jetuku tuntuni setuku chotacchu book by Muhammod Zafar Iqbal pdf download from tunetuni.
যেটুকু টুনটুনি সেটুকু ছোটাচ্চু বই রিভিউঃ(Pdf Download)
বইঃ যেটুকু টুনটুনি সেটুকু ছোটাচ্চু বই Pdf
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল এর বই Pdf
প্রকাশনীঃ সময় প্রকাশন বই Pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাই(PDF)
ক্যাটাগরিঃ মুহম্মদ জাফর ইকবাল এর বই pdf
যেটুকু টুনটুনি সেটুকু ছোটাচ্চু pdf download

মুহম্মদ জাফর ইকবাল এর বই Pdf Download
যেটুকু টুনটুনি সেটুকু ছোটাচ্চু বইয়ের একাংশ
আজিব রাজীব
ছােটাছুর ঘরে মিটিং , সব বাচ্চারাই এসেছে । ছােটাছু একটা চেয়ারে বসেছে , বাচ্চাদের কেউ বিছানায় কেউ মেঝেতে । এক দুইজন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে । ছােটাছু তার গালের বিন্দি বিন্দি দাড়ি দুই একবার ঘষে বলল , “ তােদেরকে আমি কেন ডেকেছি আমি নিজেই জানি না , কারণ আমি যেটা তােদেরকে বলব সেটা মােটেও বাচ্চাদের সাথে আলােচনা করার বিষয় না ।
” একজন রিনরিনে গলায় বলল , “ বুঝেছি ! বুঝেছি তুমি কী নিয়ে কথা বলবে ! ” ছােটাচ্চু একটু অবাক হয়ে বলল , “ কী নিয়ে ? ” “ ইয়ে এবং বিবাহ ! ” সবাই মাথা নেড়ে আনন্দে চিৎকার করল , বলল , “ ইয়েস ! ইয়েস ! ইয়ে এবং বিবাহ ! ” ছােটাছু কেমন যেন একটুখানি হতগম্য হয়ে গেল ।
তখন গাল ঘষে বলল , “ তােদের সব কিছু নিয়ে ইয়ারকি ! একজন বলল , “ এটা মােটেও ইয়ারকি না । ” ছােটাছু বলল , “ যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না ! ” আরেকজন বলল , “ কে বলেছে আমরা বুঝি না ? মনে নাই তােমাদের দুইজনের যখন পঁাচ লেগে গিয়েছিল তখন আমরা— ” ছােটাছু একটা ধমক দিল , বলল , “ চুপ কর ! ” বাচ্চাগুলো চুপ করল তবে মুখ টিপে খিকখিক করে হাসতে লাগল ।
Also Download Link: আমি তপু pdf download
ছােটাছু বলল , “ আমি তােদেরকে ডেকেছি এজন্য যে এখন কী করব সেটা বলতে । ” প্রমি বলল , টুনি বলল , বাচ্চারা চিকার করল , “ বল ! বল ছােটাচ্চু , বল ! ” ছােটাছু সবাইকে বলল , “ তােরা সকলে জানিস আমি এই দেশের সর্বপ্রথম একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছিলাম । একদিন এই দেশে যখন ডিকেটটিভ এজেন্সির ইতিহাস লেখা হবে আমার নাম সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে । ” টুম্পা বলল , “ এবং টুনি আপুর ।
” শান্ত বলল , “ আমার নামটাও লিখতে হবে । আমি আর আমার বন্ধুরা মিলে গাবড়া বাবারে ধরেছিলাম মনে আছে ? যা একটা ল্যাং মেরেছিলাম— ” “ মারামারি করার জন্য কারাে নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে । ” টুম্পা বলল , “ শান্ত ভাইয়া , তােমার নামটা লেখা হবে পিতলের অক্ষরে । মুনিয়া বলল , “ না হলে প্লাস্টিকের অক্ষরে । ” তখন সবাই হি হি করে হাসতে শুরু করল । “ তােমরা সবাই একটু চুপ করবে ? ছােটাছু কী বলতে চায় একটু শুনি ।
