শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর pdf download

Rate this post

sheser kobita book by Rabindranath Tagore Books pdf download from tunetuni.

শেষের কবিতা বই বিবরনঃ(Pdf Download)

বইঃ শেষের কবিতা বই Pdf

লেখকঃ রবীন্দ্রনাথ ঠাকুর এর বই Pdf

প্রকাশনীঃ বিশ্বসাহিত্য ভবন বই Pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাই(PDF)

ক্যাটাগরিঃ রবীন্দ্রনাথ ঠাকুর এর বই PDF, উপন্যাস pdf

শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর pdf download

শেষের কবিতা pdf download

রবীন্দ্রনাথ ঠাকুর এর বই Pdf Download

শেষের কবিতা উপন্যাস রিভিউঃ

‘ শেষের কবিতা ‘ রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ একটি উপন্যাস ! নাম কবিতা হওয়া । সত্ত্বেও এটি উপন্যাস কাই চাকুরীর পরীক্ষাতে এটি নিয়ে প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই । চাকুরী না করলেও মানুষের মন ও তার ভিন্নতা নিয়ে এত আইডিয়া পাবেন বইটিতে পড়তে পড়তে আপনি অন্য এক জগতে প্রবেশ করবেন ।

অনেক সময় লেখা ভাল হলেও বইয়ের কোয়ালিটি দেখে মন খারাপ হয় তাই কিছু তথ্য আপনার জন্য

-বইটির প্রচ্ছদ অনেক সুন্দর

-প্রতিটি পাতাতে উন্নত কাগজ

-বাধায় বেশ মজবুত

-পরিষ্কার পরিচ্ছন্ন লেখা ইত্যাদি বইটি পাঠে তাই আলাদা আনন্দ পাবেন ।

আরও ডাউনলোড করুন- জাফর ইকবাল বই pdf download

সংক্ষেপে উপন্যাসঃ গল্পের প্রধান চরিত্র হল , অমিত রায় । এবং প্রধান নারী চরিত্র লাবণ্য । অমিত সব মানুষতে আলাদা তার চিন্তা চেতনা সব কিছু । নিজে নীবারণ চক্রবর্তী নামে কবিতা রচনা করেন এই চরিত্রটি একটি ভবঘুরে কেমন করে সংসারী হয় তার চিত্রও বটে । বাস্তবতার কাছে মানুষের চিন্তা যে নস্যি তার প্রকাশ আমরা এখানে দেখি ।

লাবণ্যর পিতার প্রিয় ছাত্র শােভন লালের সঙ্গেই রামগড়ের পাহাড়ে বিবাহ হয় লাবণ্যর । আর কেতকী নামে একটি মেয়ের সঙ্গে অমিতের !! লাবণ্যর একটি চিঠিতে সর্বশেষ একটি কবিতা অমিতকে পাঠানাে হয় । যেখানে বলা হয় , ” হে বন্ধু বিদায় ” এই শেষ কবিতার মধ্যে শেষের কবিতা নামটি নিহিত । বইটি পড়লে সত্যি আপনি বাস্তবতাকে ভিন্ন আঙ্গিকে দেখতে পারবেন ।

উপন্যাস শুরু হয় নায়ক চরিত্রের অমিত রায়কে দিয়ে , যার বাবা ছিলেন ব্যারিস্টার । অমিত রায় – ও নিজের বাবার মতাে ব্যারিস্টার । অক্সফোর্ড এর ছাত্র , পড়াশােনার পার্ট মােটামুটি চুকিয়ে অমিত ফিরে আসে দেশে । তারপর দেশে আসার পর শুরু হয় বিয়ের তােড়জোড় !

অমিতের পরিবার বেশ ভাল ভাবে ধরে অমিতকে বিয়ে দেয়ার জন্য । কিন্তু বিয়ের ইচ্ছা থাকলেও বিয়ে করতে ঠিক রাজি নয় অমিত । কেন ? কারণ বিলেতে পড়াশােনা করে আসলেও অমিতের মত সুক্ষ্ম আর মার্জিত রুচিবােধের ছেলের বিয়ে করার জন্য মেয়ে ঠিক পছন্দ হয়না । অমিতের আশেপাশে অবশ্য মেয়েদের ভীড় কম নেই ।

