homeopathic medicine bangla pdf book download from tunetuni.
হোমিওপ্যাথি চিকিৎসা বই pdf download || হোমিও এর বই pdf
হােমিওপ্যাথির চিকিতসায় সহায়ক হিসেবে বেশ ভালাে একটি বই । এই বইয়ে বিজ্ঞান সম্মত যুক্তি তথ্যের ভিত্তিতে বিভিন্ন রােগের কারণ , শারিরিক বহিপ্রকাশ আর তার সমাধানের ঔষধ সম্পর্কে বিস্তারিত লেখা আছে । কোন হােমিওপ্যাথীর ডাক্তার বইটি পড়ে যে জ্ঞান অর্জন করবেন , তাতে রােগীর রােগের লক্ষণগুলাে শুনেই রােগটি ধরতে পারবেন এবং প্রয়ােজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে পারবেন ।
বর্তমানে আমাদের শিক্ষিত সমাজে হােমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে স্বল্প জ্ঞান সম্পন্ন বহুলােক হােমিওপ্যাথিক ঔষধের প্রকৃত চিত্র হৃদয়ঙ্গম না করে পারিবারিক ও পাড়া প্রতিবেশীদের চিকিৎসায় রত আছেন । তাঁরা ব্যথা পেলে “ আৰ্ণিকা ” গর্ভ অবস্থায় “ পালসেটিলা ” বমি হইলে “ ইপিকাক ” সর্দি কাশিতে “ রাসটক্স ” পেটের অসুখে “ নাক্সভমিকা ” ইত্যাদি প্রকারে রােগীতে ঔষধ প্রয়ােগ করে থাকেন ।
ফলে কোন ক্ষেত্রে কোন রােগীর সহিত কোন ঔষধের মিল থাকলে কৃতকার্য হন এবং আহ্লাদে হােমিওপ্যাথির গুণ কীর্তন করেন । তবে দুঃখজনক হলেও সত্য যে , বেশীর ভাগ ক্ষেত্রেই তাঁরা অকৃতকার্য হন । তৎপর একটির পর একটি ঔষধ ও শক্তি বদল করতে করতে অবশেষে হতাশ হয়ে নানা প্রকার বিরূপ মন্তব্য করেন । এই ব্যর্থতার কারণ হােমিওপ্যাথিক একটি বিরাট বৈজ্ঞানিক তথ্য সম্বলিত চিকিৎসা শাস্ত্র ।
আয়ুর্বেদিক চিকিৎসা বই pdf || হারবাল চিকিৎসা বই pdf
এই শাস্ত্র সম্বন্ধে মহা – মনিষীদের রচিত বিরাট বিরাট গ্রন্থ হতে পূর্ণাঙ্গ জ্ঞান আহরণ করে সকল রােগীক্ষেত্রে মানসিক ও শারীরিক ভাবে ঔষধ নির্বাচন ও মাত্রা বা শক্তি প্রয়ােগ করে সফলতা আনা আমার মত সাধারণ জ্ঞান সম্পন্ন চিকিৎসকের পক্ষে পঁয়তাল্লিশ বছরেও সম্ভব হয়নি ।
তাই এই পুস্তকে অতি সহজ সরল ভাষায় সমাজের সকল স্তরের শিক্ষিত , স্বল্প শিক্ষিত লােক যারা কর্মক্ষেত্রে বিভিন্ন পেশায় নিয়ােজিত থেকে অবসর সময়ে নিজে নিজে হােমিওপ্যাথিক চর্চা করেন অর্থাৎ পারিবারিক চিকিৎসা করে থাকেন , কিংবা সদ্য পাশ করা চিকিৎসক , অধ্যয়নরত ছাত্র , তাহাদের পক্ষে যাতে মানসিক বা শারীরিকভাবে পুর্ণাঙ্গরূপে সঠিক ঔষধ নির্বাচন করতে না পারলেও অন্তঃত পক্ষে কয়েকটি বিশেষ নির্দিষ্ট লক্ষণের উপর নির্ভর করে ও পার্থক্য নির্ণয় করে মােটামুটিভাবে সঠিক ঔষধ নির্বাচন করতে পারেন তার আপ্রাণ চেষ্টা করেছি মাত্র ।
যদি কেহ এই পুস্তকের সহায়তায় এবং মহামান্য হ্যানিম্যানের অনুসৃত মূলনীতি অনুযায়ী লিখিত অন্যান্য মনিষীদের মেটিরিয়ামেডিকা ও অর্গানন পাঠে সঠিক ঔষধ ও মাত্রা নির্বাচন করে রােগীতে সফলতা এনে প্রকৃত হােমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের প্রসার কার্যে সামান্যতম অবদান রাখতে পারেন তবে আমার দীর্ঘ জীবনের সাধনা সার্থক হয়েছে মনে করব । এই পুস্তকের সূচীপত্রে প্রচলিত রােগের নাম লিখা হয়েছে ।
কারণ সাধারণতঃ মানুষের অসুস্থতায় যে দুই একটি উপসর্গ প্রকাশ পায় , সেই উপসর্গকেই বিভিন্ন রােগের নাম দিয়ে রােগীরা হােমিওপ্যাথিক চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য আসেন । কিন্তু হােমিওপ্যাথিতে কোন রােগের চিকিৎসা হয় না , রােগীর চিকিৎসা করা হয় । তাই পাঠক পাঠিকাদের সুবিধার্থে ঔষধ পরিচিতির ক্ষেত্রে রােগকে রােগীতে রূপ দিয়ে ঔষধের বিবরণ লেখা হয়েছে । তাছাড়া শিক্ষার্থীদের হৃদয়ঙ্গমের জন্য কোন কোন বাক্য বা বিষয়বস্তু বার বার আলােচনা করা হয়েছে । এতদ সত্ত্বেও পুস্তকটিতে কিছু কিছু ভুল থাকা অস্বাভাবিক নয় ।
