মানবতার গান-স্বপন মিয়া pdf download manobotar gaan

Rate this post

মানবতার গান-স্বপন মিয়া pdf download manobotar gaan pdf books download.সকল কবিতা একসাথে।

মানবতার গান বইয়ের রিভিউঃ (স্বপন মিয়া বই pdf)

বইঃ মানবতার গান
লেখকঃ স্বপন মিয়া
প্রকাশনীঃ দাঁড়িকমা
ফরম্যাটঃ পিডিএফ ফাইল
Edition: 1st Published, 2020
Number of Pages : 56
Country : বাংলাদেশ
Language : বাংলা

২০২০ সালে বই মেলায় প্রথম প্রকাশিত মানবতার গান কবিতার বই৷ ২০২১ সালে আরও একটি বই প্রকাশিত হবে ইনশাল্লাহ৷ স্বপন মিয়া এর সকল বইয়ের pdf পেতে আমাদের সাথেই থাকুন৷

Manobotar gaan pdf books || Shapwan mia pdf books download

লেখক স্বপন মিয়া এর কথাঃ (Pdf Download)

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে । সকল প্রশংসা তাহার জন্য যিনি আঠারাে হাজার মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সম্মান দান করেছেন । আরাে প্রশংসা করছি যিনি পাঠকদের মাঝে ছােট্ট একটি কাব্য লিখার মত জ্ঞান শক্তি দান করেছেন । “ মানবতার গান ” কাব্যটিতে আছে মানুষের প্রতি মানুষের ভালােবাসার কথা । হিংসা , অহংকার , লােভ – লালসা , জাত – ধর্ম , বর্ন ভুলে সবাই এক সাথে মিলেমিশে চলার কথা । মানব ধর্মই পরম সত্য ।

যে ধর্মই পারে মানুষকে সঠিক পথ , সরল পথ ও সােজা পথে পরিচালিত করতে । পাঠক ভাই বােনদের নিকট অনুরােধ করছি বেশি বেশি বই পড়ুন । বর্তমান সমাজ থেকে কাব্য চর্চা হারিয়ে যাওয়ার হাত থেকে কাব্য চর্চাকে রক্ষা করুন । কাব্য চর্চা হারিয়ে যাওয়া মানে এই সমাজে আবার দুর্দশা নেমে আসা । কাব্য চর্চা হারিয়ে যাওয়া মানে সাধু , মনীষি ও জ্ঞানী – গুণিদের লিখাগুলাে অযত্নে পরে থাকা । তাই বেশি বেশি বই পড়ুন । তাদের জীবনী , কাব্য , উপন্যাস যাদের হাত ধরে এই পৃথিবী অন্ধকার থেকে আলাের পথে এসেছে ।

অবুঝ অজ্ঞ সমাজ আজ একটু হলেও খুজে পেয়েছে । জ্ঞানের দিশারী । তাদের বই পড়ুন যাদের বইয়ে আছে ন্যায় , সত্য ও সঠিক কথা । যা শিক্ষার দ্বারা মানব জীবন সফল করা যায় । তাদের বই নয় । যাদের বইয়ে আছে হিংসা – অহংকার , আর লােভ – লালসার কথা । সময় থাকতে সময়ের খেয়াল রাখুন । অযথা , বৃথা যার ফল শূন্য অথবা যার মূল্য কিছুই নয় তার প্রতি মন দিয়ে আপনার জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করবেন না । ভালাে থাকবেন । আর মনে রাখবেন ইহকালের চেয়ে পরকালের প্রতি বেশি মনযােগ হন ।

