যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা-pdf books download

3.5/5 - (11 votes)

যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা-pdf books download by লেখক হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ৷ অনুবাদক হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।

যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা বইয়ের রিভিউঃ (Pdf Books)

📗বইঃ যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা

🛂লেখকঃ হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ

🛃অনুবাদকঃ হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম

🔻প্রকাশনীঃ গাউসিয়া পাবলিকেশন্স

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf books download)

পেইজ সংখ্যাঃ ২১৩

ক্যাটাগরিঃ ইসলামিক বই

প্রকাশঃ ৪র্থ বার ২০১৩

যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা বই প্রকাশকের কথাঃ (pdf books)

যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মওলানা আশরাফ আলী থানবী ( রহঃ ) কর্তৃক লিখিত হুযুর পাক সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের জীবনীগ্রন্থ ‘ নশরু – তীব ফীযিকরিন্না বিয়্যীল হাবীব ( স . ) ‘ শীর্ষক কিতাবের বাংলা তরজমী । তরজমা করেছেন বাংলাদেশের বিশিষ্ট আলেম লেখক আলহাজ্জ মওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম ।

বাংলা ভাষায় ইতিমধ্যেই বেশ কয়েকখানি মৌলিক ও তরজমা সীরাত – গ্রন্থ প্রকাশিত হয়েছে । এমনিতে যে কোন সীরাত – গ্রন্থের মর্যাদা যথেষ্ট অধিক , তদুপরি মরহুম হযরত থানবী ( রহঃ ) -এর মত এক সর্বজনপরিচিত বুযুর্গের হাত থেকে অসায় স্বভাবতই এই সীরাত – গ্রন্থের মর্যাদা বৃদ্ধি পেয়ে এ কিতাবখানিকে অনন্য মহিমায় অধিষ্ঠিত করেছে ।

রসুলে করীম ( স . ) – এর জীবনী – গ্রন্থের ‘ যে ফুলের খুশবুতে সারা জাহান মাতােয়ারা ’ নামকরণের মধ্যেও অনুবাদকের রসূল – প্রীতির গভীরতা ফুটে উঠেছে সুন্দরভাবে । আসলে হুযুর পাক ( স . ) তো সারা দুনিয়াকে তাঁর শিক্ষার সুরভিতে সুরভিত ও সুবাসিতই করে গেছেন , যা সত্যসন্ধ মানুষ কখনও ভুলতে পারে না । (pdf books)

অনুবাদক তাঁর ভূমিকায় যে মর্মস্পর্শী ভাষায় কিয়া মতের ময়দানে এই কিতাবখানিকে নাজাতের উসিলা হিসাবে পাওয়ার আকুতি জানিয়েছেন , তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই গ্রন্থের তৃতীয় সংস্করণ ইসলামিক ফাউণ্ডে শনের পক্ষ থেকে প্রকাশের সরে জড়িত থেকে আমরাও একইভাবে রসূল ( স . ) – এর শাফ‘িঅতি লাভের জন্য আকুতি জানাই ।

আল্লাহ্ রাব্বল আলামীন এই কাজের সাথে জড়িত সকলকে নাজাত দিন এবং তাঁর প্রিয় হাবীব ( স . ) – এর দরবারে বার বার হাষিরা দেওয়ার তওফীক দান করুন । —আমীন

অনুবাদক হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম কিছু কথাঃ

যিনি সমগ্র সৃষ্টিজগতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি , যিনি মহত্তম অদির্শের অধিকারী , যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠতম পথিকৃৎ , যিনি স্রষ্টা ও পালনকর্তা আল্লাহ পাকের প্রিয়তম রসূল , পিয়ারা হাবীব , বিশ্ব – সভ্যতায় যাঁর অবদান সর্বাধিক , যিনি সমগ্র বিশ্বমানবের কল্যাণের জন্য প্রেরিত । যার আগমনের অপেক্ষা করেছেন লক্ষাধিক আম্বিয়ায়ে কিরাম যুগ যুগ ধরে ।

যিনি সাইয়েদুল মুরসালীন , খাতিমুন নাবিয়্যীন । যাঁর দীদার লাভ না হলে ব্যাকুল হতেন ফিরিশতাদের দলপতি হযরত জিবরাঈল ( আঃ ) । যার দরবারে জিবরাঈলকে ২৩ বছরে ২৪ হাজার বার হাযির হতে হয়েছে , যিনি আল্লাহ পাকের দীদার লাভ করেছেন শবে মি’রাজে । যিনি সর্বপ্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছেন , সারা বিশ্বে আজ দেড় শত কোটি মানুষ যার অনুসারী ।

যার অদির্শ মহান , অতুলনীয় , অদ্বিতীয় , চিরস্মরণীয় , চিরঅনুকরণীয় , চির সংরক্ষিত , চির – প্রশংসিত , তিনিই তাে সেই অনন্যসাধারণ ফুল যাঁর সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আনাস ( রাঃ ) বর্ণনা করেন ? আমি কোন কস্তুরী , কেনি অম্বির এবং কোন সুগন্ধি বস্তু হযরত রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের চেয়ে অধিকতর খুশবুদার পাইনি । (Pdf books)

যদি কারও সঙ্গে প্রিয়নবী ( স . ) মুসাফাহা ( করমর্দন ) করতেন , তবে সমস্ত দিন ঐ ব্যক্তির হাতে হুযুর সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম – এর মুসাফাহার খুশবু লেগেই থাকতাে । আর যদি কখনও কোন শিশুর মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন তবে খুশবুর কারণে ঐ শিশু হাজারো শিশুর মাঝে অত্যন্ত সহজে পরিচিত হতো ।

