মিশকাতুল মাসাবীহ আরবী বাংলা pdf download | miskatul masabih bangla book pdf

5/5 - (1 vote)

miskatul masabih Allama Oliuddin Abu Abdullah book pdf download from Tunetuni.

মিশকাতুল মাসাবীহ আরবী বাংলা pdf download

miskatul masabih bangla book pdf download
বইঃমিশকাতুল মাসাবীহ
লেখকঃআল্লামা ওলীউদ্দীন আবু আবদুল্লাহ
প্রকাশনীঃআধুনিক বই পাবলিকেশন
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃহাদিস ও সুন্নাত বই PDF

Also Link: তাফসীরে জালালাইন PDF

Link: তাফসীর ইবনে কাসীর PDF

হাদিস ও সুন্নাত বিষয়ক বই pdf download

1. বইঃ বুখারী শরীফPDF
2. বইঃ সহীহ মুসলিম শরীফPDF
3. বইঃ আল-আদাবুল মুফরাদPDF
4. বইঃ হারিয়ে যাওয়া মুক্তোPDF
5. বইঃ কিতাবুত তাওহীদPDF

মিশকাত শরীফ বই pdf download

পূর্ণ মুমিন জান্নাতে যাবেন , চিরকাল জান্নাতে বসবাস করবেন । অপরপক্ষে কাফির ও মুনাফিকরা বিচারের প্রথম দিন থেকেই জাহান্নামে যাবে । অনাদি কাল পর্যন্ত ওখানেই থাকবে । মুনাফিকদের শাস্তি কাফিরদের চেয়েও কঠিন হবে । ফাসিক মুমিনগণ প্রথমত জাহান্নামে গেলেও নির্দিষ্ট মেয়াদের সাজা ভোগের পর মুক্তি পেয়ে অথবা কারো সুপারিশে মেয়াদের পূর্বেই মুক্তি পেয়ে জান্নাত লাভ করবে । আল্লাহ ইচ্ছা করলে তাকে বিনা শাস্তিতেও জান্নাত দিতে পারেন । এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মত । ইহসানঃ শব্দটি আরবী । অর্থ হলো ( ১ ) অন্যের উপকার করা , উত্তম ও সুন্দরভাবে কোন কাজ সমাপন করা । শরীয়াতের পরিভাষায় ইহসান বলা হয় গভীর মনোনিবেশ ও ঐকান্তিকতার সাথে ইবাদত – বন্দেগী করা । ইহসানের দুই সোপান । প্রথম সোপান হলো আল্লাহর ইবাদত – বন্দেগী এমনভাবে করা যেনো সে আল্লাহকে দেখছে , মনের অবস্থা এমন হলেই ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠার সৃষ্টি হয় । মানুষ আল্লাহর প্রেমে ডুবে যায়৷

সুফীবাদের ভাষায় একে মুশাহাদা বা ইস্তেগরাক বলা হয় । যদি আল্লাহকে দেখার এ স্তরে পৌঁছতে না পারে তাহলে অন্তত ভাবতে হবে , আমি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ আমাকে দেখতে পান । মনের এই অবস্থা প্রথম অবস্থার তুলনায় মানের দিক দিয়ে কম হলেও এতেও তন্ময়তা ও নিবিষ্টতা না এসে পারে না । বান্দাহ যখন হৃদয় দিয়ে বিশ্বাস করে স্বয়ং আল্লাহ তাকে দেখছেন তিনি তার কাজ দেখছেন , নিবিষ্টচিত্ত না হয়ে থাকতে পারে না । সুফী পরিভাষায় এ অবস্থার নাম হলো মুরাকাবা । ইত্সানের এটা হলো দ্বিতীয় সোপান । সম্মানিত সুফিয়ায়ে কিরামগণ বলেন , ইহসানহীন ইবাদত আত্মাহীন শরীরের মতো । তাদের নিকট এই ইহসানের অপর নাম ‘ হুজুরে কলব ‘ । ইবাদত – বন্দেগীতে এই ঐকান্তিকতা নিবিষ্টতার প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য পরবর্তী হাদীসে ইহসান শব্দ ব্যবহার করা হয়েছে ।

Download miskatul masabih bangla book pdf

১ম খন্ড | ২য় খন্ড | ৩য় খন্ড | ৪র্থ খন্ড

FAQ

1. বইটির লেখক?

আল্লামা ওলীউদ্দীন আবু আবদুল্লাহ

2. বইটির প্রকাশনী?

আধুনিক বই পাবলিকেশন