Also Download:- হুমায়ূন আহমেদ এর বই সমূহ pdf download

তবে এরা সবাই আধুনিক হওয়ার এতাে কম্পিটিশনে নেমেছে যে অমিত ঠিক নিজের মনের মানুষটাকে খোঁজে পাচ্ছিলনা । অন্যদিকে অমিতের দুই বােন ‘ সিসি ‘ ও ‘ লিসি ‘ নাম শােনে বুঝে নেয়া যায় এরা কোন পর্যায়ের আধুনিক ! ভাইয়ের ঠিক উল্টো ! আধুনিকতার ছোঁয়ায় এদের যেন ঠিক মতাে চিনতে পারেনা অমিত রায় ।

যাইহােক , ভাগ্যের কোন এক যােগসূত্রে অমিত ঘুরতে যায় শিলঙ পাহাড়ে । বিষন্নতায় কাটল অমিতের কিছুটা দিন শিলঙে । তারপর … দেখা হয় ‘ লাবণ্যের ‘ সাথে ! অমিত আর লাবণ্যের পরিচয় পর্বটা বেশ মনােমুগ্ধকর , চলচ্চিত্রের অংশের মতাে । ধীরে ধীরে ভাল লাগার সৃষ্টি হয় অমিতের মনে লাবণ্যের জন্য আর সেটা প্রকাশ করতেও দেরী করেনা সে ।

লাবণ্যের মনে যে ভাল লাগা ছিলনা তা বলা যায়না । তবুও কোন এক অজানা ভয় ছিল লাবণ্যের মনে .. কি ভয় ? ভয়টা কি যথার্থ ? লাবণ্যের বাবা অবনীশ দত্তের ব্যক্তিগত লাইব্রেরিতে প্রায়ই পড়তে আসে শােভনলাল । সেখান থেকেই লাবণ্যের প্রতি ভালবাসাটা জন্ম নেয় শােভনলালের । অবনীশ দত্তের অবশ্য বেশ পছন্দ শােভনলালকে ।

অবশ্য নিজের মতামত মেয়ের উপর চাপিয়ে দেয়ার মানুষ নন অবনীশ । শিলঙ পাহাড়ে যােগমায়ার বাড়িতে এসে হঠাৎ উপস্থিত অমিতের বােন সিসি , সাথে আসে ‘ কেতকী । ‘ যােগ পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় নামটা এমন অদ্ভুত রূপ নেয় । তারপর .. কাহিনী বদলে যায় হঠাৎ করে কেন ?

কেতকীর আগমনে হঠাৎ করেই কোথায় চলে যায় লাবণ্য ? কি হয় অমিতের ? আর শােভনলাল , কি হয় সেই জ্ঞানপিপাসু শােভনলালের ? নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়ায় ‘ শেষের কবিতা বেশ গাম্ভীর্যপূর্ণ । বাংলা সাহিত্যে রােমান্সে রবীন্দ্রনাথের প্রভাব সবচেয়ে বেশি ।

আর , তার রোমান্টিক উপন্যাসের মধ্যে সবচাইতে জনপ্রিয় আর পাঠক – নন্দিত হলাে ‘ শেষের কবিতা ‘ । শেষের কবিতার কিছু লাইন আপনাকে দিবে দর্শনের পূর্ণ প্রান , আর কিছু লাইন আপনাকে ভাসাবে রােমান্সের সাগরে ।

শেষের কবিতা উপন্যাসে রবি ঠাকুরের অসাধারণ কিছু উক্তি আছে , আছে কিছু অসাধারণ চিত্র বর্নণা । যেমনঃ

( ক ) কমল – হীরের পাথরটাকে বলে বিদ্যে , আর ওর থেকে যে আলাে ঠিকরে পড়ে , তাকে বলে কালচার । পাথরের ভার আছে , আলাের আছে দীপ্তি ।

( খ ) সায়াহ্নে এই পৃথিবী যেমন অস্ত – রশ্মি – উদ্ভাসিত আকাশের দিকে নিঃশব্দে আপন মুখ তুলে ধরেছে , তেমনি নীরবে , তেমনি শান্তু দীপ্তিতে লাবণ্য আপন মুখ । তুলে ধরলে অমিতের নতমুখের দিকে ।

( গ ) সেইখানে পশ্চিমের দিকে মুখ করে দুজনে দাঁড়ালাে । অমিত লাবণ্যের মাথা বুকে টেনে নিয়ে তার মুখটি উপরে তুলে ধরলাে । লাবণ্যের চোখ অর্ধেক বােজা , কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে । শেষের কবিতা , যে উপন্যাসের কোনাে শেষ নেই : সাহিত্যপ্রেমীদের এবং সব প্রেমপােষণকারীদের বিদার এই অমর অনবদ্য প্রেমকাহিনী পড়ার সাদর আমন্ত্রণ জানাচ্ছি —-

Download Now sheser kobita by Rabindranath Tagore Book pdf