গ্রাফিক্স ডিজাইন বই pdf download | Graphics design book

4.7/5 - (4 votes)

graphics design bangla book pdf free download from tunetuni.

গ্রাফিক্স ডিজাইন বই pdf download

graphics design pdf download

মাল্টিমিডিয়া হিসেবে পাওয়ার পয়েন্টের ব্যবহার

জনপ্রিয় প্রেজেন্টেশন প্রোগ্রাম মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করে বিভিন্ন বিষয়কে সহজেই বিভিন্ন গ্রাফিক্স , এনিমেশন , টেক্সট , শব্দ , ভিডিও ইত্যাদির সমন্বয়ে আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করে উপস্থাপন করা যায় । বর্তমানে মাল্টিমিডিয়া হিসেবে এ সফটওয়্যারটির সর্বাধিক ব্যবহার লক্ষ্য করা যায় । অন্যান্য মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যবহার করার জন্য ঐ সফটওয়্যারের স্ক্রিপ্টিং লিখতে হয় । কিন্তু পাওয়ার পয়েন্টের স্লাইডের বিভিন্ন অংশে শুধুমাত্র ইনসার্ট ( সন্নিবেশিত ) করে বিভিন্ন গ্রাফিক্স , এনিমেশন , টেক্সট , শব্দ , ভিডিও ইত্যাদির সমন্বয়ে আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করা যায় ।

গ্রাফিক্স ডিজাইন pdf book

পাওয়ার পয়েন্টের স্লাইডে ব্যবহৃত বিভিন্ন বিষয়াবলীঃ

গ্রাফিক্সের ব্যবহারঃ

মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো গ্রাফিক্স । মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে বিভিন্ন ধরণের গ্রাফিক্স ব্যবহার করে প্রেজেন্টেশনটি আকর্ষণীয় করে উপস্থাপন করা যায় । প্রেজেন্টেশনে যেসব গ্রাফিক্স ব্যবহার করা যায় তাহলোঃ

১. ক্লিপ আর্ট সরাসরি ইনসার্ট করে ব্যবহার করা যায় ।
২. ক্যামেরায় তোলা বা প্রিন্ট করা কোন গ্রাফিক্স ( স্ক্যান করে ব্যবহার করা যায় ) ।
৩. অটোশেপ , ওয়ার্ড আর্ট , অর্গানাইজার চার্ট ইত্যাদি । ৪. কমপিউটারে কোন গ্রাফিক্স ফাইল তৈরি করে তা ব্যবহার করা যায় ।

ক্লিপ আর্ট

ডকুমেন্টে ব্যবহার করার জন্য বিভিন্ন বিষয়ের উপর পূর্ব তৈরিকৃত ফ্রি হ্যান্ড ড্রয়িং পাওয়া যায় । বর্তমানে মাইক্রোসফট অফিসের সাথে অজস্র ক্লিপ আর্ট দেয়া থাকে । ব্যবহারকারী সহজেই পছন্দনীয় যে কোন ক্লিপ আর্ট ডকুমেন্টে স্থাপন করতে পারেন এবং সাইজ ছোট – বড় করে সঠিকভাবে স্থাপন করতে পারেন । ক্লিপ আর্টগুলো সাধারণত ভেক্টর গ্রাফিক্স হওয়াতে এগুলো অনেক বড় করলেও রেজুলেশন ঠিকই থাকে । এডোবি ইন কর্পোরেশনের জনপ্রিয় ইলাস্ট্রেশন প্রোগ্রাম এডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম দিয়ে চমকপ্রদ আর্টওয়ার্ক তৈরি করা যায় । বর্তমানে সাধারণত এ প্রোগ্রামটি দিয়ে ক্লিপ আর্ট তৈরি করা হয় । এছাড়াও প্রোগ্রামে আকর্ষণীয় অনেক ক্লিপ আর্ট সিম্বল হিসেবে পাওয়া যায় । বিভিন্ন ধরনের হাজার হাজার ক্লিপ আর্ট সিডিতে বাজারে পাওয়া যায় । এছাড়াও ইন্টারনেট থেকে ফ্রি পাওয়া যায় ।

ফর্ম ফাইল

প্রেজেন্টেশনে ফর্মফাইল হিসেবে ক্যামেরায় তোলা বা করা কোন গ্রাফিক্স স্ক্যান করে ব্যবহার করা যায় । এতে বিভিন্ন ধরনের যেমনঃ .emf , wmf , .jpg , jpeg , bmp.png , cdr.eps ইত্যাদি ।

এডোবি ইলাস্ট্রেটর বই pdf download

ইলাস্ট্রেটর কী ?