” প্রমি বলল , “ হ্যা , সেটা শুনি । সবাই চুপ । ” সবাই শেষ পর্যন্ত চুপ করল তখন ছােটাচ্চু তার গলা পরিষ্কার করে আবার শুরু করল । বলল , “ তােরা জানিস আমি রেকর্ড সময়ের ভিতরে দা আল্টিমেট ডিটেকটিভ এজেন্সি দাঁড় করিয়েছিলাম । ক্রাইম সলভ করার জন্য একটা টিম তৈরি করেছিলাম ।
Link: বন বালিকা pdf download
সেই টিমটি ছিল আধুনিক , প্রশিক্ষিত , দক্ষ , সাহসী এবং আঁ আঁ— ” ছােটাছু বলার মতাে আরেকটা শব্দের জন্য মাথা চুলকাতে লাগল । শান্ত তখন সাহায্য করার চেষ্টা করল , বলল , “ রাজপথের লড়াকু সৈনিক । ” ছােটাছু অবাক হয়ে বলল , “ রাজপথের লড়াকু সৈনিক ? ” “ হ্যা । ” “ এখানে রাজপথের লড়াকু সৈনিকের কী আছে ? ” “ জানি না ।
কিন্তু দেখেছি সবসময় বলে । ” ছােটাচ্চু মুখ শক্ত করে বলল , “ পলিটিক্স করার সময় এগুলাে বলে গাধা কোথাকার । আমি কি পলিটিক্স করতে গেছি ? ” একজন বলল , “ উল্টোটা হয়েছে । সরফরাজ কাফি পলিটিক্স করে ছােটাছুকে বের করে দিয়েছে । তাই না ছােটাছু ? ” ছােটাচ্চু কোনাে উত্তর না দিয়ে তার দিকে চোখ পাকিয়ে তাকাল ।
টুনি বলল , “ তােমরা ছােটাছুকে কথাই বলতে দিচ্ছ না । তােমরা কি কয়েক মিনিটের জন্য কথা বন্ধ করবে ? ” সবাই আবার কথা বন্ধ করল , তখন ছােটাছু বলল , “ আমি জাতির সামনে প্রমাণ করেছি যে আমি জিরাে থেকে শুরু করে একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি ।
আমি শুধু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন রহস্যভেদী ডিটেকটিভ নই — আমি একই সাথে একজন অসাধারণ সংগঠক ! ” কেউ একজন হাসি চাপতে গিয়ে নাক দিয়ে শব্দ করে ফেলল এবং সেটা শুনে আরাে কয়েকজন খুকখুক করে হেসে ফেলল ।
Link: অপারেশন নীলাঞ্জনা pdf download
ছােটাচ্চু সেটা না শােনার ভান করে বলল , “ আমি দেখিয়ে দিয়েছি যে আমি চাইলেই পারি । আমি অসাধ্য সাধন করতে পারি । আমি কর্মঠ , উৎসাহী , উদ্ভাবক ” শান্ত ছােটাছুর কথার মাঝখানে বাধা দিয়ে বলল , “ ছােটাছু নিজের প্রশংসা নিজের করা ঠিক না ।
” ছােটা থতমত খেয়ে বলল , “ কী বললি ? ” “ বলেছি যে নিজের প্রশংসা নিজে করা ঠিক না । আমি যখন করি তখন সবাই মিলে আমাকে গালাগাল করে— ” প্রমি বলল , “ মােটেই না শান্ত । তােকে কেউ গালাগাল করে না । তােকে নিয়ে হাসাহাসি করে । হাসাহাসি আর গালাগালি করা এক জিনিস না ।
” শান্ত গম্ভীর গলায় বলল , “ হাসাহাসি করা গালাগালি করা থেকে অনেক বেশি খারাপ । ” “ মােটেও না । হাসাহাসি হচ্ছে আনন্দ করা , গালাগালি হচ্ছে ঝগড়া করা ” টুনি একটু অধৈর্য হয়ে বলল , “ তােমাদের জন্য আমরা ছােটাছুর আসল কথাটাই শুনতে পাচ্ছি না ।
ছােটাচ্চু আমাদেরকে ডেকেছে একটা কথা বলার জন্য , সেটা আগে শুনি । ” তখন আবার সবাই চুপ করল । ছােটাছু কটমট করে সবার দিকে তাকাল তারপর বলল , “ কথা বলার সময় তার মাঝে একটা ফ্লো থাকে । সেই ফ্লো থাকলে কথা বলা যায় । তারা বার বার সেই ফ্লো নষ্ট করে দিচ্ছিস । ”