মনির সাহেবের তেলেসমাতি কাণ্ড pdf book download

Rate this post

আসাদুল্লাহ আতিক এর বই “মনির সাহেবের তেলেসমাতি কাণ্ড” pdf book free download from tunetuni.

মনির সাহেবের তেলেসমাতি কাণ্ড বইয়ের বিবরনঃ-(Pdf book download)

বইঃ-মনির সাহেবের তেলেসমাতি কাণ্ড | Monir saheber telesmati pdf book

লেখকঃ-আসাদুল্লাহ আতিক | Asadullah Atik pdf download

প্রকাশনীঃ-শব্দশৈলী

ফরম্যাটঃ-পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ-ব্যঙ্গ ও রম্যরচনা বই

মনির সাহেবের তেলেসমাতি কাণ্ড pdf book download

আসাদুল্লাহ আতিক এর বইয়ের একাংশঃ(Pdf Book)

সকাল বেলা বাজার থেকে কিনে আনা ম্যাজিক লাইটটির দিকে তাকিয়ে আছেন মনির সাহেব । দোকানদারের ভাষ্যমতে , এ লাইট ঘরে জ্বললে পােকামাকড় মরে যাওয়ার কথা । ৬০ টাকার একটা হলুদ লাইট এজন্যই ২৫০ টাকা দিয়ে কিনে এনেছেন তিনি ।

কিন্তু এখন অবাক হয়ে দেখছেন , মারা যাওয়া তাে দূরের কথা পােকামাকড়গুলাে নতুন লাইটকে কেন্দ্র করে মহাআনন্দে উড়ে বেড়াচ্ছে । মারা যাওয়ার কোনাে লক্ষণ এদের ভিতর দেখা যাচ্ছে না । তিনি যে এ প্রথম বাজারে গিয়ে ঠকেছেন- তা না । এটা উনার নিত্যদিনের ব্যাপার । এই তাে গত সপ্তাহে মাত্র ৩০ দিনে ডায়াবেটিস থেকে মুক্তির জন্য মােটা টাকা খরচ করে মহৌষধ নিয়ে এসেছিলেন । পরে প্যাকেট খুলে জানা যায় সেটা কালােজিরার সঙ্গে শুকনাে নিমের বিচির মিশ্রণ ।

মনির সাহেবের এসব ব্যতিক্রমী জিনিসের প্রতি আগ্রহ প্রবল । কেউ যদি ১০ টাকার একটা পেন্সিল বাজারে এনে বলে , এই পেন্সিল ঘরে রেখে দিলে এক সপ্তাহ পর দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে তাহলে মনির সাহেব খুশি মনে সেই পেন্সিল ১০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন । এরপর প্রতিদিন ফিতা দিয়ে মেপে মেপে দেখবেন আসলেই লম্বা হলাে কিনা ।তার জন্য রাহেলা খাতুনের কাছে কম বকা খাননি তিনি । (Pdf Book)

রাহেলা খাতুন হলেন মনির সাহেবের সহধর্মিণী । মনির সাহেব যদি চুম্বকের উত্তর মেরু হয় তাহলে রাহেলা খাতুন দক্ষিণ মেরু । মধ্য বয়স্কা এই স্কুল টিচারের নাকের নিচ দিয়ে এক টাকাও ঠকিয়ে নেওয়ার সাধ্য নেই কারও । দীর্ঘ এই সংসার জীবনের আক্ষেপ একটাই মনির নামের লােকটাকে তিনি শােধরাতে পারেননি ।

এখন রাগের পাশাপাশি হতাশাও ভর করেছে রাহেলা খাতুনের উপর । তার গত জন্মদিনে মনির সাহেব কোথা থেকে যেন অনেক দাম দিয়ে একটা ছােট স্পিকারের মতাে যন্ত্র কিনে নিয়ে এসেছিলেন বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য । সে যন্ত্র কারেন্টে লাগালে পিইইইইই টাইপের মৃদু শব্দ করে । দোকানদার বলেছে এই শব্দে ঘরে মশা থাকতে পারে না । সবার কাছে এ জিনিস এক হাজার টাকায় বিক্রি করলেও মনির সাহেবকে বড় ভাইয়ের মতাে মনে হওয়ায় তাকে ৯০০ টাকায় দিয়েছেন ।

এরকম সম্মানে বেজায় খুশি মনির সাহেব । মাত্র ৯০০ টাকায় ২-৩ বছর মশার হাত থেকে নিশ্চিত । সে যন্ত্র রাতে কারেন্টে লাগানাের পর মশা তাে যায়ইনি উল্টো তীব্র পি পি শব্দে মাথা ধরে সারারাত ঘুমাতে পারেননি দুজনই । পরের দিন বউয়ের রাগারাগিতে যন্ত্র ফেরত দিতে দোকানে গেলে দোকানদার বলেছেন তিনি মনির সাহেবকে চিনেনই না ।

কোনাে দিন দেখেননি । এ যন্ত্র তার দোকানের না । যন্ত্র ফেরত নেয়নি তার জন্য মনির সাহেব কষ্ট পাননি । কষ্ট পেয়েছেন আগের দিন একটা প্রােডাক্ট বিক্রির জন্য বড় ভাই ছােট ভাই সম্পর্ক বানিয়ে ফেলা দোকানদার আজ তাকে চিনতে অস্বীকার করে দিয়েছে এজন্য । একটা সম্পর্কের চেয়ে মাত্র কয়েকটা টাকা বড় হয়ে গেল !! স্ত্রীর কথা মনে হতেই মনির সাহেব তাড়াতাড়ি ব্যস্ত হয়ে উঠলেন ম্যাজিক লাইট খুলে লুকিয়ে ফেলার জন্য । (Pdf Book)

স্ত্রীকে টেকনােলজি দিয়ে সারপ্রাইজ দেওয়ার চেষ্টাটা এবারও ব্যর্থ হয়েছে । এখন খালি খালি বউকে রাগিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় । পােকামাকড়গুলাে এখনও প্রবল আগ্রহে লাইটকে কেন্দ্র করে ঘুরে যাচ্ছে । । মনির সাহেব ম্যাজিক লাইট বন্ধ করে দিলেন । পােকামাকড়ের টেকনােলজির ব্যাপারে এত আগ্রহ থাকা ভালাে নয় । তাদের আগ্রহ থাকবে ময়লা – আবর্জনা নিয়ে । টেকনােলজি নিয়ে আগ্রহ দেখানাের জন্য তার মতাে অনেক বিজ্ঞানমনষ্ক মানুষ রয়েছে ।

Download

অতি শিঘ্রই বইটির পিডিএফ দেওয়া হবে৷