ইলাস্ট্রেটর হলো এমন একটি গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রাম ; যার দ্বারা বিভিন্ন ধরনের ভেক্টর গ্রাফিক্স বা ইমেজ ডিজাইন করা যায় । উদাহরণস্বরূপ বইয়ের প্রচ্ছদ ডিজাইন থেকে শুরু করে প্রকাশনা শিল্পের নানাবিধ কাজ , পত্র – পত্রিকা , ফিলেট , পোস্টার , বিজ্ঞাপন , ভিজিটিং ও বিয়ের কার্ড ইত্যাদি চমৎকার ডিজাইন তৈরির ক্ষেত্রে খরখামেশায়ীই ইলাস্ট্রেটর ব্যবহার করা হয় । তার মানে ইলাস্ট্রেটর অনেক কিছু । তবে প্রথমত ইলাস্ট্রেটর দিয়ে ড্রয়িং করার জন্য এতে ভেক্টর ভিত্তিক ড্রয়িং ব্যবহার করা হয়েছে , আর তাই এই ভেক্টর ভিত্তিক ড্রয়িং দ্বারাই বর্ণিত হয় ( ইলাস্টেট করা হয় ) কীভাবে এটি কজ করবে । সে কারনেই একে Illustrator বলা হয় ।

১৯৮৭ ইং সাল থেকে শুরু করে ইলাস্ট্রেটর এক লম্বা এবং ঐতিহাসিক পথ অতিক্রম করেছে । মূলতঃ এটি Macintosh এর জন্য রিলিজ করা হলেও অন্যান্য প্ল্যাটফর্মেও এর উপস্থিতি লক্ষ্যণীয় । বর্তমানে এটি উইন্ডোজ এবং ম্যাকওএস এ ব্যবহৃত হয় । ইলাস্ট্রেটর এর প্রথম ভার্সন হলো ইলাস্ট্রেটর ১.০ ( জানুয়ারী ১৯৮৭ ) এবং সর্বশেষ ভার্সন হচ্ছে ইলাস্ট্রেটর SEFY1 গ্রাফিক্স এর প্রকারভেদ

Adobe illustrator শেখার বই pdf download

গ্রাফিক্স ডিজাইন কি

মূলতঃ গ্রাফিক্স দু’ধরনের হয়ে থাকে ।
যথা
১. বিটম্যাপ ( Bitmap ) গ্রাফিক্স এবং
২. ভেক্টর ( Vector ) গ্রাফিক্স ।
বিটম্যাপ গ্রাফিক্স বা ইমেজ এর একটি উদাহরণ হলো ফটোগ্রাফ । আর ভেক্টর গ্রাফিক্স বলতে ড্রয়িংকে বুঝায় । ভেক্টর গ্রাফিক্স এর সবচে ‘ সাধারণ রকম হলো একটি বৃত্ত , আয়তক্ষেত্র বা এজাতীয় কোন কিছু । ভেক্টর ফাইল গুলো স্বতন্ত্র অবজেক্টসমূহ দ্বারা গঠিত হয় । প্রতিটি অবজেক্ট এরই কয়েকটি প্রোপার্টি আছে যেমন- color , এবং stroke type । ভেক্টর ফাইলগুলো রেজ্যুলেশন নিরপেক্ষ । কিন্তু বিটম্যাপ ইমেজ সে রকম নয় । রেজ্যুলেশন নিরপেক্ষ মানে হলো ভেক্টর ফাইল গুলো সর্বোচ্চ কোয়ালিটি অর্জন করতে পারে । নিচে প্রদত্ত চিত্রের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হলো । পর্যকটা স্পষ্ট হয় যখন size – scale কে ইমেজ এ zoomed in করা হয় । ভেক্টর ইমেজ সর্বদা শার্প থাকে ( ডানের চন । বিটম্যাপ ইমেজ সকল ব্লকসহ প্রদর্শিত হয় ( বামের চিত্র ) । এগুলোকে পিক্সেল বলা হয় ।