ভাষায় , ছন্দে , শব্দে ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন । ক্ষমা করা মহৎ গুনের লক্ষন । আমার ভাষায় নেই পান্ডিত্যু । নেই কোন মার্জিত শব্দ । ভাষার উপর নেই কোন ডিগ্রি । সহজ , সরল ভাষায় কাব্যটি লিখেছি যদি পাঠকমহলে একটু জায়গা হয় নিজেকে ধন্য মনে করব । আমি ভাষার প্রতিযােগিতা করতে আসিনি । শব্দের প্রতিযােগিতা করতে আসিনি । যারা ভাষা ও শব্দের প্রতিযােগিতা করতে এসেছে তারা নিজেদের সম্মানের প্রতিযােগিতা করতে এসেছে । আমি সম্মানের প্রতিযােগিতা করতে আসিনি । আমি এসেছি মানুষের মাঝে মনুষ্যত্বকে জাগ্রত করতে ।

লেখক-স্বপন মিয়া

রকমারি থেকে বইটি ক্রয় করতে পারেন 💲➡ Buy

নিচ থেকে লেখকের সাথে যোগাযোগ করুন

Download

অনলাইনে পড়ুন ➡পড়ুন

বইয়ের দুটি কবিতা তুলে দরলাম ভালো লাগলে Share করতে ভুলবেন না৷

কবিতা-১

হেলায় গেলাে বেলা

স্বপন মিয়া


হেলায় -অবহেলায়
কাটিয়েছি কত বেলা
সময় চলে গেছে
চিন্তার ঘরে এখন
আমি দিশে হারা ।

বেলায় অবেলায়
খেলেছিলাম কত খেলা
খেলার ছলে গিয়েছিলাম ভুলে
জীবনের আয়ু বেলা ।
চিন্তার ঘরে এখন
আমি দিশে হারা ।

যৌবন জীবনে আমায়
দিয়েছিল সবে দেখা
বিদায় বেলায় কেউ নেই
আমি পরেছি একা
চিন্তার ঘরে এখন
আমি দিশে হারা ।

জন্ম – মৃত্যুর খেলায় ।
দাঁড়িয়ে আছি শেষ সীমানায়
আমি এক অবলা – অসহায়
পরে আছি একেলা
চিন্তার ঘরে এখন
আমি দিশে হারা ।

দিনের শেষে সন্ধ্যা বেলায়
আলাে পড়েছে ঢাকা
যৌবন আমার গিয়েছে ঢলে
বার্ধক্য দিয়েছে দেখা ।
চিন্তার ঘরে এখন
আমি দিশে হারা ।

মিছে দিন দুনিয়ায়
ঘুরে মিছে মায়ায়
জীবন করেছি ফাঁকা
মিছে মিছায় বয়ে গেল ।
জীবনের আসল বেলা
চিন্তার ঘরে এখন
আমি দিশে হারা ।
কার জন্যে কাহার আশায়
গড়েছি দালানকোঠা
ভােগ বিলাসের আড়ালে আমায়
আয়ু দিয়েছে ধােকা
শূন্য হাতে যাবার বেলায়
আমি হয়েছি বােকা
চিন্তার ঘরে এখন
আমি দিশে হারা ।
জীবনের খাতায়
লিখিনি তার পাতায়
মনের মানুষের কথা
দুঃখে আমায় করিবে না আপন
বুঝিবে না মােড় ব্যাথা ।
চিন্তার ঘরে এখন
আমি দিশে হারা ।

কবিতা-২

জগৎ এর লীলা

স্বপন মিয়া

জগৎ এর লীলা
বুঝা বড় দায় ।
কেউ খায় পােলাও – খুরমা
কেউ নুন – পানতায় ।

জগৎ এর লীলা
বুঝা বড় দায়
কেউ পরে রেশমী কাপড়
কেউ খালি গায় ।

জগৎ এর লীলা
বুঝা বড় দায় ।
কেউ খেয়ে পেট ভরে
কেউ দেখে শখ মিটায় ।

জগৎ এর লীলা
বুঝা বড় দায় ।
কেউ থাকে দালান – কোঠায়
কেউ গাছ তলায় ।

জগৎ এর লীলা
বুঝা বড় দায়
কেউ সকালের বাদশা
ফকির সন্ধ্যায় ।

Contact us:
If you want more information, so contact us with Facebook Page as soon as possible. We are waiting for you! Or Email us following by our website’s tunetuni Contact Page. Thank you for visiting here.