জীবন যেখানে যেমন -arif azad pdf download

5/5 - (2 votes)

Jibon jekhane jemon by arif azad book pdf download from tunetuni. আরিফ আজাদের বই “জীবন যেখানে যেমন” পিডিএফ ডাউনলোড৷

জীবন যেখানে যেমন বইয়ের বিবরনঃ (book pdf)

বইঃ-জীবন যেখানে যেমন || Jibon jekhane jemon pdf book

লেখকঃ-আরিফ আজাদ || Arif Azad Books

প্রকাশনীঃ-সমকালীন প্রকাশন

ফরম্যাটঃ-পিডিএফ(Pdf)

ক্যাটাগরিঃ-আরিফ আজাদ এর বই, ইসলামিক বই PDF

আরিফ আজাদের অন্যান্য বইগুলোর PDF এর মধ্যে রয়েছে—

প্যারাডক্সিক্যাল সাজিদ || প্যারাডক্সিক্যাল সাজিদ-2 || বেলা ফুরাবার আগে || মা, মা, মা এবং বাবা || আরজ আলী সমীপে || গল্পগুলো অন্যরকম || প্রত্যাবর্তন

জীবন যেখানে যেমন” বইয়ের সূচিপত্রঃ (pdf download)

book pdf download

আরজ আলী সমীপে বইটির প্রকাশকের অনুভূতি (Pdf download)

মানুষ গল্প শুনতে ভালােবাসে । গল্পের ধারাভাষ্য যেহেতু জীবনের অলিগলি থেকে উঠে আসে এবং যাপিত জীবনের মানুষগুলােই গল্পের মূল উপকরণ , সুতরাং গল্পকে ঘিরে মানুষের রয়েছে দুর্নিবার কৌতূহল । ” তবে সব গল্পই যে মানুষের কথা বলে তা কিন্তু নয় । সব গল্প সত্য এবং সুন্দরের কথাও বলে না । কিছু গল্প মানুষকে বিপথে নিয়ে যায় । আবার কিছু গল্প পড়ে মানুষ হতাশায় নিমজ্জিত হয় । কোনাে কোনাে গল্প মানুষকে বিচ্যুত করে দেয় তার স্বাভাবিক জীবনপ্রক্রিয়া থেকে । দুনিয়ায় যেমন আলাের একাধিপত্য কিংবা অন্ধকারের একক স্থায়িত্ব বিরাজ করে না , ঠিক তেমনই সব গল্প থেকে আলাে বিচ্ছুরিত হয় না , কোনাে কোনাে গল্প অন্ধকারের পথও চিনিয়ে দেয় ।

তবে আমরা আঁধারের যাত্রী নই । যেখানেই অন্ধকারের ঘনঘটা , আলাে হাতে সেখানেই আমাদের সরব উপস্থিতি । স্বনামধন্য লেখক আরিফ আজাদ একজন আলাের ফেরিওয়ালা । বিশ্বাসের দর্শন দিয়ে লেখালেখির জগতে পা রাখা এই লেখক এবার হাজির হয়েছেন জীবনের কিছু গল্প নিয়ে । জীবনের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলােকে লেখক তুলে এনেছেন তার শৈল্পিক রং – তুলিতে । আলাে থেকে স্ফুরিত হওয়া সেই অসাধারণ গল্পগুলাে যেমন জীবনের কথা বলে , তেমনই জীবনে রেখে যায় বিশ্বাসী মূল্যবােধের গভীর এক ছাপ ।

Pdf download

জীবন যেখানে যেমন নিরেট গল্পের একটি বই । তবে কেবল গল্পের বই বলে একে মূল্যায়নের সুযােগ নেই । গল্পের ফাঁকে ফাঁকে লেখক তার পাঠকদের জন্য রেখে গিয়েছেন চিন্তার কিছু খােরাক । পাঠকের ভাবুক মন যদি সেগুলােয় নিবিষ্ট হয় , আমরা আশা করতে পারি , গল্পের পাশাপাশি তারা জীবনের কিছু উপকারী পাঠ কুড়িয়ে নিতে সক্ষম হবে । লেখক আরিফ আজাদ তার লেখনীশক্তির মুন্সিয়ানায় গল্পগুলােকে প্রাণবন্ত করে তুলেছেন ।

এ কারণে প্রতিটি গল্পই হয়ে উঠেছে সুখপাঠের এক বিশাল আধার । এ বইতে পাঠকসমাজ নতুন এক আরিফ আজাদকে আবিষ্কার করবেন বলেই আমাদের বিশ্বাস । পাঠকদের জ্ঞাতার্থে বলতে হচ্ছে , লেখক নিজস্ব বানান ও ভাষারীতি অনুসরণ করে থাকেন । ফলে বহুল ব্যবহৃত কিছু শব্দের অচেনা রূপ দেখে তারা বিভ্রান্ত হবেন না— এই কামনা । আল্লাহ আমাদের সবাইকে সত্য আর সুন্দরের পথে অবিচল রাখুন । আমিন ।

জীবন যেখানে যেমন বইয়ের একাংশঃ(Pdf download)

সুখ । [ এক ]

