Social work book pdf download from Tunetuni.

বইঃ | সমাজকর্ম ১ম পত্র |
শ্রেণীঃ | উচ্চমাধ্যমিক |
টাইপঃ | গাইডবই |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল(PDF) |
ক্যাটাগরিঃ | HSC |
HSC সমাজকর্ম ১ম পত্র গাইড pdf download
এইচএসসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য সমাজকর্ম প্রথম পত্র গাইড এর পিডিএফ নিয়ে আসলাম ৷ তোমরা অনেকেই সমাজকর্ম গাইড বই পিডিএফ চেয়েছো ৷ তাছাড়া তোমরা গুগলে কিংবা বিভিন্ন জায়গায় সমাজকর্ম গাইড বই পিডিএফ খোঁজে থাকো ৷ তাই তোমাদের জন্য আজকে সমাজকর্ম প্রথম পত্র, দ্বিতীয় পত্র গাইড বই পিডিএফ নিয়ে আসলাম ৷ তোমরা এখানে পাবে বিজ্ঞান শাখার সকল বইয়ের পিডিএফ, ব্যবসা শাখার সকল বইয়ের পিডিএফ এবং মানবিক শাখার সকল বইয়ের পিডিএফ ৷ তাই আমাদের সাইটটির HSC ক্যাটাগরিতে ভিজিট করুন ৷
উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র গাইড pdf download
আরমান্ডো মোরেলস এবং বিডব্লিউ শ্যাফর ( Armando Morales and BW Sheafor ) এর মতে , আধুনিক শিল্প সমাজের ক্রমবিকাশমান জটিলতার ফল হলো পেশাদার সমাজকর্ম । যে সমাজে মানুষ পরিবার , প্রতিবেশী এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে গতানুগতিক উপায়ে কার্যকরভাবে তাদের চাহিদা পূরণে ব্যর্থ । ( Social work has been a product of an increasingly complex world that makes it difficult for people to meet their needs effectively through conventional interaction with family , friends , neighbours and the various social institutions . )
পেশাদার সমাজকর্মের মূল উৎস ( Basic roots ) স্বেচ্ছাসেবী সমাজসেবা কার্যক্রম ও স্বেচ্ছাসেবী আন্দোলনের মধ্যে নিহিত । অতীতে স্বেচ্ছাপ্রণোদিত উদ্যোগে সামাজিক সমস্যার সমাধান বা নিয়ন্ত্রণ করা হতো । সমাজকল্যাণ প্রচেষ্টাসমূহ ছিল স্বেচ্ছাভিত্তিক ও সাময়িক । স্বেচ্ছাসেবীদের মানবিক অনুভূতি , ভাবাবেগ ও ধর্মীয় মূল্যবোধ সমাজসেবার পেছনে কাজ করতো । পারস্পরিক সহমর্মিতা , সহানুভূতি ও ধর্মীয় অনুশাসনের প্রভাবে উদ্বুদ্ধ হয়ে সমাজসেবামূলক কার্যক্রম সম্পাদিত হতো ।
সমাজকর্ম গাইড বই pdf download
বিপ্লব সমাজে ব্যাপক পরিবর্তন বয়ে আনে । শিল্প বিপ্লবের পর সমাজ জটিল আকার ধারণ করে । জটিল সমাজের বহুমুখী সমস্যা মোকাবেলায় স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টা অপর্যাপ্ত ও অকার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে পেশাদার সমাজকর্মের প্রয়োজন দেখা দেয় । সমাজকর্ম একাধারে ব্যবহারিক সামাজিক বিজ্ঞান , সাহায্যকারী পেশা এবং সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া ( Scientific process ) । পেশাগত অর্থে ‘ সমাজকর্ম বলতে কতকগুলো পদ্ধতিনির্ভর সুসংগঠিত প্রাতিষ্ঠানিক সেবাকার্যক্রমকে বোঝায় , যেগুলো মানুষকে তার পরিবেশের সার্বিক অবস্থা কার্যকর মোকাবেলা করতে সক্ষম করে তোলে ।
সমাজকল্যাণ সেবার ( Social Welfare Services ) সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত হলো সমাজকর্ম । সমাজকর্ম শিক্ষার অনুমোদিত ( Accredited ) ডিগ্রীধারীদের জন্য সমাজকর্ম হলো পেশাগত বৃত্তি ( Professional Occupation ) । সমাজকর্ম এবং সমাজকর্মী প্রত্যয় নির্দিষ্ট পেশা ও পেশাদার ব্যক্তিদের নির্দেশ করে । যার জন্য বিশেষ জ্ঞান , দক্ষতা , মূল্যবোধ , নৈতিক মানদণ্ড রয়েছে । অনেক সময় সাধারণ ধারণা অনুযায়ী গণমাধ্যমগুলো সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণকারীদের সমাজকর্মী হিসেবে প্রচার করে ; যদিও তারা পেশাদার সমাজকর্মের অন্তর্ভুক্ত নয় । Link