কোরিয়ান ভাষা শিক্ষার বই pdf books-korean language bangla

5/5 - (2 votes)

learn korean language bangla pdf books.কোরিয়ান ভাষা শিক্ষার বই pdf books

কোরিয়ান ভাষা শিক্ষার বই pdf books

কোরিয়ান ভাষা বর্ণমালা সম্পর্কেঃ

কোরিয়ান বর্ণমালা বিদেশী ভাষাভাষী মানুষদের জন্য কেরিয়ান ভাষা প্রথম অবস্থায় বেশ কঠিন বলেই মনে হবে । এর প্রধান কারণ এর বর্ণমালা বা এ্যালফাবেট । তবে আধুনিক ভাষা প্রশিক্ষণার্থীরা ভাগ্যবান এই অর্থে যে , এখন আর কোরিয়ায় প্রাচীন হাঞ্জা নামক চীনা বর্ণমালা দিয়ে লেখা হয় না ।

আজ থেকে প্রায় হাজার বছর আগে থেকে কোরিয়ান ভাষা হাঞ্জা নামক চীনা বর্ণমালা দিয়ে লেখা হতাে । কিন্তু পঞ্চদশ শতাব্দিতে কোরিয়ান রাজা সেজং সাধারণ জনগণের কথা চিন্তা করে হাংগুল নামীয় খুব সহজবােধ্য একটি বর্ণমালা প্রনয়ন করেন । এই বর্ণমালা আগের বর্ণমালা থেকে পৃথক তাে বটেই এমনকি ‘ অত্যন্ত সহজ পদ্ধতি অনুসরণ করে চিহ্নগুলাে গৃহীত । যার ফলে খােদ কোরিয়ানরা ছাড়াও বিভিন্ন বিদেশী ভাষাবিদরাও এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন । (Pdf books)

বিংশ শতাব্দীতে এসে এই বর্ণমালা সরকারীভাবে স্বীকৃত হয় । অসংখ্য ভাষাবিদের মতে , হাংগুল বর্ণমালা পৃথিবীর সবচেয়ে নিখুঁত কিন্তু সহজবােধ্য বর্ণমালা । কারণ , এই বর্ণমালায় অক্ষর বা চিহ্নের সংখ্যা একেবারে কম । যেগুলাে আছে সেগুলাে মনে রাখার জন্য বেশ সহজ ।

একজন বিদেশীর কাছে কোরিয়ান বর্ণমালা কয়েকটি লাইন বা বৃত্তের আকারে মনে হতে পারে । এই অক্ষরের শুরু এবং শেষ কোথায় তা নিয়েও অনেকের মনে সংশয় দেখা দিতে পারে । আদতে এটা দেখতে যতটা কঠিন , পড়তে বা লিখতে তার চেয়েও অনেক সহজ ।

কারণ , অনেকসময় দেখা গেছে একটি সিম্বল বা প্রতীক অক্ষর ব্যবহার করে একটি শব্দের প্রয়ােগ দেখানাে যেতে পারে । মূলত কোরিয়ান বর্ণমালায় বিশ্বের বেশিরভাগ বর্ণমালার মত স্বর বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে ।

কোরিয়ান বিচিত্র খাবার শিক্ষাঃ(Pdf Books)

নিচে কিছু কোরিয়ান খাবার নিয়ে আলােচনা করা হলাে । যারা প্রথমবারের মতাে কোরিয়ার মাটিতে পা রেখেছেন তাদের জন্য তথ্যগুলাে খুবই প্রয়ােজনীয় বলে ধারণা করা হচ্ছে । লেখাটি ইন্টারনেট থেকে প্রাপ্ত বিধায় তার তথ্যসূত্র এখানে বিশদভাবে বর্ণনা করা হলাে ।

উল্লেখ্য যে , এই মজাদার খাবারের বিষয়গুলাে প্রকাশিত হয়েছে সামহােয়ার ইন ব্লগ নামের একটি সারাবিশ্বে জনপ্রিয় ব্লগ সাইটে । তারিখ ৬ জুলাই ২০১১। লিখেছেন নীল বসন্ত – রােবট ভিশন । ব্লগটির শিরােনাম ছিল কোরিয়ান বিচিত্র খাবার । এখানে মূল লেখাটি কিছুটা সম্পাদনা করে তুলে ধরা হয়েছে পাঠকবৃন্দের সুবিধার্থে । (Pdf Books)

আর সেই সাথে ব্লগটির প্রকাশক সামহােয়ার ইন ব্লগ এবং লেখক নীল বসন্ত – রােবট ভিশনকে জানাই সমগ্র পাঠকবৃন্দের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন । লেখাটি সামহােয়ার ইন ব্লগের আর্কাইভ থেকে সরাসরি দেখতে চাইলে নিচের লিংকে একবার ঢু মারতে পারেন ।

বুলগোগিঃ বুলগােগি অর্থ বুল মানে গ্রিল্ড বিফ , আর গােগি মানে মাংশ । বুলগােগি খুবই জনপ্রিয় একটা কমন গ্রিল্ড বিফ খাবার মেন্যু । এদের বেশিরভাগ খাবারেই পর্ক থাকে , এটাতে থাকে না । তাই বুলগােগি অনেকের পছন্দের খাবার । পাতলা স্লাইস করে কাটা মাংশের সাথে সয়া সস , ব্ল্যাক পিপার , রসুন , পিয়াজ , কিছু আদা , চিনি দিয়ে একসাথে ২/৩ ঘন্টা রেখে দেয় । চিনি দেওয়ার জন্য এটা খাওয়ার সময় মিষ্টি মিষ্টি লাগে ।

ভাষা শিক্ষা বই ডাউনলোড করুন নিচ থেকে,,Pdf Books

এখান থেকে Pdf Reader apps ডাউনলোড করে তারপর Pdf ওপেন করুন অন্যথায় কাজ করবে না,,
কোরিয়ান ভাষা শিক্ষার বই pdf books

Download from google drive

or

Download from appbox

How to download pdf