“ বুঝলে ইয়াং ম্যান ’ — নিজের চেয়ারে গা এলিয়ে দিয়ে বলতে লাগলেন দীপ্ত চৌধুরি , ‘ সুখের প্রতিশব্দ হচ্ছে টাকা । টাকা থাকলেই জীবনে তুমি সুখী মানুষ । টাকা থাকলে অসুখী । ভীষণ অসুখী । দুনিয়ায় কিছু ফালতু দার্শনিক আছে , ইউ নাে ? আমি তাদের বলি গবেট ফিলােসফার ! এরা কী বলে জানাে ? এরা বলে , মানি ক্যান্ট বাই হ্যাপিনেস ! হােয়াট দ্য হেল ! টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না ! টাকায় কেনা যায় না এমন জিনিস দুনিয়ায় আছে নাকি আবার ? হা হা হা । দীপ্ত চৌধুরির সামনে জড়ােসড়াে হয়ে বসে আছি আমি । আজ অফিসে আমার সপ্তম দিন ।

আমার দিকে তাকিয়ে তিনি আরেকবার খলখলিয়ে হেসে উঠলেন । খুবই বিদঘুটে ধরনের হাসি । হাসি থামিয়ে বললেন , “ এই যেমন ধরাে তােমার কথা । তুমি একজন ইয়াং , এনারজেটিক এবং খুবই স্মার্ট পারসন । কিন্তু তােমার মতাে একজন লােক , যার কিনা যােগ্যতার কোনাে কমতি নেই — তােমাকে কাজ করতে হচ্ছে । নিতান্তই আমার পিএস হিশেবে । আমার সব কথা শােনা এবং তা অক্ষরে অক্ষরে পালন করাই তােমার একমাত্র কাজ । এখন যদি বলি বাইরে গিয়ে গড়াগড়ি দাও , তাও তুমি দিতে বাধ্য । হা হা হা । আমি চুপ করে বসে আছি ।

pdf download

চুপ করে বসে থাকা ছাড়া এখানে আমার আর তেমন কোনাে কাজ নেই । আমার অন্যতম প্রধান দায়িত্ব হলাে চুপচাপ এই লােকটার কথা শুনে যাওয়া । বিরক্তি ধরে গেলেও , চেহারায় সদাহাস্য ভাব জিইয়ে রেখে আমি লােকটার কথা শুনে যাচ্ছি । তিনি বলে যাচ্ছেন — এর কারণ কী জানাে ? এর কারণ হলাে তােমার টাকা নেই । টাকার জন্য আমার যাবতীয় কথা শােনা এবং তা পালনের ব্যাপারে তুমি চুক্তিবদ্ধ । টাকা নেই বলে তােমার সুখও নেই । সুখ কিনতে তােমার টাকা চাই । টাকার জন্যেই আজ তুমি এখানে । একেবারে সহজ সমীকরণ , তাই না ইয়াং ম্যান ? ‘ আমি বললাম , “ স্যার , বেলা এগারােটায় মধুমিতা হলে আপনার উপস্থিত থাকার কথা ।

কোরিয়া থেকে যেসব বায়াররা আসবে , তাদের সাথে আপনার জরুরি মিটিং সারতে হবে । আপনি সম্ভবত ভুলে গেছেন । ‘ নাে নাে ম্যান ! আমি ভুলে যাইনি । এখন কটা বাজে দেখাে তাে ? “ স্যার , দশটা পাঁচ বাজে । ‘ মাের দ্যান ফিফটি মিনিটস । এনাফ টাইম টু গাে দেয়ার । তােমাকে যা বলছিলাম । কী যেন আলাপ করছিলাম তােমার সাথে ? এই যাহ ! ভুলে গেলাম আবার ! আচ্ছা । বাদ দাও । কাজের কথায় আসা যাক । তােমাকে আজকে খুব ইম্পরট্যান্ট একটা কাজ করতে হবে । ‘ জি বলুন স্যার । “ তােমাকে জুয়েলারি মার্কেটে যেতে হবে ।

চমৎকার দেখে তিনটে ডায়মন্ডের নেকলেস কিনবে । মনে রেখাে , বাজার কিন্তু দুই নাম্বার ডায়মন্ডে সয়লাব । দেখে – শুনে কিনতে হবে । যাকে বলে চোখ – কান খােলা রাখা । যদি নকল ডায়মন্ড কিনে আনাে , ইউ নাে , হােয়াট আই উইল ডু উইদ ইউ । আমি এবারও চুপ করে আছি । তিনি বলতে লাগলেন , ‘ বাকি জীবন হয়তাে তােমাকে জেলে পচে মরতে হবে । হা হা হা । আমাকে চাপা একটা ভয় দেখিয়ে দীপ্ত চৌধুরি ঘাবড়ে দিতে চাইলেন । আমি ঘাবড়াইনি দেখে তিনি বললেন , “ তােমার সাহস আছে বেশ । আই এপ্রিশিয়েইট ইট ! বাই দ্য ওয়ে , তিনটে ডায়মন্ডের নেকলেস দিয়ে আমি কী করবাে জানতে চাইলে না যে !

Jibon jekhane jemon by arif azad pdf book free download.

Download

যেভাবে বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করবেন—দেখুন