গুনাহ থেকে ফিরে আসুন pdf books free download মুহিবুল্লাহ খন্দকার

Rate this post

গুনাহ থেকে ফিরে আসুন pdf books গুনাহের আলামত, তার ক্ষতি এবং মুক্তির পথ by আল্লামা হাফিয ইবনুল কায়্যিম আল জাওযী বই pdf download.

গুনাহ থেকে ফিরে আসুন বইয়ের রিভিউঃ (Pdf books)

বইঃ গুনাহ থেকে ফিরে আসুন

লেখকঃ আল্লামা হাফিয ইবনুল কায়্যিম আল জাওযী

প্রকাশনীঃ আয়ান প্রকাশন

প্রকাশঃ ২০২১

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf books)

ক্যাটাগরিঃ ইসলামিক বই

অনুবাদকঃ মুহিবুল্লাহ খন্দকার

gunah-theke-fire-asun-pdf-books-download

গুনাহ থেকে ফিরে আসুন বইয়ের মূল আলােচনাঃ(Pdf books)

প্রথমেই বলি বইটির শর্ট পিডিএফ পড়ে যা জানতে – বুঝতে পারলাম যে গুনাহ থেকে বেঁচে থাকতে বইটির তুলনাই চলে না।

এক হলাে বইটির লেখক যার কথা না বলা মানে কিছুই বলা হয় নি৷

আর হলাে বইটির ভিতরের স্বর্ণখচিত লেখাগুলাে যা পুরােপুরি বর্তমান সময়কে কেন্দ্র করে লেখা যদিও লেখক বইটি লিখেছিলেন অনেক আগে।(Pdf books)

এ দুটি কারণেই বইটি পড়ে তা জীবনে বাস্তবায়নের জন্য যথেষ্ট । আমাকে বলা হলে আমি বলব যে বইটি পড়লে আপনি জীবনেও ঠকবেন না বলে আমার দৃঢ় বিশ্বাস।এমনকি বইটি জীবনের মােড়ও ঘুরিয়ে দিতে সক্ষম হবে ।

সূচিপত্র বিশ্লেষণঃগুনাহ থেকে বেঁচে থাকুন বইটি বইটিতে প্রায় ৫৮ টি পাঠ এবং ১৭ টি বৈশিষ্ট্যের মাধ্যমে সাজানাে হয়েছে সূচিপত্রে এমন কোন বিষয় নেই যা একটার চেয়ে অন্যটি কম গুরুত্বপূর্ণ । তবুও আমার কাছে যেগুলাে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা হল :

মানুষের গুনাহ করার তিন কারণ

গুনাহ করে খুন কচুয়া দেওয়া

গুনাহে লিপ্ত হওয়ার কারণসমূহ ,

গুনাহের আলামত ,

লােক দেখানাে আমল ,

পাঁচটি খারাপ অভ্যাস ধারণকারীদের আলামত ,

• শেষ জামানায় গুনাহের অবস্থা ,

* গুনাহের ক্ষতিসমূহ ।এর মধ্যে সবচেয়ে বেশি আলােচনা করা হয়েছে গুনাহ করার কারণ , গুনাহের আলামত , গুনাহের ক্ষতিসমূহ এবং গুনাহ থেকে বেঁচে থাকার উপায় ।এছাড়া পরিশিষ্টে সুনির্দিষ্টভাবে গুনাহে পতিত হওয়ার কারণ আর সর্বশেষ গুনাহ থেকে বেঁচে থাকার উপায় তুলে ধরা হয়েছে । যে বিষয়গুলাে মুখ্যভাবে তুলে ধরা হয়েছে বইটিতে সে বিষয়গুলাে সম্পর্কে জানলে বইটি সম্পর্কে আরেকটু ভালাে ধারণা পাওয়া যাবে ।

গুনাহে পতিত হওয়ার কারণসমূহের মধ্যে রয়েছে- • প্রবৃত্তির অনুসরণু , • মুখতা , • শয়তান , * অসৎ সঙ্গ , • খারাপ বন্ধুবান্ধব ও সহপাঠী , • উদাসীনতা , • দীর্ঘ আশা করা , * ন্যর বা দৃষ্টি , • অবসরতা এবং • জিহ্বা ।

আবার গুনাহ থেকে বেঁচে থাকার উপায়ের মধ্যে রয়েছে- * আল্লাহর ধ্যান খেয়াল , * নফসের মুহাসাবা বা হিসাব – নিকাশ , * আল্লাহর স্মরণ বা যিকির করা , • সালাত প্রতিষ্ঠা , • ইখলাস , * যেসব কারণে গুনাহ সংঘটিত হয় তার বিপরীতে চলা।

বইটির ইতিহাসঃ বইটি শাইখুল ইসলাম সানি , ইমাম ইবনুল জাওযিয়্যাহ রহমতুল্লাহি আলাইহি এর ” আল জাওয়াবুল কাফী লিমান সাত্তালা আনিদ দায়িশ শাফি ” বইটি থেকে অনুবাদকৃত । শায়েখ অন্তরের ব্যাধির প্রতি দৃষ্টিপাতকারী , অন্তরের রােগ শনাক্তকারী ছিলেন । বর্তমান সমাজের মতাে গুনাহের মহামারী দমনে তার সময়ের তার প্রচেষ্টায় এই বইটি লিখিত।বইটি তাখরীজ করেছেন মাওলানা তাহের নাক্কাশ পাকিস্তানি । বইটি বাংলায় বের করেছে আয়ান প্রকাশন আর অনুবাদক হলেন মুহিব্দুল্লাহ খন্দকার । দুষ্প্রাপ্য ও উপদেশ ভান্ডার বইটি বাংলায় বের করা অবশ্যই সময়ােপযােগী ও যৌক্তিক । (Pdf Books)

