প্লেটোর রিপাবলিক pdf download | প্লেটোর রাজনৈতিক বই pdf

Rate this post

plator republic book by Sarder Fajlul Karim pdf download from tunetuni.

প্লেটোর রিপাবলিক রিভিউঃ(Pdf Download)

বইঃ প্লেটোর রিপাবলিক বই Pdf

লেখকঃ সরদার ফজলুল করিম এর বই Pdf

প্রকাশনীঃ মাওলা ব্রাদার্স বই Pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাই(PDF)

ক্যাটাগরিঃ প্লেটোর বই pdf, রাজনৈতিক বই PDF

প্লেটোর রিপাবলিক pdf download

প্লেটোর রিপাবলিক pdf download

প্লেটোর রাজনৈতিক বই pdf Download

প্লেটো গ্রিক সভ্যতার এক উজ্জ্বল নক্ষত্র।তিনি ছিলেন সক্রেটিসের ছাত্র এবং এরিস্টটলের শিক্ষক।এই ছাত্রশিক্ষকরাই যে তাদের প্রজ্ঞা ও সৃজনক্ষমতা দিয়ে পৃথিবীর মানুষের চিন্তাভাবনাকে আজও প্রভাবিত করে চলছেন সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই । মানা হয়ে থাকে , প্রচীন গ্রিসে অগড়াইহাজার বছর পূর্বে পশ্চিমা দর্শনের ভিত রচনা হয়েছিল । আর এ কৃতিত্বের বেশির ভাগই প্লেটোর হাতে।

কালের যাত্রায় তার লিখা অসংখ্যা গ্রন্থের মধ্যে মাত্র গুটিকয়েক এ কাল পর্যন্ত এসেছে।তার মধ্যে ‘ রিপাবলিক ‘ অন্যতম । প্লেটোর লেখা ‘ আইনকানুন ‘ কে সর্ববৃহৎ সংলাপ ধরা হলে রিপাবলিক ‘ দ্বিতীয় বৃহত্তম সংলাপ।তার সব গ্রন্থই সংলাপ আকারে লিখা।এ কারনে বলা যায় প্লেটো তার কোনাে ধারনা বা মতবাদই সরাসরি কারাে উপর চাপিয়ে দেননি কিংবা অপ্রমাণিত রাখেননি।

তিনি এ সংলাপের মাধ্যমেই তার কথাগুলােকে প্রমানের পথে নিয়ে গিয়েছেন । ‘ রিপাবলিক ‘ এর ইংরেজি অনুবাদক অধ্যাপক বেনজামিন জোয়েট ‘ রিপাবলিক ‘ এর মূল্যায়ন করতে যেয়ে বলেছেন , ” রিপাবলিকের মধ্যে প্লেটোর দৃষ্টির যে বিস্তার দেখতে পাই এবং সংলাপরীতি উৎকর্ষের যে চরম সাফল্য রিপাবলিকে অর্জিত হয়েছে তার নিদর্শন অপর কোন সংলাপে নেই । ” তিনি আরও বলেন , ” রিপাবলিককে কেন্দ্র করেই অপর সব সংলাপ গ্রথিত হয়েছে।

আরও ডাউনলোড করুনঃ অসমাপ্ত আত্মজীবনী pdf download

রিপাবলিকে বিশেষ করে রিপাবলিকের পঞ্চম , ষষ্ঠ এবং সপ্তম পুস্তকে প্রাচীন দর্শনের সাফল্যের চরমবিন্দু যেন অর্জিত হয়েছে । ” রিপাবলিক গ্রন্থটি সাধারণত দশটি পুস্তকে বিভক্ত এবং এ দশটি পুস্তক আবার সর্বমােট পঁচিশটি অধ্যায়ে ভাগ করা হয়েছে।

