Social work second paper guide book pdf download from Tunetuni.

বইঃ | সমাজকর্ম ২য় পত্র |
শ্রেণীঃ | উচ্চমাধ্যমিক |
টাইপঃ | গাইডবই |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল(PDF) |
ক্যাটাগরিঃ | HSC |
HSC সমাজকর্ম ২য় পত্র গাইড pdf download
এইচএসসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য সমাজকর্ম ২য় পত্র গাইড এর পিডিএফ নিয়ে আসলাম ৷ তোমরা অনেকেই সমাজকর্ম গাইড বই পিডিএফ চেয়েছো ৷ তাছাড়া তোমরা গুগলে কিংবা বিভিন্ন জায়গায় সমাজকর্ম গাইড বই পিডিএফ খোঁজে থাকো ৷ তাই তোমাদের জন্য আজকে সমাজকর্ম প্রথম পত্র, দ্বিতীয় পত্র গাইড বই পিডিএফ নিয়ে আসলাম ৷ তোমরা এখানে পাবে বিজ্ঞান শাখার সকল বইয়ের পিডিএফ, ব্যবসা শাখার সকল বইয়ের পিডিএফ এবং মানবিক শাখার সকল বইয়ের পিডিএফ ৷ তাই আমাদের সাইটটির HSC ক্যাটাগরিতে ভিজিট করুন ৷
উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র গাইড pdf download
সামাজিক জীব হিসেবে বেঁচে থাকার জন্য মানুষকে বহুমুখী চাহিদা ( Needs ) পূরণ করতে হয় । প্রয়োজনসমূহ যথাযথভাবে পূরণ না হলে , সামাজিক জীব হিসেবে মানুষের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয় । এজন্য স্বাস্থ্য , শিক্ষা , গৃহায়ন , চিত্তবিনোদনসহ সবধরনের মানবসেবা ( Human Services ) কার্যক্রম প্রত্যক্ষভাবে মৌলিক মানবিক চাহিদা পূরণের লক্ষ্যে বাস্তবায়ন করা হয় ।
এজন্য দেখা যায় , সমাজে প্রত্যেক মানুষ অন্যের সাহায্য ছাড়া নিজের প্রচেষ্টায় সন্তোষজনক মানবিক চাহিদা ( Human needs ) পূরণের উপায় বের করার প্রত্যাশা করে । যখন মানুষ এরূপ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় , তখন সরকারি বেসরকারি পর্যায়ে পরিচালিত সমাজসেবা কার্যক্রমের ( Social Service Activities ) মাধ্যমে মানবিক চাহিদা পূরণে তাদেরকে সাহায্য করা হয় ।
মনীষী এফ ইলেন নিটিং ( F Ellen Netting ) উদ্ধৃত সংজ্ঞানুযায়ী , “ চাহিদা ( Needs ) হলো এমন যে কোন চিহ্নিত অবস্থা , যে অবস্থায় মানুষ ব্যক্তি হিসেবে অথবা পরিবারের সদস্য হিসেবে নিজের পূর্ণ ক্ষমতা বিকাশে বাধাপ্রাপ্ত হয় । ” মানবিক চাহিদার বিভিন্ন দিকগুলো ( Various aspects of human needs ) হলো—
সমাজকর্ম গাইড বই pdf download
শারীরিক চাহিদা ( Physical needs ) : যেমন— খাদ্য , আশ্রয় , নিরাপত্তা , স্বাস্থ্যসেবা এবং নীয় স্বাস্থ্য সংরক্ষণ ;
ব্যক্তিগত পরিপূর্ণতার চাহিদা ( Personal fulfillment needs ) : যেমন— শিক্ষা , চিত্তবিনোদন , মূল্যবোধ , নীতিবোধ , ধর্ম এবং সাফল্য অর্জন ;
আবেগীয় চাহিদা ( Emotional needs ) : যেমন— সমাজের কোন দল বা গোষ্ঠীর অঙ্গিভূত অনুভব করা , পারস্পরিক স্বীকৃতি ও সঙ্গপ্রিয়তা , সম্পদের মালিকানার অনুভূতি , বন্ধুত্ব ;
আত্মধারণার চাহিদা ( Self – esteem needs ) : যেমন— আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ , আত্মপরিচিতি এবং স্বকীয় স্বাতন্ত্র্যবোধ ।
পেশাদার সমাজকর্মের মূল উৎস ( Basic roots ) স্বেচ্ছাসেবী সমাজসেবা কার্যক্রম ও স্বেচ্ছাসেবী আন্দোলনের মধ্যে নিহিত । অতীতে স্বেচ্ছাপ্রণোদিত উদ্যোগে সামাজিক সমস্যার সমাধান বা নিয়ন্ত্রণ করা হতো । সমাজকল্যাণ প্রচেষ্টাসমূহ ছিল স্বেচ্ছাভিত্তিক ও সাময়িক । স্বেচ্ছাসেবীদের মানবিক অনুভূতি , ভাবাবেগ ও ধর্মীয় মূল্যবোধ সমাজসেবার পেছনে কাজ করতো । পারস্পরিক সহমর্মিতা , সহানুভূতি ও ধর্মীয় অনুশাসনের প্রভাবে উদ্বুদ্ধ হয়ে সমাজসেবামূলক কার্যক্রম সম্পাদিত হতো । Link