Learn HTML Bangla pdf download from tunetuni.
html bangla pdf download
মানব সভ্যতার জন্য বিজ্ঞানের আশীর্বাদ স্বরূপ অসংখ্য অবদান এর মধ্যে ব্যবহার ও প্রয়ােজনীয়তার দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে কম্পিউটার নামক যন্ত্রটি । আর বর্তমানে কম্পিউটার নামক এই যন্ত্রটির সাথে যুক্ত হয়েছে আর এক মহার্ঘ্য বিষয় – “ ইন্টারনেট ” । ইন্টারনেট আবির্ভাবের দরুণ আমাদের দৈনন্দিন জীবন তথা যােগাযােগ ব্যবস্থা , লেখাপড়া , বিনােদন , কেনা – কাটা ইত্যাদি সব কিছুই হয়ে উঠেছে । সহজ থেকে সহজোত্তর ।
মুহূর্তের মধ্যেই ইন্টারনেট তথা ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কোন কাঙ্খিত তথ্য হাছিল কিংবা বিভিন্ন প্রয়ােজন মেটাতে সক্ষম হচ্ছি । আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওয়েবসাইট ডিজাইন বা তৈরির চাহিদা । ওয়েবসাইট তৈরিতে বিভিন্ন প্রােগ্রামিং ল্যাংগুয়েজ , স্টাইল শীট এর মধ্যে HTML ( Hyper Text Markup Language ) ব্যবহার বাধ্যতামূলক । এইচটিএমএলকে ওয়েবপেইজ তৈরির ভিত্তিও বলা হয়ে থাকে । এইচটিএমএল ব্যবহার করে নিজের ওয়েবসাইট তৈরি করার পাশাপাশি চাইলে আউটসাের্সিং এর মাধ্যমে আত্মকর্মসংস্থান এরও ব্যাপক সুযােগ রয়েছে ।
কেননা , বর্তমানে লােকাল মার্কেটপ্লেস এবং ফ্রীল্যান্সিং যে কোন এরিয়াতেই একজন এইচটিএমএল ডেভেলপারের চাহিদা অনেক । আর সহজে এবং স্বল্প সময়ে এইচটিএমএল শেখার জন্য লেখকের এই “ এইচটিএমএল -৫ ” বইটি অন্যতম এক প্রয়াস । একজন এইচটিএমএল এক্সপার্ট হয়ে কাজ করতে যে সকল বিষয়গুলাে সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়ােজন ( প্যারাগ্রাফ , টেক্সট ফরম্যাটিং , লিংক , ইমেজ , ফর্ম , টেবিল , অডিও , ভিডিও ইত্যাদি ) , তার প্রতিটি বিষয় সহজ ও সুষ্ঠুভাবে এই বইটিতে আলােচনা করা হয়েছে । পাশাপাশি এইচটিএমএল ব্যবহার করে বেশ কিছু বাস্তবমূখী প্রজেক্টের ব্যবহার দেখানাে হয়েছে৷
এইচটিএমএল ( HTML ) কী ? pdf download
হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ ( 1IyperText Markup Language ) এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচটিএমএল ( HTML ) । এটি কোন প্রােগ্রামিং ল্যাংগুয়েজ নয় , এটি মূলত একটি মার্কআপ ল্যাংগুয়েজ ।
Hyper : অতি পুরনাে ( IITML তৈরির পূর্বে ) কম্পিউটার গুলােতে কোন লেখাকে বিশেষভাবে প্রকাশ করার জন্য লেখার নিচে রেখা টানা হত । কিন্তু বর্তমানে শুধু রেখাই নয় , ” IIyper ” এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন অন্য কোন ওয়েবপেইজ এ প্রবেশ করতেও সক্ষম হচ্ছে ।
Text : Text বলতে মূলত আমরা যা পড়তে পারি । এটি কোন শব্দ বা শব্দের সমষ্টিকে বুঝায় ।
Markup : ওয়েবপেজের গঠন নির্ধারণ / প্রয়ােজনীয় পরিবর্তন সাধন করতে ব্যবহৃত পদ্ধতিই হচ্ছে Markup . যেমন : সাধারণত কোন টেক্সটকে লিংক করার জন্য ট্যাগ ব্যবহৃত হয় ।
Language : এক্ষেত্রে ল্যাংগুয়েজ বলতে কম্পিউটারের জন্য ব্যবহৃত বিভিন্ন ল্যাংগুয়েজকে বুঝানাে হয়ে থাকে । যেমনঃ UITML ( Markup Language ) , XML ( Markup Language ) , PIIP ( Programming Language ) ইত্যাদি ।
