অপারেশন নীলাঞ্জনা-মুহম্মদ জাফর ইকবাল pdf download

Rate this post

muhammad zafar iqbal “operation-nilanjona” book pdf downloal from tunetuni. Download ami topu book and bono balika also.

অপারেশন নীলাঞ্জনা বই বিবরনঃ(Pdf Download)

বইঃ অপারেশন নীলাঞ্জনা বই PDF

লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল বই PDF

প্রকাশনীঃ অনুপম প্রকাশনী এর বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ মুহম্মদ জাফর ইকবাল বই PDF, উপন্যাস

অপারেশন নীলাঞ্জনা pdf download || operation nilanjona book pdf

pdf download

মুহম্মদ জাফর ইকবাল এর বই pdf

অপারেশন নীলাঞ্জনা উপন্যাসের একাংশঃ(Pdf Download)

বিকাল বেলা আমি কেবিন থেকে বের হয়েছি । রিসাের্টের ভিতর একটা ছড়ার মত আছে । সেখানে ছােট – বড় পাথর । পাথরের পাশে দিয়ে পানি যাচ্ছে । পানির একটা সুন্দর শব্দ আছে । মামার কাছ থেকে আমি এগুলাে শিখেছি । ছােটখাটো জিনিস উপভােগ করা ।

মামা কিছু না করে চুপচাপ বসে থাকে , বসে বসে কিছু একটা চিন্তা করে । আমি আগে এটা কাউকে করতে দেখি নাই , এখন আমিও মাঝে মাঝে চেষ্টা করি । কিছু না করে চুপচাপ বসে কিছু একটা ভাবি । আমার ভাবনাগুলি অবশ্য ঠিক হয় না । সব রকম উল্টাপাল্টা চিন্তা মাথার মাঝে আসতে থাকে ।

আমি ছড়ার কাছে একটা বড় পাথরের ওপর বসেছি । পা দুটো পানিতে ডুবিয়ে রেখেছি । ঠান্ডা পানি পায়ে সুড়সুড়ি দিয়ে যাচ্ছে বেশ ভালােই লাগছে । চোখের কোনা দিয়ে মিথিলাকে খুঁজছিলাম , তখন তাকে দেখলাম । দূরে একটা বেঞ্চের ওপর বসে আছে , পাশে আরেকটা ছেলে ।

আমার বয়সী , চোখে চশমা । চেহারার মাঝে একটা ভালাে ছেলে ভালাে ছেলে ভাব । এই ছেলেটাকে আগে দেখি নাই , মনে হয় নূতন এসেছে । ঠিক কী কারণ জানি না , মিথিলার পাশে এই নূতন ছেলেটাকে দেখে আমার একটু হিংসা হল । একটু রাগও হল । কার ওপর রাগ কে জানে । ভাইয়া হলে এতােক্ষণে তাদের কাছে গিয়ে পরিচয় দিয়ে কথা বলা শুরু করত ।

কিছুক্ষণের মাঝে বন্ধুত্ব হয়ে যেত । আমি পারি না । কথাই বলতে পারি না । মিথিলার সাথে একটু কথাবার্তা হয়েছে তার কারণ মিথিলা নিজ থেকে কথা বলেছে – আমি নিজে হলে কখনােই পারতাম না । কাজেই আমি বুঝে গেলাম মিথিলা এখন এই চশমা পরা বড়লােকের ভালাে ছেলের সাথে সময় কাটাবে ।

আগে বানরের বাচ্চাটার খবর নেওয়ার জন্য মিথিলা মাঝে মাঝে আসত , এখন বাচ্চাটাও নাই তাই মিথিলা সেইজন্যও আসবে না । না আসলে নাই , আমি এসেছি মামার সাথে থেকে বােহেমিয়ান হওয়ার ট্রেনিং নিতে সেটাই নিতে থাকব । কাজেই আমি ছড়াতে পা ডুবিয়ে চোখ বন্ধ করে আকাশ – পাতাল চিন্তা করতে থাকলাম ।

