mashrafe book by Devbrot Mukhopadday pdf download from tunetuni.
বইঃ মাশরাফি বই pdf
লেখকঃ দেবব্রত মুখোপাধ্যায় বই pdf
প্রকাশনীঃ বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)
ক্যাটাগরিঃ ক্রীড়া ব্যক্তিত্ব বই pdf
মাশরাফি বই pdf download

মাশরাফি বই এর রিভিউঃ pdf download
১৯৮২ সালের ১৪ ফেব্রুয়ারি নড়াইলে ন্যাপের নেতা অ্যাডভােকেট ” অতিয়ার রহমান ” ও ” খালেদা রহমান বেলা ” এর কন্যা ” হামিদা রহমান বলাকা ” এর বিয়ে , ” গােলাম নবী ” ও ” সৈয়দা রােকেয়া সুলতানা ” এর ছেলে ” গােলাম মুর্তজা স্বপন ” এর সাথে দাম্পত্য জীবনের শুরু টা এভাবেই । বলাকার গর্ভে তখন সাত মাসের সন্তান ।
একদিন নেপাল সরকার বললেন , ” দেখি তাে মা তাের হাত টা দে একটু দেখি । ” এরপর আস্তে আস্তে বললেন , ” তাের কোলে তাে রাজপুত্র আসছে রে মা । ছেলে হবে তাের । ” সকাল ৮:৩০ শীতের কুয়াশা চিরে ভেতর থেকে পরপর দুটো চিৎকার ভেসে আসে । বলাকার প্রবল চিৎকার ।
পরপরই একটা নতুন প্রান , এই জগতে এক নবাগত চিকন তার স্বরে জানিয়ে দেয় সে এসেছে । প্রবল চিৎকারে যেনাে পুরাে বাংলাদেশ কাপিয়ে ঘােষনা করে দেয় , আমি এসেছি । আমি চলে এসেছি , রাজত্ব করবাে বলে । হঠাৎ চেনা কণ্ঠে কেউ বলে উঠলাে , ছেলে দেখবি না বেলা ? বলাকা শুধু বিষ্ময় আর মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকেন -এই আমার ছেলে !
Also Link: দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো pdf download
এই ছেলেটাই ছিলাে আমার পেটে ! এতগুলাে বছর পার করে আজও সেই গল্প বলতে গিয়ে বলাকার চোখ জলে ভরে ওঠে । ” এত্তটুকু ! এত্তটুকু ছিলাে । আমি শুধু দেখলাম , কী ফর্সা একটা পুতুল । আমি বললাম এটা আমার ছেলে । ” হা এটা বলাকারই ছেলে । নাম কৌশিক । পুরাে নাম মাশরাফি বিন মুর্তজা । এটা শুধুই কি একটা নাম … ? উহু মােটেও না , সে তাে একদলনেতা !
যে সামনে থেকে দলকে নেতৃত্ব দেয় । বলা হয়ে থাকে , ” বাংলার বাঘেদের সর্বকালের সেরা দলনেতা ! কখনাে ব্যাট কখনাে বা বল হাতে দেশটাকে এনার্জি দিয়েছেন । ক্ষত – বিক্ষত পা নিয়ে বারবার ঝাঁপিয়ে পড়ে রান বাঁচিয়েছেন । ” আর তার পুরাে কীর্তি তুলে ধরেছেন ” দেবব্রত মুখােপাধ্যায় ” তার ” মাশরাফি ” নামক বইটাতে ।
পেশায় ক্রীড়া সাংবাদিক।তিনি ‘ সাকিব আল হাসানক ‘ নিয়ে প্রথম বই লিখেছেন । তিন পুরুষ আগের পূর্ব পুরুষ ” হাজী মােল্লা ” থেকে শুরু ! আর আছে কৌশিকের পুরাে ইতিহাস ! যা পূর্ব পুরুষ থেকে শুরু করে শেষ হয়েছে ২০১৫ সালের দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজ বিজয়ের সময়ে । অসম্ভব ভালাে লাগার একটা মানুষ মাশরাফি ! শুধু প্রিয় ক্রিকেটার হিসেবে না ।
Also Link: পাকিস্তান: আমার ইতিহাস pdf download
