মাশরুম চাষ বই pdf book | মাশরুম চাষ পদ্ধতি বই pdf

Rate this post

Mushroom cultivation book in Bengali pdf download from tunetuni.

মাশরুম চাষ বই pdf book download

pdf download

বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের মাধ্যমে যে ব্যাঙের ছাতা উৎপাদিত হয় , তা অত্যন্ত পুষ্টিকর এবং বিশ্বে সবজি হিসেবে অত্যন্ত জনপ্রিয় । এই ব্যাঙের ছাতাকে ইংরেজিতে বলা হয় মাশরুম ” ব্যাঙের ছাতার মতাে এক ধরণের ছত্রাক জাতীয় গাছ । মাশরুম ও ব্যাঙের ছাতা দেখতে একই রকম হলেও এদের মাঝে অনেক পার্থক্য আছে । pdf book

প্রাকৃতিক পরিবেশে জন্ম নেওয়া কোন কোন মাশরুম বিষাক্ত হয় । এবং সেগুলাে খাওয়া যায় না । সূর্যের আলােয় প্রাকৃতিকভাবে খুব বেশি মাশরুম জন্মাতে পারে না তাই প্রাকৃতিক উপায়ে খাবারের জন্য বেশি করে মাশরুম পাওয়া যায় না । আমাদের দেশে অনেক স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাশরুম চাষ করা হচ্ছে । pdf book

বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষকরা মাশরুম অত্যন্ত পুষ্টিকর খাবার । আমাদের দেশের অনেক জায়গায় বিশেষ করে ঢাকা , পার্বত্য চট্টগ্রাম , মধুপুর প্রভৃতি স্থানে এখন ব্যবসায়িক ভিত্তিতে মাশরুম চাষ ও বাজারজাত করা হচ্ছে । মাশরুম চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব ।

Mushroom cultivation book in Bengali pdf

মাশরুম একটি পুষ্টিকর খাবার । এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ , উল্লেখযােগ্য পরিমাণ আমিষ এবং হজমে সাহায্যকারী এনজাইম রয়েছে।মাশরুম চাষ করতে আবাদী জমির প্রয়ােজন হয় না।কিন্তু মাশরুম চাষ ও বিপণন সম্পর্কে ভালাে ধারণা না থাকায় অনেকেই এ কাজে আশানুরূপ ফল পান না।

বর্তমানে বাংলাদেশে বেশ কয়েক ধরনের মাশরুম চাষ করা হয় । বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু মাশরুম চাষের অত্যন্ত উপযােগি । সে সাথে মাশরুম চাষের প্রয়ােজনীয় উপকরণও ( যেমন- খড় , কাঠের গুড়া , আখের ছােবড়াসহ বিভিন্ন কৃষিজ ও শিল্পজ বর্জ ) অত্যন্ত সস্তা এবং সহজলভ্য ।

কৃৃৃৃষিবিষয়ক বই pdf || শাক সবজি চাষ pdf book

বীজ সংগ্রহের পর স্পন প্যাকেটের কোনাযুক্ত দুই পাশের ঘাড় বরাবর বেশি উপরে আবার বেশি নিচে না ) ইউ আকারে কেটে কিছু অংশ ঘেঁটে ফেলে দেয়ার পর মাশরুমের মাইসােলিয়াম উত্তেজিত হয় । কাটা প্যাকেটকে পাঁচ মিনিট পানিতে চুবিয়ে পানি ঝরিয়ে অথবা কেটে সরাসরি চাষ ঘরের মেঝে অথবা তাকে সাজিয়ে রেখে চাষ করা যায় ।

অত : পর চাষ ঘরের প্যাকেটের চার পাশের আর্দ্রতা ৪০-৪৫ শতাংশ রাখার জন্য দিনে ২ থেকে ৩ বার ( প্রয়ােজনে কম বেশি ) স্প্রে মেশিনে পানি ছিটাতে হবে , যেন প্যাকেট ও আশপাশ ভিজে যাবে কিন্তু পানি জমবে না । দুই থেকে তিন দিনের মধ্যে মাশরুমের অঙ্কুর পিনের মাথার মতাে বের হবে ।

পাঁচ থেকে সাত দিনের মধ্যেমাশরুম তােলার উপযােগী হয় । মাশরুম তােলার এক দিন আগে গায়ে পানি স্প্রে না করলে সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বাজারজাতের সুবিধা হয় ।

Download Now Mushroom cultivation book in Bengali pdf

Download-1 || Link-2