HSC অর্থনীতি ২য় পত্র গাইড Pdf Download | HSC Book Pdf

4.5/5 - (2 votes)

hsc economics second paper guide book pdf free download from Tunetuni.

উচ্চমাধ্যমিক অর্থনীতি ২য় পত্র গাইড Pdf Download

মানবিক শাখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা উচ্চমাধ্যমিকে পড়াশোনা করো তাদের জন্য নিয়ে এলাম অর্থনীতি দ্বিতীয় পত্র গাইড পিডিএফ৷ এর আগের পোস্টে আমি দিয়েছি অর্থনীতি প্রথম পত্র গাইড পিডিএফ৷ তাছাড়াও মানবিক শাখার সকল বইয়ের পিডিএফ গুলো দেওয়া হয়েছে৷ তোমরা সাইটটি ভিজিট করে বইগুলোর পিডিএফ সংগ্রহ করতে পারো ধন্যবাদ ৷

অর্থনীতি ২য়পত্র বইয়ের অধ্যায়সমূহঃ

অধ্যায়-১ বাংলাদেশের অর্থনীতি পরিচয়

অধ্যায়-২ বাংলাদেশের কৃষি

অধ্যায়-৩ বাংলাদেশের শিল্প

অধ্যায়-৪ জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান

অধ্যায়-৫ খাদ্য নিরাপত্তা

অধ্যায়-৬ অর্থায়ন

অধ্যায়-৭ মুদ্রাস্ফীতি

অধ্যায়-৮ আন্তর্জাতিক বাণিজ্য

অধ্যায়-৯ সরকারি অর্থব্যবস্থা

অধ্যায়-১০ উন্নয়ন পরিকল্পনা

HSC অর্থনীতি বই pdf download

কৃষি হচ্ছে আমাদের অর্থনীতির প্রাণশক্তি । কৃষি এখনো দেশের অধিকাংশ জনগণের জীবিকার প্রধান অবলম্বন আর আমাদের দেশ একটি কৃষিপ্রধান দেশ । মোট জাতীয় আয়ের ৬৫ শতাংশই আসে কৃষি খাত থেকে । তাছাড়া দেশের ৮০ শতাংশ মানুষই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কৃষি কাজের সাথে জড়িত । বলতে গেলে এখনও আমাদের দেশে জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন হচ্ছে কৃষি ।

কিন্তু আমাদের অর্থনীতিতে কৃষির এতো গুরুত্ব থাকা সত্ত্বেও এই খাতের উন্নয়নে সত্যিকার অর্থে কোনো বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হয়নি । যে কারণে প্রচুর সম্ভাবনা থাকার পরেও অন্য দশটি দেশের তুলনায় আমাদের দেশে কৃষি ক্ষেত্রে উৎপাদন আশানুরূপ পরিমাণে বাড়ানো সম্ভব হয়নি । আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে পৃথিবীর অন্যান্য দেশ যেখানে ফলন প্রত্যাশার চেয়েও বেশি পরিমাণ বাড়াতে সক্ষম হয়েছে সেখানে আমাদের অগ্রগতি অতি সামান্যই ।

অর্থনীতি বই pdf download

অথচ কৃষি উৎপাদন বৃদ্ধির সহায়ক এমন কিছু প্রাকৃতিক সুবিধা আমাদের দেশে রয়েছে যা অনেক দেশেই নেই । কেননা আমাদের দেশের মাটির মতো এতো উর্বর মাটি খুব কম দেশেই রয়েছে । তাছাড়া অন্যান্য অনেক দেশেই যেমন ভূমির বিশাল অংশজুড়ে রয়েছে পাহাড় , পর্বত এবং মরুভূমির মতো অনাবাদী জমি , আমাদের দেশে সেখানে খুব সামান্য জমিই পাওয়া যাবে যা চাষাবাদের অযোগ্য ।

আমাদের দেশ আয়তনে ছোট হলেও এখানে পতিত জমির পরিমাণ খুব কম । কিছু পার্বত্য এলাকা বাদে দেশের প্রায় সবটা ভূমি আবাদযোগ্য । এ ছাড়া রয়েছে আমাদের প্রকৃতির আরেক অবদান মূল্যবান পানিসম্পদ , যা পৃথিবীর খুব কম দেশেই রয়েছে । অনেক দেশে যেমন কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কৃত্রিম বৃষ্টিপাত , কৃত্রিম নদ – নদী ও হ্রদ তৈরি করে সেচ সুবিধা প্রদানের ব্যবস্থা নেয়া হয়ে থাকে , আমাদের দেশে সেখানে এগুলো করার কোনো প্রয়োজনই হয় না । কেননা , আমাদের রয়েছে অসংখ্য নদী – নালা , খাল – বিল , পুকুর – দীঘি এবং জলাশয় । এ ছাড়া বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাতও হয় আমাদের দেশে ।

এইসএসসি অর্থনীতি ২য় পত্র গাইড Pdf Download

পানিসম্পদের এই বিশাল ভাণ্ডার পরিকল্পিতভাবে সংরক্ষণ ও কৃষি কাজে তা প্রয়োজনের সময় ব্যবহার করতে পারলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে তা রাখতে পারে অসামান্য অবদান । যদিও ভারতীয় ফারাক্কা বাঁধের আগ্রাসনে বর্তমানে পানি প্রবাহের ধারাতে অনেকটা বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে আমাদের কৃষি জমিতে পানি সরবরাহসহ নদীর নাব্যতার ক্ষেত্রে ।

hsc economics 2nd paper pdf download

Download Now HSC Economics 2nd Paper Pdf Book

wait with us..

HSC অর্থনীতি ১ম পত্র বই Pdf Link