shadin-bangladesher-obudoy-itihas by Muntassir Mamoon Book pdf download from tunetuni.
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বই রিভিউঃ Pdf Download
বইঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বই pdf
লেখকঃ মুনতাসীর মামুন এর বই Pdf
প্রকাশনীঃ সুবর্ণ প্রকাশনীর বই Pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)
ক্যাটাগরিঃ ইতিহাস বিষয়ক বই PDF
মুনতাসীর মামুন এর বই Pdf Download || Muntassir Mamoon Book pdf

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পরিধি ও পাঠ্যসূচি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস স্নাতক ও স্নাতক সম্মানের ছাত্রদের জন্য এই প্রথমবার অবশ্য পাঠ্য ( ২০১৩-২০১৪ থেকে কার্যকর করা হয়েছে । বিষয়টির পূর্ণমান ১০০ , ক্রেডিট সংখ্যা ৪।
আমরা দীর্ঘদিন বিষয়টি অবশ্য পাঠ্য করার জন্য দাবি জানিয়েছিলাম । আমরা মনে করেছি জাতীয় ইতিহাস না পড়লে একজন শিক্ষার্থী দেশ সম্পর্কে প্রায় কিছু না জেনেই ডিগ্রি পাবেন । তিনি জানবেন না স্বাধীনতার পটভূমি , মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ , মুক্তিযুদ্ধের গুরুত্ব । ১৯৭১ সালে ত্রিশ লক্ষের আত্মত্যাগ , প্রায় ছয় লক্ষ নারীর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল একটি অসাম্প্রদায়িক , ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ।
এই না জানার ফলেই গত তিন দশকে নতুন জেনারেশন মেনে নিয়েছে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যেখানে অসাম্প্রদায়িকতা , ধর্ম নিরপেক্ষতা কয়েকটি শব্দ মাত্র । এবং এ কারণেই দেশে উদ্ভব হয়েছে জঙ্গি মৌলবাদের । বিরােধিতা করা হচ্ছে যুদ্ধাপরাধ বিচারের ।
আরও ডাউনলোড করুনঃ হাজার বছরের বাঙালি সংস্কৃতি pdf
তাছাড়া জাতীয় ইতিহাস না জানলে নতুন প্রজন্ম হয়ে পড়বে শেকড়হীন । ২০১৩ সালে শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি আমাদের ( বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ] দাবির পরিপ্রেক্ষিতে একটি শুনানী করে এবং কমিটির সব সদস্য একমত হন যে , জাতীয় ইতিহাস অবশ্য পাঠ্য জরুরি ।
কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও একাডেমিক কাউ বিষয়টি উত্থাপন করেন এবং তার উদ্যোগকে সবাই সমর্থন জানান । এ পরিপ্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অবশ্য পাঠ্য হিসেবে ঘােষিত হয় । এই ঘােষণার পরপরই জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়ের পাঠক্রম তৈরির জন্য একটি কমিটি গঠন করে ।
কমিটিতে আমরা দু’জন ছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মেসবাহ কামাল , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মােঃ সেলিম , বাংলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মকফুর রহমান ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ডালিয়া আহমেদ । সিলেবাস প্রণয়নের সময় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের শুরুটা কবে থেকে হবে তা নিয়ে অনেক আলােচনা হয়েছে । অনেক বিতর্কের পর সিদ্ধান্ত হয় যে সিলেবাসটিকে কয়েকটি পর্বে ভাগ করা যেতে পারে ।
আরও খোয়াবনামা pdf downloa
তৃতীয় অধ্যায় পর্যন্ত সর্বভারতীয় এবং অভিন্ন বাংলার পরিপ্রেক্ষিতে একটি পটভূমি । দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধের পটভূমি । ১৯৪৭ সাল থেকে যার শুরু । চতুর্থ অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এর বিস্তৃতি । তৃতীয় পর্ব মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর শাসনকাল । এ সিলেবাসের শেষ ১৯৭৫ সাল । এর কারণ , দীর্ঘ লড়াইয়ের পর আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম , মুক্তিযুদ্ধের যে আদর্শে বঙ্গবন্ধু দেশ পরিচালনা করছিলেন তার সমাপ্তি ঘটে ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে ।
মুক্তিযুদ্ধের সব অর্জন নস্যাৎ করার কাজ শুরু হয় বঙ্গবন্ধু হত্যার পর । দেশে ফিরিয়ে আনা হয় দ্বিজাতিতত্ত্ব । ১৯৪৭ সাল থেকে দ্বিজাতিতত্ত্ব নস্যাৎ করার যে লড়াই তার সমাপ্তি ঘটে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয়ের মাধ্যমে । আমরা এটাকেই মনে করেছি ইতিহাসের মূল ধারা । ১৯৭৫ পরবর্তী শাসকরা প্রমাণ করতে চেয়েছেন , না এটি মূল ধারা নয় , মূলধারা দ্বিজাতিতত্ত্ব , ১৯৭১-৭৫ বিচ্যুতি ।
