lal-shontrash book by Mohiuddin Ahmmod from pdf download tunetuni.
লাল সন্ত্রাস pdf download
লাল সন্ত্রাস বইয়ের বিবরনঃ pdf download
বইঃ লাল সন্ত্রাস বই pdf
লেখকঃ মহিউদ্দিন আহমদ বই pdf
প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনীর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ (pdf)
ক্যাটাগরিঃ রাজনৈতিক ব্যক্তিত্ব বই pdf
মহিউদ্দিন আহমদ বই pdf download

লাল সন্ত্রাস বই রিভিউঃ pdf download
মহামতি লেনিনের মৃত্যুর পরে প্রখ্যাত রুশ লেখক ম্যাক্সিম গাের্কি বলেছিলেন যে , লেনিনের মধ্যে প্রতিভা ‘ নামক বিষয়টি হৃদয়গ্রাহীভাবে মূর্ত হয়ে উঠেছিলো । সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন , ” এই মানুষটি ছিলেন দূরদর্শী এবং বিজ্ঞ .. বহুদূর অবধি তিনি দেখতে পেতেন । “
সিরাজ সিকদার রুশ দেশের লেনিন নন , তিনি বাংলার লােক , আরও সুনির্দিষ্টভাবে যদি বলি , তাঁর জন্ম হয়েছিলাে এই পূর্ব বাঙলায় । কিন্তু একজন কমিউনিস্ট নেতা হিসেবে লেনিনের ওই গুণাবলির অনেক কিছু তিনি আয়ত্ত করতে পেরেছিলেন । তাঁর রচনাসমগ্রের প্রথম পঞ্চাশ পৃষ্ঠা কেউ যদি নিবিড়ভাবে পাঠ করেন , তাহলে আমাদের কথার সত্যতা বিচার করতে পারবেন ।
২ . মহিউদ্দিন আহমদ তাঁর ‘ লাল সন্ত্রাস : সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি ( বাতিঘর : ফেব্রুয়ারি ২০২১ ) বইতে যেসব ঘটনার বিবরণ পেশ করেছেন , এই প্রজন্মের পাঠক কিংবা বিপ্লবী কমিউনিস্টদের পক্ষে ধরে – ধরে সেসব প্রতিটি ঘটনার সত্য – মিথ্যা যাচাই করা কঠিন কাজ । কারণ সময়ের ব্যবধানকে আমরা কেউই অস্বীকার করতে পারি না ।
Also Link: প্রতিনায়ক সিরাজুল আলম খান pdf download
লেখকের বিবরণে পাই কমরেড সিরাজ সিকদার শুধু একে মেরেছেন , তাকে মেরেছেন , ওকে মেরেছেন । আদতেই তারা কী কারণে মারা গিয়েছেন , এতাে বছর পরে , এই প্রজন্মের কারাে পক্ষে সেসব যাচাই করাটা এখন অসম্ভব একটা ব্যাপার ।
এটা তাঁরাই পারবেন , যাঁরা সে – সময় পার্টির সঙ্গে জড়িত ছিলেন । তাহলে আমরা কী করতে পারি ?
