sirat ibn hisham by Abu Muhammad Abdul Malik Ibn Hisham Muafiree (R) Book pdf download from Tunetuni.
সীরাতে ইবনে হিশাম pdf download

বইঃ | সীরাতে ইবনে হিশাম ( ১ম ও ২য়) |
লেখকঃ | আবূ মুহাম্মদ আবদুল মালিক ইব্ন হিশাম মুআফিরী (র) |
প্রকাশনীঃ | ফাহিম বুক ডিপো |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | সীরাতে রাসুল ﷺ বই PDF |
Also Link: আর রাহীকুল মাখতূম PDF
মুহাম্মদ সাঃ জীবনী বিষয়ক বই pdf download
নবী মুহাম্মদ সাঃ কে নিয়ে আরও কিছু জনপ্রিয় বই,,
বই,লেখক | পিডিএফ |
---|---|
1. বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ) লেখকঃহিশাম আল আওয়াদি | |
2. আর রাহীকুল মাখতূম লেখকঃআল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) | |
3. নবি জীবনের গল্প লেখকঃআরিফ আজাদ | |
4. দ্য প্রফেট লেখকঃলেসলি হ্যাজেলটন | |
5. হযরত মুহাম্মাদ সাঃ এর জীবনী | |
6. রাসূলের চোখে দুনিয়া লেখকঃইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ) | |
7. মাআল মুস্তফা লেখকঃড. সালমান আল আওদা | |
8. সীরাতে ইবনে হিশাম |
সীরাতে ইবনে হিশাম বাংলা pdf download
মুহাম্মদ ( সা . ) থেকে আদম ( আ . )
আবু মুহাম্মদ আবদুল মালেক ইবনে হিশাম বলেন , এ গ্রন্থে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ ( সা . ) – এর জীবনী আলোচনা করা হয়েছে । বিশ্বনবীর ঊর্ধ্বতন বংশপরম্পরা হলো মুহাম্মদ পিতা আব্দুল্লাহ , পিতা আবদুল মুত্তালিব ( আরেক নাম শায়বা ) পিতা হাশিম ( আরেক নাম আমর ) , পিতা আবদে মানাফ ( আরেক নাম মুগীরা ) , পিতা কুসাই ( আরেক নাম যায়েদ ) , পিতা কিলাব , পিতা মুরবা , পিতা কাব , পিতা লুয়াই , পিতা গালেব , পিতা ফিহর , পিতা মালেক , পিতা নাযর , পিতা কিনানা , পিতা খুজাইমা , পিতা মুদরিকা ( আরেক নাম আমের ) , পিতা ইলিয়াস , পিতা মুদার , পিতা নিযার , পিতা মুকাওয়াম , পিতা নাহুর , পিতা তাইরাহ , পিতা ইয়া’রুব , পিতা ইয়াশজুব , পিতা নাবেত ,
পিতা ইসমাঈল ( আলাইহিস সালাম ) , পিতা ইবরাহীম ( আলাইহিস সালাম ) , পিতা তারেহ ( তারেহের অপর নাম আযর ) পিতা নাহুর , পিতা সারুগ , পিতা রাউ , পিতা ফালেখ , পিতা আয়বার , পিতা শালেখ , পিতা আরফাখশাজ , পিতা সাম , পিতা নূহ ( আলাইহিস সালাম ) , পিতা লামাক , পিতা মুতাওশালাখ , পিতা আখনুখ ( ঐতিহাসিকদের মতে , তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালাম , এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন ) , আদম সন্তানদের মধ্যে প্রথম তাঁকেই নবুওয়াত দেওয়া হয়েছে এবং তিনিই প্রথম কলম দিয়ে লেখা শুরু করেন ।
পিতা ইয়ারদ , পিতা মাহলীল , পিতা কাইনান , পিতা ইয়ানিশ , পিতা শীস , পিতা আদম আলাইহিস সালাম । আবু মুহাম্মাদ আবদুল মালেক ইবনে হিশাম বলেন , আমাকে বর্ণনা করেন পর্যায়ক্রমে যিয়াদ ইবনে আব্দুল্লাহ আলবাকাই । তিনি মুহাম্মাদ ইবনে ইসহাক মুতলবি থেকে । এই গ্রন্থটি ইনআশাল্লাহ আমি হযরত ইবরাহীমের ছেলে ইসমাঈলের বর্ণনা দিয়ে শুরু করব । তারপর ইসমাঈলের বংশধারায় হযরত মুহাম্মদ ( সা . ) – এর যেসব পিতৃপুরুষ জন্মগ্রহণ করেছেন এবং যারা সেসব পিতৃপুরুষের সহজাত সন্তান ছিলেন , ধারাবাহিকভাবে তাদের নাম আনব । এভাবে ইসমাঈল ( আঃ ) থেকে মুহাম্মদ ( সাঃ ) পর্যন্ত সকল পিতৃপুরুষ ও তাদের সম্পর্কে প্রচলিত মর্যাদা ও ইতিহাস আলোচনায় নিয়ে আসব । কিন্তু ইসমাঈলের ( আঃ ) যেসব সন্তান হযরত মুহাম্মদের ( সাঃ ) পিতৃপুরুষ নয় , গ্রন্থের কলেবর ছোট রাখার জন্য তাদের নাম আনব না ।
Download Now sirat ibn hisham book pdf
FAQ
1. বইটির লেখক?
আবূ মুহাম্মদ আবদুল মালিক ইব্ন হিশাম মুআফিরী (র)
2. বইটির প্রকাশনী?
ফাহিম বুক ডিপো