গীর গ্রাফিক্স এর সুবিধাসমূহঃ

১/রেজুল্যুশন অপরিবর্তিত রেখে কর্তন যোগ্য ।
২/লাইনগুলো যে কোন সাইজে তীক্ষ্ণ ও সুন্দর থাকে । ৩/উচ্চমানের রেজ্যুলেশনে প্রিন্ট করা যায় ।
৪/ফাইল সাইজ ছোট হয় ।
৫/ইলাষ্ট্রেশন ড্রয়িং করার ক্ষেত্রে এটি আদর্শ হিসেবে বিবেচিত ।

বিটম্যাপ বা রাস্টার বা পিক্সেল গ্রাফিক্স এর সুবিধাসমূহঃ

১/সহজে ফটো সদৃশ বাস্তবধর্মী ড্রয়িং তৈরী করা যায় । ২/ইমেজকে উচ্চমাত্রার রেজ্যুলেশনে দেখানো যায় ।
৩/অনেক ধরনের ফাইল ফরম্যাট সাপোর্ট করে ।

Logo ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের একটি অংশ । সুতরাং গ্রাফিক্স ডিজাইনের বেসিকগুলো লোগো ডিজাইনের জন্যও গুরুত্বপূর্ণ । বর্তমানে লোগো ডিজাইনের অনেকগুলো ক্ষেত্র আছে । বিশেষ করে আউটসোর্সিং এর ক্ষেত্রে লোগো ডিজাইনের বেশ কিছু কাজ পাওয়া যায় যেগুলো অনলাইনের কন্ট্রাক্ট নিয়ে ডিজাইন করা যেতে পারে । এই অধ্যায়ে আমরা প্রফেশনাল লোগো ডিজাইনের জন্য ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার , গ্রাফিক্স ডিজাইনের বেসিক এবং সেই সাথে লোগো ডিজাইনের জন্য ৭ টি তাত্ত্বিক ধাপ নিয়ে আলোচনা করব ।

লোগো ডিজাইন pdf download

লোগো ডিজাইনে ব্যবহৃত সফটওয়্যার

কম্পিউটারের মাধ্যমে আমরা নিজস্ব সৌন্দর্যতা , রংয়ের মাধুর্যতা এবং কল্পনাকে মিলিয়ে মিশিয়ে সৃজনশীল সৃষ্টিশীলতাকে কেন্দ্রে রেখে যে ডিজাইন সবার মাঝে উপস্থাপন করি কিংবা রূপায়িত করি , সেটিই হচ্ছে ডেস্কটপ পাবলিশিং অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন । আর এই ডিজাইনের সৌন্দর্য পিয়াসী কে না বলুন ? প্রত্যেকটা মানুষেরই নিজস্ব মনের চোেখ রয়েছে , যার যার মনের চোখে সে সৌন্দর্যকে বিভিন্নভাবে উপভোগ করে থাকে । সৌন্দর্যকে অলংকৃত করা , সৌন্দর্যকে একটি মানসম্মত রূপায়ণে ফুটিয়ে তোলার ক্ষেত্রে একজন ডিজাইনারের যেমন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে , ঠিক তেমনি একজন ডিজাইনারের পাশাপাশি সফট্ওয়্যারের গুরুত্বও কম নয় । লোগো ডিজাইন যেহেতু গ্রাফিক্স ডিজাইনের একটি অংশ সুতরাং গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যারগুলোই সাধারণত লোগো ডিজাইনের জন্য ব্যবহার করা হয় । এছাড়াও অনলাইনে লোগো ডিজাইনের জন্য বেশ কিছু স্পেশালাইজ সফটওয়্যার পাওয়া যায় । গুগলে সার্চ দিয়ে এ ধরণের লোগো ডিজাইনের স্পেশালাইজড সফটওয়্যার ডাউনলোড করা যেতে পারে

Download Now graphics design bangla book pdf free

৫টি বই ডাউনলোড করুন

Link-1 || Link-2 || Link-3 || Link-4 || Link-5