৩ . আমরা একটা ধারণা তুলে ধরতে পারি । সেটা হচ্ছে , এই বইতে লেখক এমন সব মানুষের সাক্ষাৎকার নিয়েছেন , সেই পার্টির প্রতি যাদের মনােভাব আজ চূড়ান্তভাবে নেতিবাচক ।
Also Link: আওয়ামী লীগ উত্থান পর্ব pdf download
আমরা বলতে পারি , মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে যদি একাত্তরের বিরােধী পক্ষকে প্রাধান্য দেওয়া হয় , তাতে মুক্তিযুদ্ধকে যেমন খণ্ডিত করে প্রচার করা হয় , তেমনই সিরাজ সিকদার সম্পর্কে বই লিখতে গিয়ে বিরােধী পক্ষকে যদি বেশি গুরুত্ব দেওয়া হয় , তাতে মূল্যায়নের ভারসাম্য নষ্ট হয় । এই বইটাতে সেটাই নানাভাবে আমরা দেখতে পাই ।।
8 . আমরা রক্ষীবাহিনীর ভূমিকা সম্পর্কে সবাই কম – বেশি জানি । তারা জনগণ ও কমিউনিস্টদের উপর কী পরিমাণ জুলুম – নির্যাতন করেছেন , সেটা গােটা দেশের মানুষ জানেন । অথচ এই লাল সন্ত্রাস বইটাতে এমন একজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে , যিনি রক্ষীবাহিনীর একসময়ের বড় হর্তাকর্তা । তার কাছ থেকে ঘটনার সত্যমিথ্যা যাচাই যে অসম্ভব , যখন আওয়ামী লীগ ক্ষমতায় , এটা বুঝেও লেখক গুরুত্বের সঙ্গে তার সাক্ষাৎকার প্রকাশ করেছেন ।
Also Link: জাসদের উত্থান পতন : অস্থির সময়ের রাজনীতি pdf download
এই বইটার সবচেয়ে বড়াে দুর্বল দিক হচ্ছে , সিরাজ সিকদারের পতাকা বহনকারী দলের সঙ্গে বর্তমানে নিবিড়ভাবে জড়িত , এমন একজনকেও তিনি তাঁর বইতে হাজির করতে পারেননি ।
গবেষক হিসেবে এর চেয়ে বড়াে ব্যর্থতা তাে আর হয় আর একটা বিষয় , সিরাজ সিকদারকে হত্যার ব্যাপারে গােটা দেশের জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে , সেইসঙ্গে আছে তাঁর প্রতি মানুষের সহানুভূতি ও তৎকালীন ক্ষমতাসীনদের প্রতি মানুষের ক্ষোভ ।
লেখক খুব চতুরতার সঙ্গে সেই হত্যাকাণ্ডকে এক ধরনের বৈধতা দিয়েছেন , আর সেই সময়কার শাসকগােষ্ঠীকে দায়মুক্তি দেবার চেষ্টা করেছেন । কীভাবে সেটি করেছেন তার একটু উদাহরণ দিই : সিরাজ সিকদার হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ দিতে গিয়ে লেখক বলেছেন , ” মুজিব আপাদমস্তক একজন রাজনীতিবিদ ।..
তার মানে এই নয় যে সিকদারের মৃত্যুর সঙ্গে মুজিব সরাসরি জড়িত ছিলেন । ( পৃ . ১৯৬ ) তারপর আসছেন কন্যা । লেখকের ভাষায় , ” তাঁর বাবা প্রচণ্ড রেগে গিয়ে বলেছিলেন , ” তােরা ওকে বাঁচাতে পারলি না ! ” এখানে কে বাবা , কে কন্যা সেটা নিশ্চয়ই বুঝতে অসুবিধে হয় না ।
Also Link: বিএনপি সময় অসময় pdf download
আরেকটু দেখি : ‘ তাঁর [ সিরাজ সিকদার ] মৃত্যু নিয়ে তখন বিভিন্ন পত্রিকায় সত্য মিথ্যা আলােচনা – সমালােচনা শুরু হয় । অনেকে হত্যার সঙ্গে রক্ষীবাহিনীকে জড়ানাের চেষ্টা করে । আমি স্পষ্টভাবে বলতে চাই , এ ব্যাপারে রক্ষীবাহিনীর বিন্দুমাত্র সংশ্লিষ্টতা ছিলাে না । ‘ স্পষ্টভাবে এ – কথা লেখককে কে বলেছেন ? বলেছেন জনাব আনােয়ার উল আলম ।
আনােয়ার উল আলম কে ? তিনি ছিলেন রক্ষীবাহিনীর উপপরিচালক ! এই হচ্ছে সাক্ষাৎকার প্রদানকারীদের পরিচয় ! এ – রকম নানাজনের সঙ্গে কথা বলে লেখক এই সিদ্ধান্তে পৌঁছেছেন : ‘ আসলে পূর্ব বাংলার সর্বহারা পার্টির অভ্যন্তরীণ কোন্দল এবং কিছুটা নারীঘটিত কারণে সিরাজ সিকদার ধরা পড়েন ৷
৫. অতীতের সমস্ত কিছু ভুলে যাওয়ার , অস্বীকার করবার প্রবণতা সেই ধারাটির মধ্যে দেখতে পাই । আরও দেখতে পাই , স্বাধীনতা পরবর্তী সময়ের শাসকগােষ্ঠীর । প্রধানকে একনায়কের স্বরূপ থেকে বের করে এনে একটা উদার , গণতান্ত্রিক , জনদরদি চেহারায় তাকে অধিষ্ঠিত করবার নিরন্তর নিষ্ফল প্রয়াস৷