মমতা বন্দ্যোপাধ্যায় কে যেমন দেখেছি pdf download

4.3/5 - (46 votes)

momota bandopadhay ke jemon dekheci book by Dipok Kumar Ghos pdf download from tunetuni.

মমতা বন্দ্যোপাধ্যায় কে যেমন দেখেছি বই রিভিউঃ pdf download

বইঃ মমতা বন্দ্যোপাধ্যায় কে যেমন দেখেছি pdf

লেখকঃ দীপক কুমার ঘোষ এর বই pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ ইতিহাস ও জীবনীমূলক বই pdf

মমতা বন্দ্যোপাধ্যায় কে যেমন দেখেছি pdf download

pdf download

লেখকের কিছু কথাঃ pdf download

গত , ১৮ মে , ২০১২ শুক্রবার বিকেলে , মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হবার প্রথম বর্ষ পূর্তির মাত্র ২ দিন আগে , কলকাতা প্রেস ক্লাবে অধ্যাপক সুনন্দ সান্যাল যখন আমার CERT ” Mamata Banerjee As I have known her Or the Goddess That failed ”

ইংরেজি বইটির আবরণ উন্মােচন করছিলেন , প্রায় তক্ষুনি মমতা ব্যানার্জির স্নেহধন্য জনৈক জালিয়াত সাংবাদিক নামধারী একটি চিট ফান্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার বা ‘ C.E.O. কর্তৃক প্রেরিত একদল যুবক যুবতী সাংবাদিক পরিচয়ে প্রেস ক্লাবে ঢুকে অধ্যাপক সান্যালকে বাধা দেবার প্রাণপণ চেষ্টা করেন এবং প্রেস ক্লাবের এককোণে রাখা প্রায় শতাধিক বই লুট করে ।

যদিও তার আগেই উপস্থিত প্রায় ৪০ জন আমন্ত্রিত বিশিষ্ট সাংবাদিক ও অন্যান্য বুদ্ধিজীবী বইটির প্রাপ্তি স্বীকার করেন । একখানা খাতায় সাক্ষর করেছিলেন । ৯৭ পাতার সরকারি দলিল , চিঠিপত্র ও ফটোগ্রাফ এবং ৮৩ পৃষ্ঠা মন্তব্য – সহ ১৮০ পৃষ্ঠার এই বইটি সম্বন্ধে বৃহৎ বাণিজ্যিক বাংলা সংবাদপত্রগুলি গত এক মাসের অধিক সময় ধরে মৌনব্রত অবলম্বন করে আছে ।

তাদের সবারই শুধু লক্ষ লক্ষ টাকার সরকারি বিজ্ঞাপন হারানাের ভয়ই নয় , মমতা ব্যানার্জির দলের সাংসদ ও বিধায়কদের ভােটপ্রত্যাশী ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী জনৈক সুপরিচিত ব্যক্তি বৃহৎ বাণিজ্যিক সংবাদ প্রতিষ্ঠানগুলির মালিকদের জনে জনে সাবধান করে দিয়েছিলেন যেন এই বইটির তথ্য নিয়ে একটিও মমতা – বিরােধী সংবাদ বা মন্তব্য প্রকাশিত না হয় ।

ইংরেজি বইটির দুহাজার কপি ও তার বাংলা ভায্যের পাঁচ হাজার কপি ছাপাননা ও প্রকাশনার দায়িত্ব নিতে কোনও পরিচিত প্রকাশনা সংস্থাকেই রাজি করানাে যাচ্ছিল , এমনকী সমস্ত খরচ অগ্রিম দেওয়া হবে এবং কোনাে লভ্যাংশ দাবি করা হবে না , এই প্রতিশ্রুতি দিয়েও কাউকে রাজি করানাে যাচ্ছিল না ।

অত্যন্ত দুঃখিত হয়েই আমাকে এই কথাগুলি লিখতে হলাে , যাতে পাঠকেরা বুঝতে পারেন যে , এই এক বছরের মধ্যেই অধিকাংশ সংবাদপত্র এমনকী প্রকাশনা সংস্থাকেই কিরকম সংঘাতিক হিটলারি ভয় ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি । বিশ্ববিখ্যাত বুকার পুরস্কার জয়ী ভারতীয়

Download Now momota bandopadhay ke jemon dekheci pdf book

Download