karagarer-rojnamcha book by Bangabandhu Sheikh Mujibur Rahman pdf download from tunetuni.
কারাগারের রোজনামচা বইয়ের বিবরনঃ pdf download
বইঃ কারাগারের রোজনামচা বই pdf
লেখকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বই pdf
প্রকাশনীঃ বাংলা একাডেমি প্রকাশনীর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)
ক্যাটাগরিঃ গল্প ও জীবনীমূলক বই pdf
কারাগারের রোজনামচা pdf download

কারাগারের রোজনামচা রিভিউঃ pdf download
১৯৬৯ সালের ১৩ ই ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় । বঙ্গবন্ধু উপাধি কিন্তু তিনি এমনি এমনি পেয়ে যান নি । তার পিছনে রয়েছে যন্ত্রণার ইতিহাস । জাতির পিতা হতে করতে হয়েছে অনেক পরিশ্রম । ত্যাগ করবে হয়েছে আরাম আয়েশ এমনকি পরিবারকেও দূরে টেলে দিয়ে কারাগারে দিনের পর দিন কাটাতে হয়েছে ।
রাজনীতিতে প্রবেশের সময় থেকেই তিনি ছিলেন প্রতিবাদী জোরাল কন্ঠ । কোন অন্যায়ে তিনি আপােষ করেন নি । তার ফলে পাকিস্তানি শাসক গােষ্ঠীর চক্ষুশূল । হয়ে ছিলেন সব সময় । পাকিস্তান সৃষ্টি হওয়ার পর , বাংলার মানুষ আশাবাদী । হয়েছিলাে ।
আর এই আন্দোলন ডাক দেওয়া এবং সর্বসাধারনের কাছে দাবী প্রতিষ্ঠার সচেতনতা পৌছে দেবার পুরস্কার হিসেবে তখন থেকেই তার কারাবরন শুরু ।
Also Link: অসমাপ্ত আত্মজীবনী pdf download
ব্যক্তিগত মতামতঃ কারাগারে রােজনামচা সেই কারাগারে থাকার দিনগুলাের প্রতিলিপি । ভাষা আন্দোলন থেকে শুরু করে কিভাবে প্রতি পদের বাধা অতিক্রম করে চলতে হয়েছে , তার অনেকটা বিবরণ আছে এই বইয়ে ।
কিন্তু তারা সে আশায় পানি ঢেলে দিয়ে বাংলার মানুষদের শােষন করতে শুরু করলাে।সকল প্রকার মৌলিক অধিকার এমনকি মায়ের মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিতে চাইলাে । তার প্রতিবাদে বাংলার মানুষ আন্দোলন শুরু করে । আর তার নেতৃত্ব দিতে থাকেন শেখ মুজিবুর রহমান ।
Also Link: প্লেটোর রিপাবলিক pdf download
স্বাধীনতা একদিনে । আসে নি বা তা আসার রাস্তাটাও একদিনে তৈরি হয়ে যায় নি । ইটের গাথুনি দি দিয়ে কি করে এটাকে প্রসারিত করা হয়েছে , তার পেছনে রয়েছে হাজারাে দুঃখ ব্যথার ইতিহাস । ১৯৪৮ থেকে শুরু করে ১৯৬৬ সালের ছয়দফা দাবী আদায়ের সময় পর্যন্ত বিভিন্ন বার শেখ মুজিবকে কারাগারে যেতে হয়েছে ।
৬৮ সালের পর কারাগারে বসে তিি তার এই জেলজীবনের দিনগুলাের কথা লিখেছেন । ছােট ছেলে তখন জানতাে কারাগার তার বাবার বাড়ি । সে মাঝে মাঝে চাইতাে তার বাবাকে বাড়ি নিয়ে । যেতে । তা কি কখনাে সম্ভব ! তাই তিনি ছেলেকে বুঝিয়ে বলতেন , ” তুমি তােমার মায়ের বাড়ি যাও আমি এই বাড়িতে থাকি ।
Link: ভ্লাদিমির পুতিন pdf download
আমাকে মাঝে মাঝে দেখতে এসাে । সেই দিনগুলাের কথা তিনি লিখে গিয়েছেন । জেল খানার ভেতরে যে অন্যরকম এক জীবন , তার বর্ণনা রয়েছে এই বইয়ে । ভালাে লাগার সাথে খারাপ লাগাও মিশে থাকে এই বলে যে , যিনি এতাে সংগ্রাম করে একটা স্বাধীন দেশের রূপরে অঙ্কন করে গেছেন । তাকে আমাদের হারিয়ে ফেলতে হয়েছে ।
তিনি চেয়েছিলেন । বাংলার মানুষের জন্য ভালাে থাকার কিছু দিন উপহার দিতে । সকল মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে ক্ষুধা , দারিদ্র কিচ্ছু যেন না থাকে । তার লেখায় এই আত্মপ্রত্যয় বার বার ফুটে উঠেছে ।