ল্যাংগুয়েজ কিভাবে কাজ করেঃ Pdf Download
কোন ভিজিটর যখন ওয়েব সার্ভারের নিকট কোন এইচটিএমএল ফাইল এর জন্য রিকোয়েস্ট পাঠায় , ওয়েব সার্ভার তখন ভিজিটর এর কম্পিউটারে ASCII ( American Standard Code for Information Interchange ) টেক্সট এর এক দীর্ঘ স্ট্রিং পাঠায় এবং ভিজিটর এর ব্রাউজার তখন এটিকে ওয়েবপেজ আকারে প্রদর্শন করে । ব্রাউজারে প্রদর্শিত ওয়েবপেজ এর গঠন কিরূপ হবে , টেক্সটসমূহ কিভাবে প্রদর্শিত হবে ইত্যাদি বিষয় নির্ভর করে এইচটিএমএল ফাইল / পেজ এ ব্যবহৃত বিভিন্ন ট্যাগ এর উপর । এ বইয়ের পরবর্তীতে আমরা ট্যাগ নিয়ে বিস্তারিত আলােচনা করবাে ।
এইচটিএমএল ল্যাংগুয়েজের প্রয়ােজনীয়তাঃ Pdf Download
ওয়েবপেজ তৈরিতে HTML ল্যাংগুয়েজ ভিত্তি হিসেবে কাজ করে । HTML ব্যাতিত কোন ওয়েবসাইট তৈরি / ডিজাইন / ডেভেলপ করা সম্ভব নয় । যদিও HTML কোন পরিপূর্ণ ল্যাংগুয়েজ নয় । HTML ব্যবহার করে কেবল স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায় । নিচে HTML এ তৈরি একটি ওয়েবপেজ এর চিত্র দেখানাে হল ।
উক্ত পেজে বিভিন্ন স্টাইল প্রয়ােগ করে পরিপূর্ণতা আনার জন্য CSS ( Cascading Style Sheet ) ব্যবহার করা আবশ্যক । Css সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার জন্য লেখকের “ সিএসএস ( ৩ ) অ্যান্ড ডিভ ” বইটি সংগ্রহ করে নিতে পারেন । তাছাড়া বিভিন্ন মাল্টিমিডিয়া , ফ্ল্যাশ , অ্যাপ্লিকেশন তথাপি ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য বিভিন্ন প্রােগ্রামিং ল্যাংগুয়েজ ( PHP , JAVA , JavaScript ইত্যাদি ) ব্যবহার করা যেতে পারে । pdf
কিন্তু পূর্বেই বলা হয়েছে যে , ওয়েবপেজের কনটেন্টকে ( টেক্সট , অডিউ , ভিডিও ইত্যাদি ) ব্রাউজারে প্রদর্শন করানাের জন্য HTML ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়ে থাকে । তাহলে চিন্তা করে দেখুন যে , আপনার ওয়েবসাইটে যতই স্টাইল ব্যবহার করা হােক , আর প্রােগ্রামিং ব্যবহার করে যতই ডাইনামিক করার চেষ্টা করা হােক না কেন , ওয়েবসাইটের কনটেন্ট ই যদি প্রদর্শিত না হয় – তাহলে সবই বৃথা । সুতরাং বলা যেতে পারে , দালান তৈরিতে যেমন ইট , সিমেন্ট ব্যবহার অপরিহার্য , ঠিক তেমনি ওয়েবসাইট তৈরিতে HTML .
ক্যারিয়ার হিসেবে HTML ল্যাংগুয়েজঃ Pdf Download
বর্তমান বিশ্বে Web Design / Development এর চাহিদা দিন দিন বেড়েই চলছে । আর ওয়েব ডিজাইনিংয়ের জন্য অপরিহার্য ল্যাংগুয়েজ হচ্ছে HTML , লােকাল মার্কেটপ্লেসগুলােতে রয়েছে এর ব্যাপক চাহিদা । প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান / কোম্পানী আজ বিশ্বব্যাপী তাদের ব্যবসা পরিচালনা করার জন্য ওয়েবসাইট তৈরির দিকে ঝুক দিচ্ছে । আর তারই সাথে বাড়ছে HTML এর চাহিদা । তাছাড়া শুধুমাত্র HTML এর উপর অনলাইনে রয়েছে অসংখ্য কাজ । HTML এর উপর দক্ষ হয়ে আজ অনলাইন এর মাধ্যমে ঘরে বসেই হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব ।

1. Learn HTML 5.0 in Bangla pdf download by Abdullah Al Faruk
HTML 5.0 Abdullah Al Faruk PDFডাউনলোড করুন
2. এইচ টি এম এল(HTML) শেখার বই মিজানুর রহমান pdf
HTML Mizanur Rahman PDFডাউনলোড করুন