unity of the muslim ummah by zakir Naik pdf download fro Tunetuni.
মুসলিম উম্মার ঐক্য pdf download
বইটির বিবরণঃ

বইঃ মুসলিম উম্মাহর ঐক্য pdf
লেখকঃ ডা. জাকির নায়েক বই pdf
অনুবাদকঃ হাফেয রায়হান কাবীর বিন আব্দুর রহমান বই pdf
প্রকাশণীঃ তাওহীদ পাবলিকেশন্স বই pdf
ডা. জাকির নায়েক এর বই pdf download
মুসলিমদের মাঝে একতা
আজকের বিশ্বে অত্যান্ত গুরুত্বপূর্ণ যে ইস্যু তা হল , মুসলিম উম্মার মধ্যে একতা । সামান্য কয়েকজন মুসলিম বিশ্বাস করে যে , কুরআন অর্থ না বুঝে পড়লেও চলবে । তবে বেশির ভাগ – ই মনে করে কুরআন অর্থ বুঝে পড়তে হবে । সামান্য কিছু মুসলিম বলে দাওয়াহ ( দ্বীনের পথে আহবান ) দেওয়ার প্রয়োজন নেই । তবে বেশির ভাগ বলে দাওয়াহ দেওয়া উচিত । যার কারণে এই আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
এই বিষয়টির সাথে আমরা সব মুসলিম জড়িত আছি । আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই বিষয়টি গুরুত্ব সহকারে অনুধাবন করার চেষ্টা করবেন । ইনশা আল্লাহ ! আপনাদের উপকার হবে । আর পাশা – পাশি ধর্মের সত্যিকার চিত্রটা তুলে ধরা হবে । আমার লেকচারটি হল মুসলিম উম্মার একতা সম্পর্কে । আমি হয়তো সবগুলো দিক নিয়ে আলোচনা করতে পারব না । তবে প্রধান প্রধান বিষয়গুলো উল্লেখ করব ।
মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ না থাকার কারণ ১ নং : মুসলিম উম্মার মধ্যে একতা না থাকার অন্যতম কারণ হল আমাদের মাঝে অনেক সম্প্রদায় । এছাড়া এখনকার মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো মতবাদ প্রচলিত রয়েছে । এটাকে বলতে পারেন মাযহাব , অথবা বলতে পারেন মাসলাক , কিংবা বলতে পারেন মুসাল্লা । তাহলে প্রধান কারণ হচ্ছে মুসলিম উম্মার মধ্যে এখন অনেকগুলো সম্প্রদায় । অনেক মতবাদ ।
মুসলিম উম্মাহর ঐক্য pdf download
দাওয়াত দেয়ার কৌশল
আপনারা হয়তো জানেন দাওয়াত দেয়ার মাষ্টার কি , অথবা ইসলাহ দেওয়ার হিকমত কী ? এবার দ্বিতীয় প্রশ্ন : তা হল , পবিত্র কুরআনের পরে সব চেয়ে সেরা জ্ঞানের উৎস কোনটি ? উত্তর আসবে নবী ( ) এর হাদীস । এতে কোন রকম মতভেদ নেই । এটাকে কেউ বলে সুন্নাহ কেউ বলে হাদীস । কোন মতভেদ নেই । সবাই একথাকে মেনে নিবে কোন সন্দেহ নেই , চাই সে ব্যক্তি যে কোন মাযহাবের – ই হোক না কেন ।
সে মেনে নিবে ইসলামের প্রথম উৎস কুরআন , এরপর হাদীস । এখন , আপনারা হয়তো অনেকে জানেন যে , হাদীসের প্রকারভেদ আছে । কিছু হল সহীহ হাদীস । এ হাদীসগুলো হল শক্ত হাদীস , খাঁটি । আর কিছু হাদীস আছে যেগুলো যঈফ হাদীস , এগুলো হল দূর্বল হাদীস । কিছু হাদীস আবার মাওযু , উদ্ভাবিত বানানো হাদীস । মুসলিমরা কোন হাদীসগুলো মেনে চলবে ? সহীহ হাদীস ।
তাহলে আমরা যে বিষয়টি জানতে পারলাম তা হল ইসলামের প্রথম উৎস আল কুরআন , দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস হল নবী ( ) এর হাদীস । নবীজির বিভিন্ন কথা ও কাজ । এই হাদীসগুলোর মধ্যে আমরা যেগুলো মানবো সেটা হল সহীহ হাদীস , কোন মতভেদ নেই ৷ Also