সুন্নাতে রাসূল (সঃ) ও চার ইমামের অবস্থান pdf download

Rate this post

Mohammad Shahidullah khan madani pdf books free download from tunetuni

বইঃ

সুন্নাতে রাসূল (সঃ) ও চার ইমামের অবস্থান

লেখকঃ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী
প্রকাশনীঃ তাওহীদ পাবলিকেশন্স
ফরম্যাট 500kb
প্রকাশঃ 4th Published, 2013
পেইজঃ 109
দেশঃ বাংলাদেশ
ভাষাঃ বাংলা

Shahidullah khan madani biography:

লেখক: আবূ আবদুল্লাহ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী পরিচিতিঃ আবু আব্দুল্লাহ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী , ঠাকুরগাঁও জেলার সদর থানার রহিমানপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন ।

স্বীয় গ্রামে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে দিনাজপুর উথরাইল আলিয়া মাদরাসা আলিম শেষ করে ভালভাবে আরবী শিক্ষার উদ্দেশ্যে মাদরাসা মুহাম্মাদিয়া আরাবীয়া , যাত্রাবাড়ী ঢাকায় অধ্যয়ন শুরু করেন এবং ১৯৯৬ সালে কৃতিত্বের সাথে দাওরা হাদীস সম্পন্ন করেন , পাশাপাশি বি , এ , এম , এ এবং ( ঢাকা সরকারী আলিয়া মাদরাসায় ) কামিল তাফসীর ও হাদীস সম্পন্ন করে আরাে উচ্চশিক্ষার জন্য মাদীনাহ ইসলামী বিশ্ব বিদ্যালয়ে গমন করেন ।

বিশ্ব বিদ্যালয়ে পড়ার সাথে সাথে মাসজিদে নববীতে মাদীনাহ্র বড় বড় আলিমদের নিকটও বিভিন্ন বিষয়ে শিক্ষা নেন । মাদীনাহ বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে লিসান্স ও হায়ার ডিপ্লোমা সম্পন্ন করে সউদী ধর্ম মন্ত্রণালয় কতৃর্ক দাঈ হিসাবে নিয়ােগ প্রাপ্ত হন । দেশে ফিরে এসে মাদরাসা দরুস সুন্নায় অধ্যক্ষ পদে যােগদান করেন । তিনি বর্তমান কর্মজীবনের পাশাপাশি শিক্ষা ও গবেষণায় নিয়ােজিত ।

কুরআন ও সহীহ হাদীসের আলােকে ইসলাম শিক্ষা সিরিজ তাঁর একটি অন্যতম গবেষণামূলক সিরিজ প্রকাশের পথে । তিনি বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদে উচ্চ শিক্ষায় গবেষণায়রত । আল্লাহ তার দ্বারা ইসলাম ও মুসলিম সমাজকে উপকৃত করুন । আমীন !!

সুন্নাতে রাসূল (সঃ) ও চার ইমামের অবস্থান বইয়ের একাংশঃ(Pdf download)

মাযহাব মানা ফরজ না কুরআন – সুন্নাহ মানা ফরয ? মানব জাতির পথ প্রদর্শনের জন্য আল্লাহ তা’আলা যুগে যুগে নাবী রাসূল প্রেরণ করেছেন এবং তাঁদের কাছে অবতীর্ণ করেছেন ওয়াহী ( কুরআন ও সুন্নাহ ) । এ ওয়াহী ভিত্তিক আল্লাহ ও তাঁর রাসূলের & আনুগত্যের নামই হল ইসলাম । এ ইসলাম পালন করাই কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য ফরয । ইসলাম পালন শুধু নাবী @ এর যুগ বা সাহাবী ও তাবেঈদের যুগের জন্য সীমাবদ্ধ নয় ।

