Mawlana Abdus Sattar Kalabogi Books pdf download from tunetuni.
1. ইমামের পিছনে সূরা ফাতেহা পড়ার দদিল আকাশের নক্ষত্রের মত উজ্জ্বল pdf download
মাওলানা আবদুস সাত্তার কালাবগী সাহেবের লেখা “ ইমামের পিছনে সূরা ফাতেহা পড়ার দলিল আকাশের নক্ষত্রের মত উজ্জ্বল ” নামক বইটি আমি সম্পূর্ণ পড়েছি ।
বইটির ভিতরে একদিকে যেমন ইমামের পিছনে সূরা ফাতেহা না পড়ার গায়ের সহীহ দলিলগুলির জবাব তিনি রেজালের মানদণ্ডে সুন্দরভাবে দিয়েছেন । অপর দিকে ইমামের পিছনে সূরা ফাতেহা পাঠ ব্যতীত মুক্তাদীর কোন নামায হয় না- এমনকি জনাজা নামাযও হয় না ।
আর ডাউনলোড করুন- মিন্নাতুল বারী -আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক Pdf
এবং সকাল সন্ধ্যার দোয়া ও যিকির- শায়খ আহমাদুল্লাহ pdf
এ ব্যাপারে প্রমাণস্বরূপ রসূল সাঃ এর সহীহ হদীস থেকে শুরু করে সাহাবা , তাবেঈন , তাবা তাবেঈন , আইম্ময়ে সালাসা , জমহুরে সালফ ও খালফ এমনকি হানাফী মাযহাবের বরেণ্য ফেক্কাহর কেতাবগুলি থেকে শুরু করে ইমাম আবু হানিফা , ইমাম মুহাম্মাদসহ ওলামায়ে দেওবন্দদের থেকে এমনভাবে দলিলগুলি এনে তার বই এর মধ্যে সাজিয়েছেন যে তার প্রসংশা না করে পারা যায় না ।
Also Download Link:- Massage book by Mizanur Rahman Azhari pdf
বইটি খুবই সুন্দর হয়েছে । আমি দু’আ করি আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করুন এবং সত্যের পক্ষে এভাবেই কলম ধরার তেফিক দান করুন । আমীন ।

2. বিশ্বনবী (সঃ)-এর নামাযই হানাফী মাযহাবের নামায নামক বই এর জবাব ও সহীহ হাদীসের আলোকে বিশ্বনবীর নামায (সঃ) pdf download
লেখকের কলমঃ সম্প্রতি একটি বই আমার দৃষ্টিগােচর হয়েছে । বইটির লেখক মুফতী ওয়াক্কাস আলী সাহেব । বইটির তিনি নামকরণ করেছেন “ বিশ্ব নবী ( সঃ ) এর নামাযই হানাফী মাযহারের নামায ” ।
লেখকের বইটি পড়ে দেখলাম তিনি লিখেছেন এদেশের ৩ কোটি গায়ের মুকাল্লেদ যারা কুরআন ও সহীহ হাদীসের একনিষ্ঠ অনুসারী , তাদের সম্পর্কে অনেককিছু কটুক্তি , ব্যঙ্গ , , নামধারীআহলে হাদীস , হাদীস অমান্যকারী বৃটিশ সরকারের মদদপুষ্ট বলে আখ্যায়িত ও মন্তব্য করেছেন ।
এমন কি হাদীস সম্রাটদের সম্পর্কেও সমালােচনা করেছেন । অপরদিকে তিনি যে সমস্ত দলিলাদী এনে প্রমাণ করতে চেয়েছেন যে বিশ্ব নবী ( সঃ ) এর নামাযই একমাত্র হানাফী মাযহাবের নামায , সে সব দলিলাদী দেখলাম হয় ৪ র্থ , ৫ ম অথবা ৬ ষ্ঠ স্তরের কেতাবাদী হতে আনা- যে সব দলিলাদী হাদীস সম্রাটগণ প্রত্যাখ্যান করেছেন ।
সকল সহীহ আক্বীদার ইসলামিক বই এখান থেকে ডাউনলোড করে নেন
অথবা দেখলাম হাদীসের সরল সহজ অর্থকে কৌশলে ঘুরিয়ে দেওয়া হয়েছে , যা সাধারণ পাঠকদের ধরে নেওয়া অনেক ক্ষেত্রে কঠিন ব্যাপার । অথবা সহীহ হাদীসকে অপ্রাসঙ্গিকভাবে ভিন্নস্থানে উপস্থাপন করা হয়েছে । বইটির দলিলাদী সম্পর্কে কিছু আলােচনা না করলে মুসলিমদের অনেক বিষয় অজানা থাকবে এবং সহীহ হাদীস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে । তাই আমাকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরার জন্য কলম ধরতে হলাে ।
সাথে সাথে মুসলিমগণ যাতে সহীহ হাদীসের আলােকে নামাযের মত শ্রেষ্ঠ ইবাদাতটি নির্ভুলভাবে যথা নিয়মে সম্পাদন করতে পারে , তার জন্য সহীহ হাদীসের আলোেকে বিশ্ব নবী ( সঃ ) এর নামাযের সঠিক চিত্রটি ও তুলে ধরলাম । আল্লাহ সহায় ।