১৯৭৫ সালেই আবার দেশ ফিরে এসেছে মূল ধারায় । কিন্তু আমাদের তা ইতিহাস বলে না । সিলেবাস প্রণয়ন শেষ হলে আলােচনায় আসে এ পাঠক্রম সব শাখায়ই কার্যকর হবে । কলেজগুলাের অবস্থা , লাইব্রেরি , রেফারেন্স বইয়ের অভাব , শিক্ষক স্বল্পতা – সব কিছু এই শিক্ষাক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে । তখন আলােচনার ভিত্তিতে মূল ( অর্থাৎ প্রথমে প্রস্তাবিত ) পাঠ্যক্রম থেকে কয়েকটি অধ্যায় বাদ দিয়ে বর্তমান পাঠ্যক্রম অনুমােদিত হয় ( পরিশিষ্ট ১ ) যা সংযােজিত হয়েছে । কিন্তু আমরা এখনও মনে করি ১৪ টি অধ্যায়ে আমরা যে পাঠক্রম তৈরি করেছিলাম তা যুক্তিযুক্ত [ দেখুন পরিশিষ্ট -২ ] ।
ইতিহাস ও সংস্কৃৃৃতি বিষয়ক সকল বই pdf download
ছাত্রদের সুবিধার জন্য আমরা দু’জন ও মেসবাহ কামাল এবং মােহাম্মদ সেলিম একটি রেফারেন্স বই লেখার সিদ্ধান্ত নিই । এই শিক্ষা বছর ধরার জন্য সময় ছিল কম । তবুও আমরা একটি ডেটলাইন ঠিক করি । অধ্যাপক কামাল ও অধ্যাপক সেলিম অন্যত্র ব্যস্ত থাকার জন্য কাজটি সম্পন্ন করতে পারেননি ।
ভবিষ্যতে কোন নতুন সংস্করণ হলে হয়ত তারা যােগ দেবেন । তাই আমরা বর্তমান সিলেবাস অনুযায়ী কাজটি সম্পন্ন করেছি । একটি অধ্যায় শুধু বেশি সংযােজন করেছি , ছাত্রদের যা পরীক্ষার জন্য প্রয়ােজনীয় না হতে পারে কিন্তু দেশের ইতিহাস জানার জন্য জরুরি । উল্লেখ্য , এ বিষয়ে আমাদের দুজনের অনেক প্রকাশিত লেখা / বই ছিল । আমরা সে সব এখানে ব্যবহার করেছি ।
এখানে আরাে বলা প্রয়ােজন ভূমিকায় আমরা যে ধরনের পাঠক্রম চেয়েছিলাম সে আলােকেই বর্তমান অর্থাৎ ১৪ অধ্যায় ] আলােচনা করেছি । কিন্তু বইটি লেখা হয়েছে বর্তমান পাঠক্রম অনুসরণ করেই । ২ প্রথম অধ্যায়ে দেশ ও জনগােষ্ঠির পরিচয় তুলে ধরা হয়েছে ।
যে দেশের ইতিহাস আমরা পড়ছি অর্থাৎ বাংলাদেশের এবং বাঙালির , তার একটি পরিচিতি দরকার । এটি না জানলে নিজেকে জানা হয় না । এ অধ্যায়ে আমরা এ দেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলােচনা করেছি । যে বিষয়টিতে গুরুত্ব আরােপ করা হয়েছে তা হলাে এই ভূপ্রকৃতি প্রাচীন কাল থেকে কীভাবে বিবর্তিত হয়েছে এবং কীভাবে তা বাঙালি মানস গঠনে প্রভাব ফেলেছে । আলােচিত হয়েছে বাঙালির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও ভাষা ।
Pdf Download
আমাদের হয় যার ফলে দেশে এক চরম অস্থিতিশীলতা বিরাজ করছে । আমাদের মনে রাখা উচিত ধর্মের রাজনীতিকরণের ফলে ১৯৭১ সালে পাকিস্তান শুধু বিভক্তই হয়নি এখন তার অস্তিত্বও হুমকির সম্মুখীন । এ অধ্যায়টি লিখেছেন অধ্যাপক মাহবুবর রহমান । ১৯৭৫ সাল সে জন্য একটি মাইলফলক । ১৯৭৫ সাল থেকে এখন পর্যন্ত লড়াইটা চলছে পাকিস্তানীকরণ থেকে বাংলাদেশকে মুক্ত করার লড়াই ।
আমাদের গ্রন্থের শেষও এখানে । ( 8 ) প্রতিটি অধ্যায়ের জন্য বাংলা রেফারেন্স বই আছে । আমরা সব বইয়ের তালিকা না দিলেও প্রত্যেক অধ্যায়ের শেষে সহায়ক গ্রন্থের নামের তালিকা দেয়া আছে । উৎসাহী ছাত্র / পাঠক কৌতুহল মেটাবার জন্য সে সব বই পড়ে নিতে পারেন । আমরা আগেই উল্লেখ করেছি , এই কোর্সের সিলেবাস প্রণয়নের সময় ধারণা করেছিলাম এ রকম একটি পাঠ্যসূচি হলে একজন ছাত্র / ছাত্রী মােটামুটি নিজ দেশ সম্পর্কে খানিকটা জানবে ।
সে কারণে বইটি সেই পাঠ্যসূচী মেনে লেখা হয়েছে । পরবর্তীকালে আমাদের মনে হয়েছে , এ কোর্স শুধু মানবিক শাখার নয় , সব শাখাতেই অবশ্য পাঠ্য হিসেবে থাকবে । সে জন্য সব ধরনের ছাত্রছাত্রীদের কথা মনে রেখে পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে একাদশ অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে । জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমােদিত কোর্সের পাঠ্যসূচির সব কিছুই এ বইয়ে আছে । সুতরাং এ কোর্সের জন্য এ বই প্রয়ােজনীয় ।
এ বইটি ত্রিশ লক্ষ শহীদ , প্রায় ছয় লক্ষ বীরাঙ্গনা , অগণিত মুক্তিযােদ্ধা , বঙ্গবন্ধু , তাজউদ্দীন আহমদ , তাঁদের সহযােদ্ধাদের স্মরণ করে লেখা । আমরা তাঁদের কাছে ঋণী । সে ঋণ শােধ করা যাবে না , এ বইয়ের মাধ্যমে আমরা সে ঋণ শুধু স্বীকার করলাম মাত্র ।