1. আকুপ্রেসার বই pdf download
আকুপ্রেসার বই pdfলিংকে ক্লিক করে বইটি ডাউনলোড করুন
2. এলোপ্যাথিক চিকিৎসা বই pdf
এলোপ্যাথিক চিকিৎসা বই pdfলিংকে ক্লিক করে বইটি ডাউনলোড করুন
3. ইকিগাই বই pdf
ইকিগাই বই pdfলিংকে ক্লিক করে বইটি ডাউনলোড করুন
4. যোগশিক্ষা বই pdf
যোগশিক্ষা বই pdfলিংকে ক্লিক করে বইটি ডাউনলোড করুন
বিস্ময়কর লক্ষনে হোমিও চিকিৎসা pdf download
হােমিওপ্যাথি অর্থ সদৃশ – নিদান ( Like feelings ) . এই সদৃশ – নিদান তত্বটিই হােমিওপ্যাথিকে অন্যান্য চিকিৎসা – পদ্ধতি হতে পৃথক করেছে ।
কাঁটা দিয়ে যেমন কাঁটা তুলতে হয় , আগ্নেয় অস্ত্রের মােকাবেলায় যেমন আগ্নেয়াস্ত্রেরই প্রয়ােজন হয় । রােগের তথা রােগ লক্ষণের মােকাবেলায় তেমনই সদৃশ লক্ষণ বিশিষ্ট ওষুধের প্রয়ােজন । কোন আক্রমণের মােকাবেলায় বিজয়ী হতে যেমন অধিকতর শক্তিশালী আক্রমণের প্রয়ােজন , রােগ – লক্ষণ ধ্বংস করতে তেমনই অধিকতর শক্তিশালী গুণ বা ধর্মসম্পন্ন ঔষধি শক্তির প্রয়ােজন । তেমনই স্রষ্টা যেমন রােগ সৃষ্টি করেছেন সমগুণসম্পন্ন ঔষধি দ্রব্যও সৃষ্টি করেছেন ।
চিকিৎসকগণ ঐ ওষুধি দ্রব্য হতেই বিশেষ প্রক্রিয়া গ্রহণপূর্বক অধিকতর শক্তিশালী ওষুধ বাজারজাত করেছেন । রােগ যেহেতু জীবের বিশেষত প্রাণীর দেহ ও মনের লক্ষণ – সমষ্টির ফল সেহেতু চিকিৎসকের কর্তব্য হল- নির্দিষ্ট লক্ষণ – সমষ্টির মােকাবেলায় সঠিক ওষুধি শক্তি নির্বাচন করা ।
চিকিৎসা বই pdf || প্রাথমিক চিকিৎসা বই pdf
প্রাণীর রােগলক্ষণসমূহ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত । চিকিৎসকের একমাত্র কৃতিত্ব হল- রােগ – লক্ষণ বিবেচ্য সঠিক ওষুধি – শক্তিটি নির্বাচন করা । দৈহিক কসরত বা আঘাতজনিত সৃষ্ট রােগে লক্ষণ যা – ই হােক Arnica Mont- ই একমাত্র ওষুধ । আবার রােগ সৃষ্টির উৎস যদি একই হয় সেখানে রােগ বিভিন্ন হলেও এবং বিভিন্ন রােগের লক্ষণ বিভিন্ন হলেও ওষুধ প্রয়ােজন হবে একই ।
এছাড়া , কোন কোন রােগের এমন কতগুলাে লক্ষণ আছে যে , সেই লক্ষণ একটি ওষুধ ছাড়া অন্য কোন ওষুধে নেই , সেগুলােকে বিরল বা বিস্ময়কর লক্ষণ বলা হয়ে থাকে । প্রতিটি ওষুধেরই একটি চারিত্রিক বৈশিষ্ট থাকে ।
যার উপর নির্ভর করেই ওষুধ নির্বাচিত হয় ; সেগুলােকে চারিত্রিক বৈশিষ্ট বা চারিত্রিক লক্ষণ বা ধাতুগত লক্ষণ নামে অভিহিত করা হয়ে থাকে । তাই এই গ্রন্থে বিস্ময়কর লক্ষণের বাম পার্শ্বে ও চিহ্ন , ধাতুগত লক্ষণের বাম পার্শ্বে ঐ চিহ্ন ব্যবহার করা হয়েছে । যেন স্বল্প সময়ে রােগ লক্ষণের সাথে ঔষধি – লক্ষণ মিলিয়ে অর্থাৎ সাদৃশ্য বিবেচনা পূর্বক ওষুধ নির্বাচন করা সহজতর হয় সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র গ্রন্থটির অবতারণা ।
চিকিৎসকগণ এই গ্রন্থ হতে ন্যূনতম সাহায্য খুঁজে পেলেই আমার প্রচেষ্টা স্বার্থক হয়েছে বলে মনে করবাে । আর তার জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি ।
Linkনিচের লিংকে ক্লিক করে বইটি ডাউনলোড করুন

Download Now বিস্ময়কর লক্ষনে হোমিও চিকিৎসা book pdf
Downloadলিংকে ক্লিক করে বইটি ডাউনলোড করুন