SSC রসায়ন গাইড pdf | ssc chemistry guide pdf download

Rate this post

ssc chemistry guide pdf download from Tunetuni.

ssc chemistry guide pdf download
বইঃরসায়ন বিজ্ঞান
শ্রেণীঃনবম-দশম
টাইপঃগাইড বই
ফরম্যাটঃপিডিএফ ফাইল(PDF)
ক্যাটাগরিঃSSC

SSC রসায়ন গাইড pdf download

আসসালামুয়ালাইকুম বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ । তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছ যে বিজ্ঞান শাখার রসায়ন গাইড বইয়ের পিডিএফ দেওয়ার জন্য । তাই তোমাদের জন্য আজকে রসায়ন গাইড বই পিডিএফ সংগ্রহ করলাম এবং বইটির পিডিএফ নিয়ে আসলাম । আমরা আমাদের এই সাইটটিতে প্রতিদিন বিসিএস, এইচএসসি, এসএসসি ও জিএসসি সহ সকল নিয়োগ পরীক্ষার গাইড বই পিডিএফ দিয়ে থাকে।

প্রতিদিনের মত আজকেও তোমাদের জন্য নবম-দশম শ্রেণীর রসায়ন গাইড বই পিডিএফ নিয়ে আসলাম ৷ বইটি নিচের লিঙ্কটি দেওয়া আছে ঐখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারো ৷

তাছাড়া এই সাইটটির ক্যাটাগরিতে গেলে আপনারা পাবেন বিভিন্ন ইসলামিক বই সমূহ, উপন্যাসিক বই এবং মোটিভেশনাল আত্মজীবনীমূলক বই সমূহ ৷

SSC Chemistry guide pdf download | ssc chemistry book pdf 2021-2022

ইলেক্ট্রন প্রোটন এবং নিউট্রন প্রত্যেকেরই ভর আছে । বস্তুর মধ্যকার প্রোটন এবং নিউটনের উপর তার ভর নির্ভর করে । ভরের ব্যাপারে নিউট্রনের ভূমিকা খুবই কম । পরমাণুকে ইলেক্ট্রন প্রোটনে ভাগ করতে গিয়ে তাদের গঠন শৈলীতে ভরের ভূমিকা ছাড়াও বৈদ্যুতিক ধর্মের ব্যাপারটাও এসে যায় । কোনও কোনও বস্তুকে ঘষা হলে তারা একটার ওপর আরেকটা শক্তির প্রভাব বিস্তার করার ক্ষমতা অর্জন করে ।

একজোড়া বস্তু একসঙ্গে ঘষা হলে যে শক্তি উৎপাদিত হয় তা আকর্ষণের শক্তি আর যখন একই ধরনের দুটো জিনিস অন্য একটি জিনিসের উপর ঘষা হয় তখন বিকর্ষণের শক্তি উৎপাদিত হয় । এ ধরনের আকর্ষণ বা বিকর্ষণের ক্ষমতাওয়ালা বস্তুকে বৈদ্যুতিক আবেশ যুক্ত বলা হয় । কোনও নির্দিষ্ট তরল পদার্থে দুটি ভিন্ন ধরনের ধাতবপাত ডুবিয়ে যদি তার দিয়ে সংযুক্ত করা হয় বা ইলেকট্রিক ব্যাটারী বানানো হয় তাহলে সেই তার কতগুলো বিশেষ ধর্ম অর্জন করে ।

নবম-দশম শ্রেণীর রসায়ন গাইড pdf download | এস এস সি রসায়ন গাইড pdf

ইলেক্ট্রন প্রোটনের মধ্যেও বিদ্যুত প্রবাহের মতো চৌম্বিক প্রভাব সৃষ্টি করে । সে সকল মৌলিক পদার্থ গ্রিক ও মধ্যযুগীয় দর্শনে এবং আলকেমিস্টদের তত্ত্বে বিরাট ভূমিকা পালন করেছে সে গুলোকে প্রথম দর্শনে আমরা বস্তু বলে থাকি । সেগুলো ছিল মাটি , আগুন , বাতাস পানি ৷ ওই সব জিনিসগুলির বেশিরভাগই গুণের দিক দিয়ে বিচার করা হতো । বস্তুর উপাদান হিসেবে ততটা নয় ।

বিজ্ঞানী লাভোসিয়ারের আগে পর্যন্ত রসায়ন শাস্ত্রের ওজনের যে ভূমিকা আছে এটা কেউ জানতোইনা । ওজনের তত্ত্ব অনুযায়ি যে সব উপাদান দিয়ে বস্তু গঠিত হয় তাদের ওজনের যোগফল বস্তুর ওজনের যোগফলের সমান । অর্থাৎ রাসায়নিক ক্রিয়ার ফলে কোনও বস্তুর ওজন যদি সব সময়েই বেশি হয়ে যায় তবে তা মৌলিক পদার্থ না হয়ে পারে না । আর যদি ওজন হারিয়ে ফেলে তবে তা যৌগিক পদার্থ না হয়েও পারে না ।

Also Link: SSC জীববিজ্ঞান গাইড pdf

Download Now SSC Chemistry guide Book PDF

SSC রসায়ন গাইড pdfডাউনলোড করুন