learn korean language bangla pdf books.কোরিয়ান ভাষা শিক্ষার বই pdf books
কোরিয়ান ভাষা শিখুন pdf ebooks | ভাষা শিক্ষা বই ডাউনলোড | কোরিয়ান ভাষা শিক্ষা app | কোরিয়ান ভাষা শিক্ষার বই pdf | read and speak korean for beginners pdf | korean conversation book pdf | learn korean language pdf

কোরিয়ান ভাষা বর্ণমালা সম্পর্কেঃ (Pdf Books)
কোরিয়ান বর্ণমালা বিদেশী ভাষাভাষী মানুষদের জন্য কেরিয়ান ভাষা প্রথম অবস্থায় বেশ কঠিন বলেই মনে হবে । এর প্রধান কারণ এর বর্ণমালা বা এ্যালফাবেট । তবে আধুনিক ভাষা প্রশিক্ষণার্থীরা ভাগ্যবান এই অর্থে যে , এখন আর কোরিয়ায় প্রাচীন হাঞ্জা নামক চীনা বর্ণমালা দিয়ে লেখা হয় না ।
আজ থেকে প্রায় হাজার বছর আগে থেকে কোরিয়ান ভাষা হাঞ্জা নামক চীনা বর্ণমালা দিয়ে লেখা হতাে । কিন্তু পঞ্চদশ শতাব্দিতে কোরিয়ান রাজা সেজং সাধারণ জনগণের কথা চিন্তা করে হাংগুল নামীয় খুব সহজবােধ্য একটি বর্ণমালা প্রনয়ন করেন । এই বর্ণমালা আগের বর্ণমালা থেকে পৃথক তাে বটেই এমনকি ‘ অত্যন্ত সহজ পদ্ধতি অনুসরণ করে চিহ্নগুলাে গৃহীত । যার ফলে খােদ কোরিয়ানরা ছাড়াও বিভিন্ন বিদেশী ভাষাবিদরাও এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন । (Pdf books)
বিংশ শতাব্দীতে এসে এই বর্ণমালা সরকারীভাবে স্বীকৃত হয় । অসংখ্য ভাষাবিদের মতে , হাংগুল বর্ণমালা পৃথিবীর সবচেয়ে নিখুঁত কিন্তু সহজবােধ্য বর্ণমালা । কারণ , এই বর্ণমালায় অক্ষর বা চিহ্নের সংখ্যা একেবারে কম । যেগুলাে আছে সেগুলাে মনে রাখার জন্য বেশ সহজ ।
একজন বিদেশীর কাছে কোরিয়ান বর্ণমালা কয়েকটি লাইন বা বৃত্তের আকারে মনে হতে পারে । এই অক্ষরের শুরু এবং শেষ কোথায় তা নিয়েও অনেকের মনে সংশয় দেখা দিতে পারে । আদতে এটা দেখতে যতটা কঠিন , পড়তে বা লিখতে তার চেয়েও অনেক সহজ ।
কারণ , অনেকসময় দেখা গেছে একটি সিম্বল বা প্রতীক অক্ষর ব্যবহার করে একটি শব্দের প্রয়ােগ দেখানাে যেতে পারে । মূলত কোরিয়ান বর্ণমালায় বিশ্বের বেশিরভাগ বর্ণমালার মত স্বর বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে ।
কোরিয়ান বিচিত্র খাবার শিক্ষাঃ(Pdf Books)
নিচে কিছু কোরিয়ান খাবার নিয়ে আলােচনা করা হলাে । যারা প্রথমবারের মতাে কোরিয়ার মাটিতে পা রেখেছেন তাদের জন্য তথ্যগুলাে খুবই প্রয়ােজনীয় বলে ধারণা করা হচ্ছে । লেখাটি ইন্টারনেট থেকে প্রাপ্ত বিধায় তার তথ্যসূত্র এখানে বিশদভাবে বর্ণনা করা হলাে ।
উল্লেখ্য যে , এই মজাদার খাবারের বিষয়গুলাে প্রকাশিত হয়েছে সামহােয়ার ইন ব্লগ নামের একটি সারাবিশ্বে জনপ্রিয় ব্লগ সাইটে । তারিখ ৬ জুলাই ২০১১। লিখেছেন নীল বসন্ত – রােবট ভিশন । ব্লগটির শিরােনাম ছিল কোরিয়ান বিচিত্র খাবার । এখানে মূল লেখাটি কিছুটা সম্পাদনা করে তুলে ধরা হয়েছে পাঠকবৃন্দের সুবিধার্থে । (Pdf Books)
আর সেই সাথে ব্লগটির প্রকাশক সামহােয়ার ইন ব্লগ এবং লেখক নীল বসন্ত – রােবট ভিশনকে জানাই সমগ্র পাঠকবৃন্দের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন । লেখাটি সামহােয়ার ইন ব্লগের আর্কাইভ থেকে সরাসরি দেখতে চাইলে নিচের লিংকে একবার ঢু মারতে পারেন ।
বুলগোগিঃ বুলগােগি অর্থ বুল মানে গ্রিল্ড বিফ , আর গােগি মানে মাংশ । বুলগােগি খুবই জনপ্রিয় একটা কমন গ্রিল্ড বিফ খাবার মেন্যু । এদের বেশিরভাগ খাবারেই পর্ক থাকে , এটাতে থাকে না । তাই বুলগােগি অনেকের পছন্দের খাবার । পাতলা স্লাইস করে কাটা মাংশের সাথে সয়া সস , ব্ল্যাক পিপার , রসুন , পিয়াজ , কিছু আদা , চিনি দিয়ে একসাথে ২/৩ ঘন্টা রেখে দেয় । চিনি দেওয়ার জন্য এটা খাওয়ার সময় মিষ্টি মিষ্টি লাগে ।
ভাষা শিক্ষা বই ডাউনলোড করুন নিচ থেকে,,Pdf Books
Download from google drive
or
Download from appbox