বরং কিয়ামত পর্যন্ত সকল যুগে ও স্থানের মানুষের জন্য একমাত্র ইসলাম পালন করা ফরয । এ কথায় কোন মুসলমানের দ্বিমত থাকতে পারে না । দ্বিমত থাকলে সে অবশ্যই মুসলমান নয় । ইসলাম যদি এরূপই হয় ।

তাহলে কেন রাসূল ও সহাবী – তাবেঈদের যুগে কুরআন ও সুন্নাহর আলােকে যে ইসলাম মানা হতাে তা পাশে সরিয়ে রেখে বিভিন্ন নামে মাযহাব ও ত্বরীকা ( হানাফী , মালেকী , শাফেয়ী ও হাম্বলী- কাদেরীয়া , নখশবন্দিয়া ইত্যাদি ) তৈরী করা হল এবং মুসলিম উম্মার জন্য তা ফরয বা ওয়াজিব করে দেয়া হল ? মাযহাবী ও ত্বরীকাপন্থী ভাইদের অপপ্রচার আশ্চর্যের পর আশ্চর্য মনে হয় ! রাসূল © ও সাহাবীদের যুগের ইসলাম কি আজ আচল ? (Pdf download)

অচল না হলে কুরআন ও সুন্নাহর ইসলাম বাদ দিয়ে কেন এসব মাযহাব ও ত্বরীকার আবির্ভাব ? এ বিষয়ে কলম ধরলে অনেক দূর পর্যন্ত চলতে থাকবে , তাই কয়েকটি প্রশ্ন ও উত্তরের আবতারণা করেই ইতি টানতে চাই । প্রশ্ন ( ১ ) : আল্লাহ তা’আলা কি ওয়াহীর মাধ্যমে মাযহাবী ( হানাফী , মালেকী , শাফেয়ী ও হাম্বলী ) ইসলাম দিয়েছেন ? না কুরআন – সুন্নাহর ইসলাম দিয়েছেন ?

উত্তর : কুরআন সুন্নাহর ইসলাম দিয়েছেন । সকল মুসলিম সমাজ এ বিষয়ে একমত । ছিলাম কিনা ? এ প্রশ্ন করা হবে ? না কুরআন – সুন্নাহর ইসলাম পালন করেছি কিনা ? এ প্রশ্ন করা হবে ? উত্তর : কোন্ মাযহাবে ছিলাম বা না ছিলাম কখনও এ প্রশ্ন করা হবে , কিন্তু অবশ্যই প্রশ্ন করা হবে কুরআন – সুন্নাহর ইসলাম পালন করেছি কিনা ? এ বিষয়েও সকল মুসলিম সমাজ একমত ।

হে মুসলিম ভাই ও বােন ! উক্ত প্রশ্নগুলাের উত্তরে যদি সকল মুসলিম সমাজ একমত হয়ে থাকেন , তাহলে মাযহাব ও ত্বরীকার প্রচার আবার কেন ? ইমাম তাহাবী ( রহ . ) যথার্থই বলেছেন : “ অন্ধ অনুসরণের পথ হল গোড়াপন্থী জাহেল মুখের । ” ৮৪ অতএব আসুন জাহেলী ও মুখতা বর্জন করে ।

বিভ্রান্তির অপপ্রচার ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে ভয় করি এবং ইমাম আবু হানীফা , মালেক , শাফেয়ী ও আহমাদ ( রহ . ) এর প্রতি প্রদ্ধাশীল হয়ে তাদের উপদেশের আলােকে পবিত্র কুরআন ও সহীহ হাদীসকেই জীবনের সকল ক্ষেত্রে আকড়ে ধরি । কারণ শুধু কুরআন ও সহীহ সুন্নাহ – ই মানা ফরয অন্য কিছু নয় । আল্লাহ আমাদের তাওফীক দান করুন । আমীন !

shahidullah khan madani pdf
shahidullah khan madani pdf

সুন্নাতে রাসূল (সঃ) ও চার ইমামের অবস্থান বই pdf – Download

Shahidullah khan madani books pdf Download(mediafire)

How to Download pdf file from mediafire or appbox