বইটির ভিতরের লেখা বিশ্লেষণঃ বইটির কিছু বিষয় তুলে ধরলে বইটি সম্পর্কে ধারণা পাওয়া যাবে ।

বইটিতে গুনাহের প্রবেশদ্বার হিসেবে বলা হয়েছে যে , যখন মুসলমানরা কুরআন ও সুন্নাহকে বাদ দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় তখনই তারা প্রবেশ করে চরম চরম অন্ধকারে।বর্তমানে যেমন আমরা চরম অন্ধকারে আছি এ বিষয়টিকে গ্রহন করে । (সংক্ষিপ্ত)

গুনাহের সজ্ঞা হিসেবে মহানবি সা এর হাদিস তুলে ধরা হয়েছে । মহানবি সা কে যখন গুনা সম্পর্কে সাহাবিগণ জানতে তখন মহানবি বলেন , ” নেকি উত্তম চরিত্রের নাম আর গুনাহ হলাে তা যা তােমার বক্ষের মাঝে প্রভাব বিস্তার করে এবং লােকেরা সেটি জানুক তা তুমি অপছন্দ করাে না । ” ( সহিহ মুসলিম , কিতাবুল বিল ওয়াস সিলাহ , হাদিস নং ২৫৫৩ )

সমাজ ধ্বংসের আলামত বােঝা যাবে যখন গুনাহ ব্যাপক আকারে সয়লাব হয় ও ছড়িয়ে যায় , রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করে , সৎ নেককারদের দমিয়ে রাখা হয় ।

গুনাহের প্রদি ধাবিতকারী ৩ টি জিনিস ( নারী , ধন – দৌলত , জায়গা – জমি )

কুরআনে সূরা আলে ইমরান এর ১৪ নং আয়াতে আল্লাহকে ভুলে গিয়ে মানুষ যেসব কারনে গুনাহের দিকে পা বাড়ায় সেগুলাে : * নারী , সন্তান – সন্ততি , • সােনারূপার স্কুপ ( ব্যাংক – ব্যালেন্স ) , • চিহ্নিত ঘােড়া ( নতুন নতুন মূল্যবান গাড়ি ) , • গবাদি পশুরাজিংবিভিন্ন পশুর খামার ) এবং ক্ষেত – ক্ষামার । (Pdf download)

গুনাহ থেকে ফিরে আসুন বইটির শিক্ষাঃ

বইটির শিক্ষা বলতে গেলে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলা হবে তবুও বলি বইটি পড়লে গুনাহের ক্ষেত্রে আমাদের বর্তমান অবস্থা কি , কি হওয়া উচিত ছিল , কীভাবে সে অবস্থায় যাওয়া যায় তা তুলে ধরা হয়েছে । যা জেনে আমাদের তা থেকে শিক্ষা নিতে হবে।এক কথায় যদি বলি বইটিতে যা আছে তা মেনে জীবনে প্রয়ােগ করলেই প্রকৃত শিক্ষা পাওয়া ও বােঝা যাবে ।

আমার মন্তব্যঃ বইটির শর্ট পিডিএফ পড়েই আমি আমার জীবনের কিছু ভুল ও করণীয় অনুধাবন করতে পেরেছি , যা মােটেও বাড়িয়ে বলা হয়নি।যা থেকে বুঝতে পারছি সম্পূর্ণ বইটি আমাদের কতটুকু প্রয়ােজন।তাই আমি সকলকে কুরাআন ও সুন্নাহর পাশাপাশি বইটি পড়ে জীবন সুন্দর করার জন্য অনুরােধ করব এবং সুযােগ হলে আমিও কিনব । আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক । আমিন ।

আল্লামা হাফিয ইবনুল কায়্যিম আল জাওযী এর পরিচয়ঃ(Pdf books)

শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম আল জাওযিয়্যাহ রহ . ৬৯১ হিজরীর ৭ ই সফর দামেস্কের এক সম্ভ্রান্ত ইলমী পরিবারে জন্মগ্রহণ করেন । নিজ পরিবারে প্রাথমিক শিক্ষার পর পিতার তত্ত্বাবধানে পরিচালিত আলমাদরাসাতুল জাওযিয়ায় তিনি ইলমের বিভিন্ন শাখায় পাণ্ডিত্য অর্জন করেন ।

তিনি হলেন শাইখুল ইসলাম আল্লাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহর অন্যতম শাগরিদ এবং আল্লামা ইবনে কাসীর ও ইমাম ইবনে রজব হাম্বলী রহ . এর উস্তাদ । তাফসীর , হাদীস ও ফিকাহ শাস্ত্রে তিনি ছিলেন গভীর জ্ঞানের অধিকারী এবং আকীদার বিষয়ে সুদৃঢ় । অত্যন্ত সহজ – সরল ও সাধারণ জীবন – যাপন করতেন ।

শিক্ষকতা , ফতােয়া প্রদান লেখালেখিই ছিল তার মূল কাজ । তার অসংখ্য রচনাবলীর মধ্যে যাদুল মা’আদ , মাদারিজুস সালিকীন , শিফাউল আলীল , আর – রূহ হল সুপ্রসিদ্ধ গ্রন্থ । মনীষী ৭৫১ হিজরীর ১৩ ই রজব ইহকাল ত্যাগ করেন । দামেস্কের বাবে সগীর মাকবারায় তাকে দাফন করা হয় । আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন , আমীন

Download…Comming soon..