পানির ঝির ঝির শব্দটার মাঝে মনে হয় এক ধরনের জাদু আছে , আমি একটু অন্যমনস্ক হয়ে গেলাম ! “ এই নুরু ! বসে বসে ঘুমাচ্ছ নাকি ? ” মিথিলার গলার স্বর শুনে আমি চোখ খুলে তাকালাম । মিথিলা আর সেই ছেলেটা ছড়ার পাশে এসে দাঁড়িয়েছে । ছেলেটা ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে ।

বােঝাই যাচ্ছে আমাকে যাচাই করে দেখছে ! আমিও পানি থেকে উঠলাম , তারপর নূতন ছেলেটার দিকে তাকিয়ে তাকে যাচাই করার চেষ্টা করতে থাকলাম । ছেলেটার চেহারা খুব ভালাে , তবে চেহারা ভালাে হলেই মানুষ ভালাে হয় সেরকম কোনাে প্রমাণ নাই । ঠোটদুটো একটু সরু , যারা একটু নিষ্ঠুর হয় তাদের ঠোট নাকি সরু হয় । চোখে চশমা থাকার কারণে একটু ভালাে ছেলে ভালাে ছেলে ভাব চলে এসেছে ।

মিথিলা এই ছেলেটাকে দেখিয়ে বলল , “ নুরু এই হচ্ছে টিটন । নূতন এসেছে , আমাদের পাশের কেবিনে উঠেছে । আর টিটন এই হচ্ছে নুরু আমি তােমাকে যার কথা বলেছিলাম । ” আমার কথা কি বলেছিল কে জানে ! আমার সম্পর্কে কখনাে ভালাে কিছু বলা হয় না , কিন্তু এখানে এসে এখন পর্যন্ত কোনাে ঝামেলা পাকাই নাই – তাই খুব খারাপ কিছু বলার মত এখনাে কিছু হয় নাই ।

বড়লােকের ছেলেটা তার সরু ঠোট চিবিয়ে বলল , “ ও আচ্ছা , ঐ যে বিড়ালকে মেরেছিল ? ” এমন ভাবে বলল যে আমি একটা পােষা বিড়ালের বাচ্চাকে পিটিয়েছি । আসলে সেটা ছিল বড়ােসড়াে বনবিড়াল , যখন লাঠি দিয়ে ঘা দিয়েছিলাম তখন ভেবেছিলাম চিতাবাঘ ।

আর শুধু পিটানাের জন্য পিটাইনি , ছােট্ট একটা বানরের বাচ্চাকে বাঁচানাের জন্য পিটিয়েছিলাম । সবচেয়ে বড় কথা সেজন্য এই ছােট বানরের বাচ্চাটা বেঁচে গিয়েছিল এবং সে এখন নিশ্চয়ই তার মায়ের বুকে ঝুলে থেকে বনে – জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে । এই ছেলেটা এই পুরাে ব্যাপারটাকে তামাশার মত করে ফেলেছে ।

আমি কিছু বললাম না , ছেলেটা তখন বলল , “ তার মানে তুমি হচ্ছ বিড়াল মারা বীর ! সংক্ষেপে বিএমবি । মি . নুরু বিএমবি ! ” ছেলেটা আমাকে নিয়ে ফাজলামাে শুরু করেছে । যতো পারে করুক করুক । এর ফল ভােগ করতে হবে । আমি মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারি না কিন্তু কাউকে সাইজ করতে আমার মত এক্সপার্ট খুব বেশি নাই ।

মিথিলা কথাটাকে ঘােরানাের চেষ্টা করল । বলল , “ নুরুর মামা হচ্ছে । কবি ! সত্যিকারের কবি । ” টিটন নামের ছেলেটা মাথা নাড়ল , বলল , “ ও আচ্ছা ! তাই নাকি ? লম্বা লম্বা চুল আছে ? ”

বই রিভিউ দেখুন

Download operation nilanjona by muhammad zafar iqbal Book pdf

Download

#mohammad_zafar_iqbal #pdfbook #pdf_download #novel_book