশিক মুদ্রা অর্জন : বৈদেশিক মুদ্রা অর্জনে নিজস্ব কাঁচামালের দ্বারা উৎপাদিত ও টেকসই ক্ষেত্র হচ্ছে কৃষি । যথা— পাট , চা , চামড়া , চিংড়ি , হস্তশিল্প ইত্যাদি ।
SSC krishi shikkha guide pdf download
ঞ . গবেষণা : কৃষিজ পণ্যের মান ও উৎপাদন ক্ষমতার উন্নয়নের জন্য গবেষণার অনেক ক্ষেত্র উন্মোচিত হচ্ছে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নসহ প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনাও কৃষি দ্বারাই সম্ভব হচ্ছে ।
ট . জাতীয় আয় বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণ : জমির খাজনা , কৃষি পণ্য পরিবহন , আমদানি – রপ্তানি শুল্ক ইত্যাদির মাধ্যমে প্রায় ৭৫ % জাতীয় আয় করা সম্ভব হচ্ছে । এমনকি কৃষিজ উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ যথা— সার , বীজ , কীটনাশক , হরমোন , যন্ত্রপাতি প্যাকেজিং সামগ্রী ইত্যাদির চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং এগুলোর জন্য শিল্প সম্প্রসারণ সম্ভাবনা তৈরি হচ্ছে ।
Also Link: ssc পাঞ্জেরী গাইড pdf(All Subject)
Link: SSC Math solution pdf
Link: Ssc Bangla First paper guide pdf
Also Link: SSC বিজ্ঞান গাইড pdf
Download Now SSC krishi shikkha Guide pdf
SSC কৃষিশিক্ষা গাইড pdfডাউনলোড করুন
FAQ
1. How to download pdf file?
গুগল ড্রাইভ থেকে এসএসসি বাংলা প্রথম পত্র গাইড বই পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন তা এখানে ক্লিক করে দেখে নিন ৷