nisongotar aksho bochor book by Gabriel Garcia Marquez pdf download from tunetuni.
নিঃসঙ্গতার একশ বছর রিভিউ (Pdf Download)
বইঃ নিঃসঙ্গতার একশ বছর বই Pdf
লেখকঃ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বই pdf
প্রকাশনীঃ সন্দেশ বই pdf
অনুবাদকঃ জি এইচ হাবীব এর বই PDF
ফরম্যাটঃ পিডিএফ ফাই(PDF)
ক্যাটাগরিঃ চিরায়ত উপন্যাস pdf
নিঃসঙ্গতার একশ বছর pdf download

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বই pdf Download
নিঃসঙ্গতার একশ বছর এর কাহিনী
বুয়েন্দিয়া নামের একটি পরিবারের সাত প্রজন্মের গল্প বলা হয়েছে এ উপন্যাসে । দক্ষিণ আমেরিকার কোন এক দুর্গম অঞ্চলে তারা ” মাকান্দো ” নামে একটি বসতি স্থাপন করে । এই ভূখণ্ডে পরিবারটির সাতটি প্রজন্মের জীবন ও জীবিকা , প্রেম ভালােবাসা -রিরংসা -অজাচার , সমকালীন রাজনীতি , এবং সেই রাজনীতিতে পরিবারটির বিভিন্ন সদস্যের সম্পৃক্ততা এবং তার প্রভাব ফুটিয়ে তােলা হয়েছে ৷
উপন্যাসটিতে gypsy বা বেদেদের বিশেষ করে মাকান্দো গ্রামে আসা জিপসিদের নেতা মেলকিয়াদেসের একটা বড় ভূমিকা রয়েছে ৷ ” বেদে ” কথাটি শুনলেই আমাদের মনে যে একান্তই দেশি , সাপের – খেলা দেখানাে , নৌকায় নৌকায় দলবেঁধে ভেসে চলা মানবদলটির কথা আসে তা থেকে উক্ত জিপসিরা অনেক আলাদা । !
এই বুয়েন্দিয়া পরিবার ও তার গৃহকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদে ইউরােপীয় মধ্যযুগের শেষের দিকের শিল্প ও বিজ্ঞান -বিল্পবের তৈজসপত্র যেমন আমদানি হয়েছে , তেমনি এরােপ্লেনের যুগ পর্যন্ত পরিবারটিকে এবং সেইসাথে জনপদটিকে পশ্চিমী ধনতান্ত্রিক সভ্যতার চরম ও পরম ভােগ এবং তাড়নার সৃষ্টি করেছে ।
Also Download:- দ্য টিন ড্রাম pdf download
লৌকিক বিন্যাসের আরেকটি উল্লেখযােগ্য দিক হচ্ছে , কেন্দ্রীয় পরিবারটি ঘিরে যতগুলাে চরিত্রের আবির্ভাব হয়েছে এরা একটা নিদারুণ নিঃসঙ্গতা বা একাকিত্বের শিকার । এরা বাইরের জগতের সাথে যুক্ত হয়েও খুব নির্মমভাবে Isolatedা কেন্দ্রীয় পরিবারটির প্রত্যেকটি চরিত্রই বস্তুতপক্ষে নিজ নিজ গন্ডির মধ্যে বন্ধ । যা পাঠকের স্নায়ুকোষে ঝিম ধরিয়ে দিতে সক্ষম ।
এই উপন্যাসের প্রতিটি চরিত্রই তাদের প্রাগৈতিহাসিক খিদে মিটিয়ে নিতে বাস্তববুদ্ধি , সময়জ্ঞান , দৈনন্দিন জীবনের ছন্দ হারিয়ে ফেলে । তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি , ১৮+ পাঠক হলে ফিকশনটার Height এবং Depth প্রােপার অনুধাবন করতে পারবেন ।
উপন্যাসের লৌকিক বিন্যাসের ফাঁকে ফাঁকে আরও কয়েকটি ঘটনা বর্ণিত হয়েছে , সেগুলােকে অতিপ্রাকৃত বলা যায় । যেমন পরিবারের সবচেয়ে সুন্দরী ও অভিমানী কন্যা যখন আঙ্গিনায় ঘুরছিল , তখন কে যেন তাকে আকাশ থেকে টেনে নিয়ে চলে যায় ।
পরিবারের এক ছেলে যখন আলাদা বাড়িতে বন্ধ ঘরে অপঘাতে বন্দুকের গুলিতে মরলাে , তখন তার রক্তের ধারা মায়ের বাড়ির দরজা পর্যন্ত গড়িয়ে এসে মৃত্যুর কথাটা জানিলে দিলাে ৷ এরকম আরাে অনেক সুপারন্যাচারাল ব্যাপারগুলাে সাহিত্যখেকো পাঠকের তরল মনে দাগ ফেলে যাবে ।