HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইড pdf download

5/5 - (1 vote)

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইড ১ম ও ২য় পত্র pdf download from Tunetuni.

HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইড pdf download

যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণারই বহিঃপ্রকাশ । বিশ্বগ্রাম ধারণার মূল চালিকাশক্তি কম্পিউটার প্রযুক্তি । এ প্রযুক্তি মানুষ এবং তথ্যের মাঝে সমন্বয় সৃষ্টি করে তথ্যনির্ভর সমাজব্যবস্থা সৃষ্টির মাধ্যমে যোগাযোগব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে । বর্তমান সময়ের যোগাযোগ ব্যবস্থাকে বিভিন্ন পর্যায়ে আলোচনা করা যেতে পারে । যেমন :

ক . যাতায়াত ব্যবস্থা

খ . টেলিযোগাযোগ ব্যবস্থা ।

ক . যাতায়াতব্যবস্থা : যোগাযোগের প্রাচীনতম মাধ্যম । আদিম সমাজব্যবস্থায় যাতায়াতব্যবস্থাই ছিল মানুষের সাথে যোগাযোগ করার একমাত্র উপায় । কিন্তু তখন যাতায়াত ব্যবস্থা বর্তমান সময়ের মতো এত সহজ ছিল না । মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই হেঁটে যাতায়াত করত । বাহন বলতে পশু ছাড়া আর কিছুই ছিল না । বানবাহন আবিষ্কারের মাধ্যমে যাতায়াতব্যবস্থা সহজ এবং দ্রুত হয় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই যাতায়াতব্যবস্থাকে আরও সহজলভ্য এবং দ্রুতগামী করেছে ।

উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি pdf download

কেননা এখন ঘরে বসেই সকল প্রকার প্রস্তুতি নেয়া সম্ভব । প্লেন বা বাস – লঞ্চ – ট্রেন এর টিকিট ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ক্রয় করা যায় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সড়ক , নৌ , ট্রেন ও বিমান যোগাযোগের ক্ষেত্রে পরিচালনা অনেক সহজ এবং দক্ষতার সাথে পরিচালনা করা যায় । ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা টিকেট বুকিং আবহাওয়া সংকেত নির্ধারণ ইত্যাদি সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আধুনিক যাতায়াতব্যবস্থা আরও বেশি সহজ এবং ফলপ্রসূ হয়েছে ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইড pdf download

খ . টেলিযোগাযোগ ব্যবস্থা : তারের মাধ্যমে দূরবর্তী স্থানে তথ্য আদান – প্রদানের টেলিযোগাযোগের সূচনা । কালক্রমে তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে তারহীন বার্তা প্রেরণ সম্ভব হয়েছে । আইসিটি ( ICT ) বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির সহায়তায় ইলেক্ট্রনিক ট্রান্সমিটার সিস্টেম ব্যবহার করে ইলেক্ট্রম্যাগনেট বা তড়িৎ চুম্বক তরঙ্গের সাহায্যে বিনা তারে এক স্থান হতে অন্য স্থানে সংকেত আদান – প্রদানের মাধ্যমে তথ্য আদান – প্রদান আধুনিক টেলিযোগাযোগের একটি রূপ ।

মোবাইল ফোন , রেডিও , টেলিভিশন , ইন্টারনেট ইত্যাদি আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থারই ফসল । এসব যন্ত্রাংশ বিভিন্ন প্রকার নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে সমগ্র বিশ্বকে একীভূত করেছে । এখন খুব সহজেই তুমি বাংলাদেশে বসে টেলিযোগাযোগের মাধ্যমে আমেরিকায় বা লন্ডন বা পৃথিবীর যে কোনো দেশে বসবাসরত তোমার আত্মীয়স্বজন বা বন্ধু – বান্ধবের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ স্থাপন করতে পার । মনে হবে তোমরা যেন একে অপরের খুব কাছাকাছি একই ঘরে বা গ্রামে আছ । আর এটাই হলো বিশ্বগ্রামের ধারণার বাস্তবরূপ । সমগ্র বিশ্বটা যেন ছোট্ট একটি গ্রাম ।

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম ও ২য় পত্র গাইড pdf download

চাইলেই একজন ব্যক্তি বিভিন্ন লোকেশনে থাকা অপর একাধিক ব্যক্তির সাথে টেলিফোনের ব্যবহারে , একই সময়ে সহজেই মতামত বিনিময় করতে পারে । একে টেলিকনফারেন্সিং বলা হয় । Multime টেলিযোগাযোগের মাধ্যমে তথ্য আদান – প্রদান বা তথ্য শেয়ার করে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এর মাধ্যমে একটি জাতি অপর একটি জাতির শিক্ষা , সমাজ , সংস্কৃত তথ্য সকল প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানতে পারে । এতে করে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহযোগী হয়ে ওঠে । এক্ষেত্রে কম্পিউটার অপরিহার্য ।

কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেট , ই – মেইল , ই – কমার্স ইত্যাদি প্রযুক্তির সাথে যুক্ত হয়ে মানুষ তথ্য আদান – প্রদান ও তথ্য শেয়ার করে নিজেদের জীবনকে অনেক সহজ ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারে । নিচে এসব প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া হলো : also link

Download Now HSC ICT Book PDF

HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইড pdf download

HSC ICT pdfডাউনলোড করুন

FAQ

information and communications technology

বইটির পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন তা দেখার জন্য এখানে ক্লিক করুন৷