অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক pdf book

Rate this post

খলীলুর রহমান বিন ফযলুর রহমান এর বই “অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক” Pdf book free download from tunetuni.

অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক বইয়ের বিবরনঃ-(Pdf book)

বইঃ অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক

লেখকঃ খলীলুর রহমান বিন ফযলুর রহমান

প্রকাশনীঃ তাওহীদ পাবলিকেশন্স

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ ইসলামিক বই PDF

অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক pdf book

খলীলুর রহমান বিন ফযলুর রহমান এর বইয়ের একাংশঃ(Pdf book)

মানব জাতিকে আল্লাহ জ্বিনদের স্থলাভিষিক্ত খালীফাহ হিসাবে তার এ পৃথিবীতে পূনঃরায় তাঁর দাসত্ব কায়েমের লক্ষে প্রেরণ করেন । কিন্তু মানব জাতিও তাদের পূর্বসরীদের মতাে আল্লাহর নাফরমানী | ফিনাহ বা শির্কে লিপ্ত হয়ে পড়ে । ফিত্নাহ বা শির্কে জর্জরিত এ কুষ্ঠব্যধি থেকে রক্ষার জন্য মহান আল্লাহু যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেন । তাঁর ক্রমধারা শেষ নবী ও রসূল মাটির তৈরী মহামানব আবুল কাসিম মুহাম্মাদ বিন আবদিল্লাহ ( সাঃ ) -এর শেষ হয়ে যায় । প্রতিষ্ঠিত হয় আল্লাহর দুনিয়ায় আল্লাহর খালিস | গােলামী ।

কিন্তু স্বর্ণের কয়েক যুগ গত হয়ে যাওয়ার পর আল্লাহ | খালিস গােলামীর মাঝে ঢুকে পড়ে সেই ফিত্নাহ নামক শির্ক ও | বিদআত । আল্লাহর রাজত্বে তাঁর দাসত্ব বজায় রাখার জন্য আল্লাহ তার নাবী | ( সাঃ ) -এর পর তাঁর উম্মাতকে স্থলভিষিক্ত করেন এবং তাওহীদ প্রচারের মহান দায়িত্ব তাদেরকেই ন্যস্ত করেন । সে দায়িত্ব যুগে যুগে পালনের লক্ষে আল্লাহ অসংখ্য মুহাক্কিক , মুহাদ্দিস , মুজাদ্দিদ প্রেরণ করেন এবং তার একাত্ববাদের পতাকা উড্ডিন রাখেন । (Pdf Book)

এরপরও বিশ্বে ত্রিত্ববাদ সভ্যতা বন্ধুরূপী শাইতন , খান্নাসের প্রলােভন ও চতুরমুখী ষড়যন্ত্রে পতিত হয়ে মুমিন মুসলিম সেই । | শির্ক নামক ব্যধিতে আক্রান্ত হয়েছে । এ দুর্বলতার সুযােগ নিয়ে তাদের ঘাড়ে চেপে বসেছে বার বার নমরূদ , আবু জাহাল , | ফিরআউন , হালাকু – চেঙ্গিসের উত্তরাধিরা । এ তগুতীশক্তিকে পরাস্ত করে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত করতে হলে মুসলিম |

জাতিকে আবারও গা – ঝাড়াদিয়ে পূর্ণ খালিস – নিষ্ঠার সাথে আল্লাহর দাসত্বকে কায়িম করার লক্ষ্যে শির্ক বিদআত মুক্ত হয়ে আল্লাহর রঞ্জুকে আঁকড়ে ধরে খালিদ বিন ওয়ালীদ , মুহাম্মাদ বিন কাসিম , সালাহুদ্দীন আইয়ুবী , শাহ ইসমাঈল শহীদ ও তীতুমীরের ন্যায় ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর গােলামী কায়িম ( প্রতিষ্ঠার লক্ষে । তাহলেই ঘাড়ে গেড়ে বসা ততী শাইতনের | অপ – শক্তিকে জাহান্নামের গহীণে প্রক্ষিপ্ত সম্ভব ।

আজ শতদাবিভক্ত মুসলিম জাতিকে ঈমানদারীর সাথে কুফরী ও মুশরিকী ‘ আমল পরিহার করে নিষ্ঠার সাথে ওয়াহীর সভ্যতাকে জীবনে রূপ দিয়ে অপরকে এ পতাকাতলে নিয়ে আসার কঠোর প্রচেষ্টা করতে হবে । আয়নাতুল্য মু’মিন , অপর মুমিনের ক্রটি | শুধরিয়ে দিয়ে ঈমান বৃদ্ধির কাজে লিপ্ত হতে হবে , যাতে পরস্পরের | ঈমান মজবুত হয় ।

কেননা মহান আল্লাহ বলেন ? মুমিন লােক এমন যে , যখন আল্লাহর নাম ঘােষণা করা হয় তখন | তাদের অন্তর ভীত হয়ে পড়ে । আর যখন তাদের সামনে আল্লাহর কালাম ( আয়াত ) পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায় এবং তারা তাদের প্রভূর উপর নির্ভরশীল হয়ে যায় । ( সূরা ঃ আল – আনফাল- ২ ) (Pdf Book)

প্রিয় পাঠক ! আর ঈমান বৃদ্ধির লক্ষ্যে ও নিজেদের পরস্পর ভুল – ত্রুটি মােচনের জন্যই আমার এ প্রয়াস । সূরা ইউসূফ ১০৬ নং | আয়াতের ভাবার্থকেই এ পুস্তকের নামকরণ করা হলাে এবং কুরআন ও সহীহ হাদীস থেকে শির্কের বহু বিষয় তুলে ধরা হলাে- যাতে | ফিত্রায় আচ্ছন্ন জাতি উপকৃত হতে পারে ।

পুস্তকটি সংকলনে প্রতিটি বিষয়ে কুরআন এবং হাদীস থেকে প্রমাণ দেয়ার ব্যাপারে কোন ত্রুটি ছিল না । তারপরও যদি সংকলনের মধ্যে কোন ক্রটি কারও নজরে আসে তবে আমাকে জানালে নিজের | ভুল সংশােধনে কার্পণ্য করবাে না- ইনশাআল্লাহ এবং পূর্ণ মুদ্রণে সংশােধিত আকারে প্রকাশ করারও সুযােগ মিলবে ।

আল্লাহ আমাদের সকল মুসলিম মুমিনদের যাবতীয় ফিত্নাহ হতে মুক্ত | রেখে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠার সাথে তার গােলামী করার তাওফীক দান করুন- আমীন ।(Pdf Book)

অন্যান্য ইসলামিক বইসমূহ ডাউনলোড করুনঃ-

মুজাফফর বিন মুহসিন সকল বইয়ের পিডিএফ || ডঃ মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব || শহীদুল্লাহ খান মাদানী || ড. আবূ বকর মোঃ জাকারিয়া মজুমদার || আব্দুর রাজ্জাক বিন ইউসুফ || আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী || ব্রাদার রাহুল হোসেন || ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর || আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক||ডা:জাকির নায়েক

অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক pdf book | খলীলুর রহমান বিন ফযলুর রহমান বই পিডিএফ ডাউনলোড

Download

যেভাবে ফাইলটি ডাউনলোড করবেন –দেখুন