খাটের ডিজাইন | বক্স খাটের ডিজাইন ২০২০ | khater design

Rate this post

প্রিয় দর্শক আজকে ২০২০-২০২১-২০২২ সালের সেরা কিছু খাটের ডিজাইন- khater design নিয়ে হাজির হয়েছি৷ তাই টিউনটুনির সাথেই থাকুন,,

শোবার ঘরে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস থাকে, তা হল বিছানা। আচ্ছা, বিছানা আপনার বিশ্রামের জায়গা। তবে এর সাহায্যে আপনি আপনার ঘরটিও সাজাতে পারেন। আর বিসানার জন্য অন্যতম হলো খাট৷ হ্যাঁ, মহিলারা প্রায়শই তাদের শোবার ঘর সাজাতে বিভিন্ন জিনিসের আশ্রয় নেন। যদিও বেডরুমের সবচেয়ে ফোকাস পয়েন্ট হল বিছানা জন্য খাট।

এমতাবস্থায়, আপনি যদি আপনার বিছানা নিয়ে একটু চিন্তাশীল হন, তবে আপনাকে শোবার ঘর সাজানোর জন্য আলাদাভাবে কাজ করতে হবে বিসানার খাটের জন্য। এইভাবে, বেডরুমে সাধারণ বিভিন্ন রকম খাট ডিজাইন বিছানাগুলিকে স্থান দেওয়া হয়।

তবে এটি ছাড়াও, আপনি আপনার বাড়িতে বিভিন্ন ডিজাইনের খাট রাখতে পারেন। এটা সম্পূর্ণরূপে আপনার সৃজনশীলতার উপর নির্ভর করে আপনি কিভাবে আপনার শয়নকক্ষ বানাতে চান এবং এর জন্য আপনি কি ধরনের খাট চান। শুধু তাই নয়, আপনি চাইলে ঘরের থিমের কথা মাথায় রেখে একটি অনন্য বিছানাও ডিজাইন করতে পারেন।

khater design

খাটের ডিজাইন ২০২০ | নতুন খাটের ডিজাইন 2020 | khater design

বাংলাদেশে বিভিন্ন দরনের খাট পাওয়া যায়৷ এগুলোর মধ্যে দুই ধরনের খাট একটু বেশি পাওয়া যায়৷ যেমন কাঠের খাট ও স্টিলের খাট৷ তো আজকে আলোচনা করবো কাঠের খাট নিয়ে ৷ বাংলাদেশে বর্তমানে অনেক সুন্দর নতুন নতুন ডিজাইনের খাট পাওয়া যাচ্ছে৷

বাসার আসবাবপত্রের ভিতর কাঠের খাট অন্যতম৷ আপনারা অনেকেই হয়তো খাট বানানোর চিন্তা করছেন ৷ অথবা নতুন বাসার জন্য খাটের প্রয়োজন হচ্ছে৷ ফলে গুগুলে অথবা ইউটিউবে সার্চ করে থাকেন খাটের ডিজাইন৷

তাই আজকে আপনাদের জন্য নতুন এমন কিছু খাটের ডিজাইন নিয়ে হাজির হয়েছি যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে৷ আইটেমগুলো নিশ্চই আপনাদের ভালো লাগবে৷

Khat Designদেখুন or ডাউনলোড করুন

বক্স খাটের ডিজাইন ২০২০ | Box khater design

বর্তমানে বক্স খাটের কদর একটু বেশিই৷ আগে সাধারনত সমতল বা লেবেল খাটগুলোই বেশি ছিলো৷ কিন্তু বর্তমানে লেবেল খাটের পরিবর্তে বক্স খাট একটু বেশিই চলে৷ বাজারে বর্তমানে নতুন নতুন ডিজাইনের বক্স খাট পাওয়া যাচ্ছে৷ তাই আপনি লাইক করার মতো কিছু বক্স খাটের ছবি নিয়ে হাজির হলাম৷

নিচের লিংকে ক্লিক করে সুন্দর সুন্দর বক্স খাটগুলো দেখে নিন,,

Box Khat Designদেখুন or ডাউনলোড করুন

সেগুন কাঠের খাটের ডিজাইন | Segun khater design

সেগুন গাছের কাঠ বাংলাদেশের ভালো কিছু কাঠের মধ্যে অন্যতম৷ বর্তমানে এ গাছের কাঠের কদর অন্যতম৷ বিশেষ করে ঘরের ফার্নিচারের জন্য পারফেক্ট৷ তাই যারা ঘরের ফার্নিচারের কথা চিন্তা করছেন তাদের জন্য সেগুন অন্যতম৷

Segun Khat Designদেখুন or ডাউনলোড করুন

Also Link: মেহেদি ডিজাইন

Link: জামার ডিজাইন

Pdf Book Link

FAQ

আপনি ইচ্ছা করলে খাট কাঠের মেস্ত্রি দিয়ে সুন্দর ডিজাইন করে বানাতে পারেন৷ অথবা বাজারে সুন্দর সুন্দর ডিজাইনের রেডিমেট খাট পাওয়া যায়, এগুলো ক্রয় করতে পারেন৷ খাটের সুন্দর ডিজাইন করার জন্য বিভিন্ন রকম বই পাওয়া যায়৷ মেস্ত্রিরা খাট তৈরির আগে এসকল নকশা বা ডিজাইন দেখে নেন৷ অথবা কাস্টমারের পছন্দ অনুসারে ডিজানের খাট তৈরি করে থাকে৷

বাংলাদেশে খাট বানানোর জন্য প্রধানত সেগুন গাছের কাঠ ব্যাবহার করা হয়৷ তাছাড়াও ব্যাবহার করে থাকে মেহগনি, গামারী, কড়াই, আম, কাঠাল, জাম ইত্যাদি৷

খাট বানানোর জন্য সেগুন কাঠ সবথেকে ভালো৷ সেগুন কাঠ দুই প্রকারঃ

দেশের বাজারে দুই রকম সেগুন কাঠ পাওয়া যায়৷ ১/ সারে-বারে সেগুন কাঠ ২/বারের সেগুন কাঠ৷ আর বারের সেগুন কাঠ সবথেকে ভালো এবং দামী৷

দর্শক খাটের দাম বলে শেষ করা যাবে না৷ তবে খাটের দাম নির্ভর করে আপনি কোন কাঠ দিয়ে তৈরি করবেন তার উপর৷ যেমন আপনি যদি সেগুন গাছের কাঠ দিয়ে খাট বানান তাহলে দাম একটু বেশি পরবে৷ কেননা সেগুন আসবাবপত্রের জন্য ভালো কাট৷ এর পর আছে মেহগনি, কড়াই ,আম, কাঠাল ইত্যাদি৷ এগুলোর খাটের দাম তুলনামূলক একটু কম৷