প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম একবার হযরত আনাস ( রাঃ ) -এর গৃহে বিশ্রাম করছিলেন । প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের দেহ মুবারক ঘর্মাক্ত হয়ে উঠল । হযরত আনাসের মাতা হুযুর সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের দেহ মুবারকের ঘাম একটি শিশিতে পুরে নিচ্ছিলেন । হুযুর সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম তাঁকে জিজ্ঞাসা করলেনঃ তুমি কি করছাে ? তিনি জবাব দিলেন ? হুযুর আমরা এগুলোকে আমাদের খুশবুর সঙ্গে মিশ্রিত করবাে ।

কেননা আপনার এই ঘাম সর্বোত্তম সুগন্ধি ।ইমাম বুখারী ( রহঃ ) হযরত জাবির ( রাঃ ) -এর সূত্রে “ তারীখে কবির ’ গ্রন্থে উল্লেখ করেন ঃ হুযুর সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম যদি কোন দলের সঙ্গে কোথাও গমন করতেন , যদি কেউ তার অনুসন্ধান করতো তবে সে শুধু খুশবুর কারণেই তার সন্ধান লাভ করতো । তাই , তিনিই সেই অপুর্ব বিস্ময়কর ফুল ‘ যে ফুলের খুশবুতে সরিাজাহান মাতোয়ারা ।

বহুদিন ধরে মনের গোপনতর প্রকোষ্ঠে এই আকাঙ্ক্ষা পোষণ করছিলাম যে , প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের মহান পূত – পবিত্র জীবনাদর্শ বাংলাভাষী মুসলমানদের খিদমতে পেশ করবো । অলিহামদুলিল্লাহ ।

আল্লাহ্ পাকের অগণিত শোকর যে , তিনি হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী ( রহঃ ) -এর অমর অবদান নশরুত্ – তীব ফীযিক্‌রিন্নাবিয়্যীল হাবীব ’ গ্রন্থের বঙ্গানুবাদ যে ফুলের খুশবুতে সরিাজাহনি মাতোয়ারা ” নামে পেশ করার তওফিক দান করেছেন । (Pdf books)

আল্লাহ্ পাকের এই বিশেষ নিয়ামত এবং তওফিকের জন্য তাঁর মহান হযুরে পেশ করছি সিজদায়ে শোকরানা । যাঁরা এই গ্রন্থের জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন এবং যারা এই পর্যায়ে আমাকে সাহায্য করেছেন , আমি তাদের সকলের জন্য অল্লাহ পাকের মহান দরবারে দু’হাত তুলে মুনাজাত করছি । প্রিয় পাঠক । দিন , রাত , সকাল , সন্ধ্যা , সপ্তাহ , মাস এবং বছরের নামে এই ক্ষণভঙ্গুর জীবনের মুহূর্তগুলো অতিবাহিত হচ্ছে ।

ঘনিয়ে আসছে এই ক্ষণস্থায়ী জগৎ থেকে বিদায়ের পালা । প্রতি মুহুর্তে এগিয়ে যাচ্ছি প্রকৃত মযিলের দিকে । সেদিন দূরে নয় , যেদিন আমাকে হাযির হতে হবে এক আল্লাহ্ পাকের মহান দরবারে । কিন্তু কি নিয়ে যাব ? সেদিনের জন্য কোন সম্বলই যে সংগ্রহ করতে সক্ষম হইনি , তাই ভীত – সন্ত্রস্ত অবস্থায় অবশেষে এই গ্রন্থ রচনায় আত্মনিয়ােগ করেছি ।

প্রিয় নবী হযরত রসূলে করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের মহান আদর্শ প্রচারের মাধ্যমে তাঁর অাশ্রয় নিয়েছি যাতে করে কিয়ামতের কঠিন দিনে তাঁর শাফাআতি লাভে ধন্য হই । রাহমাতুললিল আলামীনের আশ্রিত হয়ে অক্সাহ পাকের রহমতের ছায়ায় স্থান লাভ করি । মূলত এই আশা – আকাঙ্ক্ষা নিয়েই জীবনের সকল সাধনা এবং সকল আরাধনা ।

হে অম্লাহ ! কবুল কর । হে অগ্লিাহ্ । কবুল কর । হে অগ্লিাহ্ । যদি এই গ্রন্থের জন্য আমাকে সওয়াব দান করা পছন্দ কর , তবে তা এই অধমের তরফ থেকে তোমার প্রিয় নবী ( স . ) – কে দিও আর এই অধমকে তার মহান দরবারে বারে বারে হাযির হয়ে সালাম পেশ করার এবং তাঁর শাফা’অতি লাভ করার তওফিক দিও । বিনীত মোঃ আমিনুল ইসলাম৷

ইসলামিক অন্যান্য বইসমূহের পিডিএফ লিংক

মুজাফফর বিন মুহসিন সকল বইয়ের পিডিএফ || ডঃ মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব || শহীদুল্লাহ খান মাদানী || ড. আবূ বকর মোঃ জাকারিয়া মজুমদার || আব্দুর রাজ্জাক বিন ইউসুফ || আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী || ব্রাদার রাহুল হোসেন || ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর || আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক||ডা:জাকির নায়েক

যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা pdf books download

📥Download

💠যেভাবে পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন-দেখুন

Contact us Facebook page or Comment box.Visit tunetuni