ইফতার ও সেহরীর স্থায়ী সময়সূচী ২০২১ pdf download ramadan

Rate this post

জেলা ভিত্তিক সেহরি ও ইফতারের সময়সূচি pdf download 2021 from tunetuni.

জেলা ভিত্তিক সেহরি ও ইফতারের সময়সূচি ক্যালেন্ডার ২০২১ ॥ ইফতার ও সেহরীর স্থায়ী সময়সূচী ২০২১ pdf download. রমজানের সময় সূচি 2021

ramadan calendar 2021 in bangladesh || ramadan timetable 2021 bangladesh

‘ হে বিশ্বাসীগণ ! তােমাদের উপর ছিয়াম ফরয করা হ’ল যেমন তােমাদের পূর্ববর্তীদের উপর তা ফরয করা হয়েছিল ; যাতে তােমরা মুত্তাক্বী বা আল্লাহ ভীরু হ’তে পার ’ ( বাক্বারাহ ১৮৩ ) । ‘ সূর্যাস্তের সাথে সাথে ছায়েম ইফতার করবে ‘ ( বুখারী , মিশকাত হা / ১৯৮৫ ) ।

বাংলাদেশ আবহাওয়া বিভাগের নির্ঘণ্ট অনুযায়ী ঢাকার সময়ের সাথে অন্যান্য যেলা সমূহের পার্থক্য মাসে একাধিকবার পরিবর্তিত হয় । সেকারণ সঠিক সময় নির্ধারণের লক্ষ্যে রামাযান মাসের ইফতারের সময় সূচীকে ১-১০ , ১১-২০ ও ২১-৩০ এই তিন ভাগে দেখানাে হয়েছে । [ যেলা ভিত্তিক সময়সূচী [ ঢাকার আগে ( – ) ও পরে ( + ) ]

সৌজন্যে : বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ

pdf download

রমজানের সময় সূচি 2021 || সকল জেলা ভিত্তিক রমযান মাসের ইফতারি ও সেহরির ক্যালেন্ডার || ইফতার সেহরীর স্থায়ী সময়সূচী pdf download

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য । আল্লাহরই কাছে সাহায্য , ক্ষমা ও হেদায়াত কামনা করছি । আমাদের সর্বপ্রকার ক্ষতি ও মন্দ কাজ হতে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি । আল্লাহ যাকে হেদায়াত দেন তাকে কেউ বিপথগামী করতে পারে না , আর যাকে তিনি বিপথগামী করেন তাকে কেউ হেদায়াত করতে পারে না ।

আমি সাক্ষ্য দিচ্ছি যে , আল্লাহ ছাড়া আর কোনাে সত্য ইলাহ ( মা’বুদ নেই এবং ( কোনাে ক্ষেত্রেই ) তাঁর কোনাে শরিকও নেই । আরাে সাক্ষ্য দিচ্ছি যে , মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাহ ও রাসূল ।

অতপর আল্লাহ রাব্বল আলামীন তাঁর বান্দার উপকারের জন্য ভাল কাজের একটি মওসুম উপহার দিয়েছেন । এ মওসুমে ভাল কাজের সওয়াব বেড়ে যায় ও মন্দ কাজ কমে যায় এবং বান্দার মান – মর্যাদা বৃদ্ধি পায় । মুমিনদের হৃদয় – মন আল্লাহর দিকে আবিষ্ট হয় । আল্লাহর ফরকৃত ইবাদাতসমূহের মধ্যে রমযান মাসে রােযা পালন করা একটি অন্যতম ইবাদাত । (Pdf download)

আল্লাহ তাআলা বলেনঃ “ তােমাদের উপর ( রমান মাসে ) সওম ফরয করা হয়েছে যেমনভাবে তােমাদের পূর্ববর্তীদের উপর তা ফরয করা হয়েছিল । আশা করা যায় যে , তােমরা তাকওয়া অর্জন করতে পারবে । ” -সূরা আল বাকারা ঃ ১৮৩

রােযা যেহেতু বিশাল গুরুত্বপূর্ণ ইবাদাত , সেহেতু রােযার সাথে সংশ্লিষ্ট হুকুম আহকামসমূহ জেনে নেয়া আবশ্যক । মুসলমানদের উচিত ফরয , ওয়াজিবসমূহকে জানা ও পালন করা , হারামসমূহকে বর্জন করা আর যেগুলাে মুবাহ ( জায়েয ) সেগুলাে থেকে নিজেকে বিরত রেখে মনকে সংকোচিত না করা ।

ইফতার ও সেহরীর স্থায়ী সময়সূচী ২০২১ pdf download

#ramadan_timetable #ramadan #রমজানমাস