প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা নাম রয়েছে । ‘ রিপাবলিক ‘ সংলাপের প্রধান আলােচ্য বিষয় হচ্ছে – ন্যায়।ন্যায় কী ? মানব সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা কিভাবে করা যায় ? প্লেটো ন্যায়ের এ সংজ্ঞা নির্ধারন করতে যেয়েই রাষ্ট্রীয় সংগঠনের প্রশ্নটি এনেছিলেন । কারণ তিনি মনে করতেন , রাষ্ট্রের একক হলাে ব্যাক্তি , যদি রাষ্ট্রের মধ্যে ন্যায়কে অন্বেষণ করা সম্ভব হয় , তাহলেই ব্যাক্তি পর্যায়ে ন্যায়কে খুজে পাওয়া সহজ হবে।

আর এ পদ্ধতিতে অগ্রসর হতে গিয়ে তিনি আদর্শ রাষ্ট্রের ধারণা সামনে নিয়ে আসেন।এবং এ আদর্শ রাষ্ট্রকে কল্পনায় রেখে তিনি ন্যায়ের অন্বেষণ করেন।এবং এ অং : দর্শ রাষ্ট্রের মধ্য দিয়ে তিনি – রাষ্ট্রের অভিভাবকদের শিক্ষা , মেয়ে পুরুষ সমতা , যৌথ পরিবার ও বিবাহ , দার্শনিক শাসক : দার্শনিকের সংজ্ঞা , দার্শনিকের শিক্ষা , জ্ঞান – ধারণার তুলনা ইত্যাদি বিষয় নিয়ে আলােচনা করা হয় ।

এ বইয়ের সপ্তম পুস্তকে প্লেটো যথার্থ জ্ঞান বা উচ্চতর দর্শন নিয়ে আলােচনা করতে গিয়ে তার বিখ্যাত ” গুহার রূপক ( Allegory of the Cave ) ” উপস্থাপন করেন।যাতে তিনি প্রকৃত সত্যের সন্ধান পাওয়া মানুষের প্রতি অন্ধকারাচ্ছন্ন মানুষের আচরনের দিকটি তুলে ধরেন।যা আড়াইহাজার বছর পর আজও অত্যন্ত প্রাসংগিক । এ বইয়ের অষ্টম পুস্তক আরেকটি বিস্ময় !

এখানে তিনি দেখিয়েছেন কিভাবে তার কল্পিত অ : দর্শ রাষ্ট্রের পতন ঘটবে এবং এ পতনের মাধ্যমে কি ধরনের সরকার ব্যবস্থাগুলাে আসতে পারে তার একটি সুনির্দিষ্ট মত তিনি পেশ করেছেন।এবং এ অধ্যায়ের আরেকটি আশ্চর্যের বিষয় হলাে আমাদের বর্তমানের বহুল গ্রহণযােগ্য গনতান্ত্রিক সরকার ব্যবস্থাকে প্লেটো নিকৃষ্টতার দিক থেকে দ্বিতীয়তে স্থান । দিয়েছেন।এবং কেন দিয়েছেন তা এই বইটি পড়লেই বুঝতে পারবেন ।

সর্বোপরি ‘ রিপাবলিক ‘ একটি বিপুলাকার সংলাপ গ্রন্থ।যারা প্লেটোকে বুঝতে চান , তার জ্ঞান , তার আলাে , তার স্বপ্ন কাছ থেকে অনুভব করতে চান তাদের জন্য এ বইটি সত্যিই গুরুত্বপূর্ণ । আর এ বই নিয়ে বলার সময় একজন মানুষকে নিয়ে না বললে অসম্পূর্ণ রয়ে যাবে।তিনি হলেন শ্রদ্ধেয় অনুবাদক সরদার ফজলুল করিম ।

আমি মনে করি তিনি এ বইয়ের অনুবাদে কোন অসম্পূর্ণতা রাখেননি।তিনি অত্যন্ত সহজ ও সাবলিল ভাষায় বইটি অনুবাদ করেছেন । পৃষ্ঠার নিচে ফুটনােট এবং প্রতিটি অধ্যায়ের শুরুতে সে অধ্যায়ের উপর তার বিশ্লেষণ ‘ রিপাবলিক ‘ কে বােঝা সহজ করেছে ।

Download Now Plator republic book pdf

Download