প্রিয় মানুষ হিসেবেও । দেবব্রত এই মানুষটাকে আমার চোখের সামনে তুলে ধরেছেন । আমি দেখেছি তার গুটি গুটি পায়ে বেড়ে উঠা । নানী বেলা ম্যাডাম এর কাছে শৈশব । তার সাফল্য গুলাে , এমনকি যন্ত্রনা গুলােও । বলা যায় , একটা পুরাে মাশরাফি আমার চোখের তারায় ! অনেকে এই বই নিয়ে অনেক মন্তব্য করেছেন , যা লেখক কে নিয়ে ।
কিন্তু আমি বলব , আমাকে যিনি আমার প্রিয় মানুষটার নৈপত্যের কথা ( অর্ধ জীবনী ) উপহার দিয়েছেন , তিনি অবশ্যই সফল । আমার মতাে আরাে অনেক ক্রিকেট প্রেমী মানুষ দের , প্রিয় খেলােয়ার সম্পর্কে ক্ষুধা মিটিয়েছেন । তার জন্য কৃতজ্ঞতা ! লেখার মান যেমনি হােক , পুরাে বইটা শেষ করতে দেবব্রতর দিন কে রাত , রাত কে দিন । বানাতে হয়েছে ।
বিশেষ করে উনার পুত্র ” শুদ্ধ ” র জন্য এটা ছিলাে ভয়ানক ব্যাপার । সারা দিন শেষে যেখানে তার বাবা কে একটু খানি পাওয়ার কথা ছিলাে , সে সময় টা বাবা দরজা বন্ধ করে রাখে । আর সে বাইরে থেকে চিৎকার করে কাঁদে । পুত্রর কান্না কে উপেক্ষা করে তিনি বইটা শেষ করেছেন । তাও আমাদের জন্য । সে কারনেই একটা ধন্যবাদ তিনি অবশ্যই পেতে পারেন । আর মাশরাফি !
Also Link: সাদ্দাম হোসাইন জীবনের শেষ দিনগুলি pdf download
টেস্টে তার এক ইনিংসে ৫ উইকেট নেই । তিনি অন্যদের মতাে গতিদানব নন । তবুও তিনি মাশরাফি বিন মুর্তজা ! তিনি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বােলার । এই দেশের গতি তারকা । মাশরাফি বাংলাদেশের সফল অধিনায়ক দের একজন । মাশরাফি ক্রিকেটারদের সবচেয়ে বড় প্রেরণার নাম !
কেবল ক্রিকেটার নয় , কোন জাতির ইতিহাসে এমন মানুষই আসে শতবর্ষের আরাধনায় ! একজন মাশরাফি সম্পর্কে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন , ” বােলার কৌশিক ভাইয়ের কথা বাদ দেন । ব্যাটসম্যান মাশরাফির কথা ভাবেন । শুধু । বাংলাদেশের হয়ে কত রান করেছেন উনি ? হাজার দেড়েক ।
এই দেড় হাজার রান দিয়ে উনি বাংলাদেশকে যে কয়টা ম্যাচ জিতিয়েছেন , তা আমরা তিন – চার হাজার রান করে করতে পারিনি । ওনার ১৫ রান মানেই ম্যাচে আমরা এগিয়ে গেলাম । শােনেন , একটা কথা বলি । কৌশিক ভাই নিজেকে নিয়ে খামখেয়ালি না করলে সে থাকত বিশ্বের সেরা অলরাউন্ডার ।
কৌশিক ভাই কত বড় অলরাউন্ডার হতে পারতেন , উনি নিজেও জানেন না । ” একজন মাশরাফি বিন মুর্তজা এমনই , দিনের পর দিন দেশ টাকে সার্ভিস দিয়ে যাচ্ছেন । ডাক্তারের ছুরির নিচে শরীরটাকে
এলিয়ে দিয়েও পিছু না হটেন নি।নতুন উদ্যমে এগিয়ে গেছেন । তবুও নিন্দুকেরা তুচ্ছ করে বলে থাকে , ” ক্যাপ্টেন কোটায় দলে চান্স পাওয়া ক্রিকেটার । ” এই মাশরাফি , ব্যাট বা বল না করেও মাঠের একপ্রান্তে দাড়িয়েই দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে । সত্যিকারের দলনেতারা হয়৷